ক্রীড়া ডেস্ক
ছন্দে না থাকলেও বাবর আজমকে নিয়ে ভরসার কমতি ছিল না। ব্যাটিং লাইনআপে দলের সবচেয়ে অভিজ্ঞ তিনি। তাই ভারতের বিপক্ষে তিনি জ্বলে উঠবেন এমনটাই প্রত্যাশা ছিল ভক্তদের। কিন্তু আরও একবার লিখলেন হতাশার গল্প।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল চ্যাম্পিয়নস ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। বিরাট কোহলির সেঞ্চুরিতে ২৪২ রানের লক্ষ্য অনায়াসেও পেরিয়ে যায় তারা। কোহলির সঙ্গে বাবরের তুলনা হরহামেশাই করা হয়ে থাকে। গতকাল যদিও তুলনা করার মতো কিছু ছিল না। কেননা বাবরের ব্যাট থেকে আসে কেবল ২৩ রান। এ যেন ভক্তদের প্রত্যাশার সঙ্গে প্রতারণা।
ম্যাচ শেষে ক্ষুব্ধ হয়ে তাই বাবরকে প্রতারকই বললেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার, ‘আমরা সবসময়, কোহলির সঙ্গে বাবরের তুলনা করি। এখন আমাকে বলুন কোহলির নায়ক কে? শচীন টেন্ডুলকার এবং শচীন ১০০টি সেঞ্চুরি করেছে। কোহলি তাঁর পথেই হাঁটছে।’
পাকিস্তানের এক টিভি শোতে বাবর আরও বলেন, ‘বাবর আজমের নায়ক কে? টুক টুক। তুমি ভুল নায়ককে বেছে নিয়েছ। তোমার চিন্তা-ভাবনাই ভুল। শুরু থেকেই তুমি একজন প্রতারক। পাকিস্তান ক্রিকেট নিয়ে আমার কোনো কথাই বলতাম না। টাকা পাচ্ছি বলেই কথা বলতে হচ্ছে। এনিয়ে কথা বলা মানেই সময় নষ্ট করা। এই অধঃপতন আামি ২০০১ সাল থেকেই দেখে আসছি। আমি এমন অধিনায়ক দেখেছি, যাঁদের ব্যক্তিত্ব দিনে তিনবার বদলায়।’
চ্যাম্পিয়নস ট্রফির আগে খুব একটা ছন্দে ছিলেন না কোহলিও। কিন্তু পাকিস্তান বলে কথা, প্রিয় প্রতিপক্ষের সামনে আর নীরব থাকেনি তাঁর ব্যাট। শোয়েব বলেন, ‘আমরা অতীতেও এমনটা দেখেছি। কোহলিকে পাকিস্তানের বিপক্ষে খেলতে বললে, সে সেঞ্চুরি করবেই। তাকে টুপি খোলা সম্মান, সে একজন সুপারস্টার। রান তাড়ায় সেরা এবং আধুনিক ক্রিকেটের কিংবদন্তি। তাকে নিয়ে আমি খুবই খুশি। সব প্রশংসাই প্রাপ্য তার জন্য।’
ছন্দে না থাকলেও বাবর আজমকে নিয়ে ভরসার কমতি ছিল না। ব্যাটিং লাইনআপে দলের সবচেয়ে অভিজ্ঞ তিনি। তাই ভারতের বিপক্ষে তিনি জ্বলে উঠবেন এমনটাই প্রত্যাশা ছিল ভক্তদের। কিন্তু আরও একবার লিখলেন হতাশার গল্প।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল চ্যাম্পিয়নস ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। বিরাট কোহলির সেঞ্চুরিতে ২৪২ রানের লক্ষ্য অনায়াসেও পেরিয়ে যায় তারা। কোহলির সঙ্গে বাবরের তুলনা হরহামেশাই করা হয়ে থাকে। গতকাল যদিও তুলনা করার মতো কিছু ছিল না। কেননা বাবরের ব্যাট থেকে আসে কেবল ২৩ রান। এ যেন ভক্তদের প্রত্যাশার সঙ্গে প্রতারণা।
ম্যাচ শেষে ক্ষুব্ধ হয়ে তাই বাবরকে প্রতারকই বললেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার, ‘আমরা সবসময়, কোহলির সঙ্গে বাবরের তুলনা করি। এখন আমাকে বলুন কোহলির নায়ক কে? শচীন টেন্ডুলকার এবং শচীন ১০০টি সেঞ্চুরি করেছে। কোহলি তাঁর পথেই হাঁটছে।’
পাকিস্তানের এক টিভি শোতে বাবর আরও বলেন, ‘বাবর আজমের নায়ক কে? টুক টুক। তুমি ভুল নায়ককে বেছে নিয়েছ। তোমার চিন্তা-ভাবনাই ভুল। শুরু থেকেই তুমি একজন প্রতারক। পাকিস্তান ক্রিকেট নিয়ে আমার কোনো কথাই বলতাম না। টাকা পাচ্ছি বলেই কথা বলতে হচ্ছে। এনিয়ে কথা বলা মানেই সময় নষ্ট করা। এই অধঃপতন আামি ২০০১ সাল থেকেই দেখে আসছি। আমি এমন অধিনায়ক দেখেছি, যাঁদের ব্যক্তিত্ব দিনে তিনবার বদলায়।’
চ্যাম্পিয়নস ট্রফির আগে খুব একটা ছন্দে ছিলেন না কোহলিও। কিন্তু পাকিস্তান বলে কথা, প্রিয় প্রতিপক্ষের সামনে আর নীরব থাকেনি তাঁর ব্যাট। শোয়েব বলেন, ‘আমরা অতীতেও এমনটা দেখেছি। কোহলিকে পাকিস্তানের বিপক্ষে খেলতে বললে, সে সেঞ্চুরি করবেই। তাকে টুপি খোলা সম্মান, সে একজন সুপারস্টার। রান তাড়ায় সেরা এবং আধুনিক ক্রিকেটের কিংবদন্তি। তাকে নিয়ে আমি খুবই খুশি। সব প্রশংসাই প্রাপ্য তার জন্য।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৬ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৭ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৯ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৯ ঘণ্টা আগে