Ajker Patrika

কোহলির ফেক ফিল্ডিং নিয়ে সমালোচনার ঝড়

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৫: ৪৯
কোহলির ফেক ফিল্ডিং নিয়ে সমালোচনার ঝড়

বিশ্বকাপে দুর্দান্ত খেলছেন বিরাট কোহলি। ৪ ম্যাচের তিনটিতেই করেছেন অপরাজিত ফিফটি। ম্যাচ সেরা হয়ে ভালো খেলার পুরস্কার ও প্রশংসাও পাচ্ছেন তিনি। তবে মাঠের কিছু বিষয় নিয়ে সমালোচনাও শুনতে হচ্ছে এই ভারতীয় ব্যাটারকে। গতকালেও অ্যাডিলেড এমন এক কাণ্ড করছেন যার জন্য তাঁকে সমালোচনা শুনতে হচ্ছে। সমালোচনাটা হচ্ছে ভারতের সাবেক অধিনায়কের ফেক ফিল্ডিং নিয়ে।

কোহলির বিরুদ্ধে গতকাল ম্যাচ শেষে ফেক ফিল্ডিংয়ের অভিযোগ করেছেন নুরুল হাসান সোহান। তিনি বলেছেন, ‘মাঠ যে ভেজা, আপনারাও দেখছেন বাইরে থেকে, আমরাও দেখছি। শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় যে যখন আমরা কথা বলি একটা ফেক থ্রোও ছিল। যেটায় ৫ রান পেনাল্টি হয়তো হতে পারত। যেটা আমাদের দিকে আসতে পারত। দুর্ভাগ্যবশত সেটাও আসেনি।’ 

বাংলাদেশের সহ-অধিনায়কের ফেক থ্রোর অভিযোগটি ছিল সপ্তম ওভারে। অক্ষর প্যাটেলের করা ওভারটিতে ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা আর্শ্বদীপ সিংয়ের নেওয়া থ্রোটি উইকেটরক্ষকের কাছে আসার আগেই বিরাট কোহলি ফেক থ্রোর অঙ্গভঙ্গি করেছিলেন। তাৎক্ষণিকভাবে নাজমুল হাসান শান্তও জানিয়েছিলেন ফিল্ড আম্পায়ারদের। তবে সেটা আমলে নেননি আম্পায়াররা। 

ফেক ফিল্ডিংয়ের অভিযোগ ছাড়াও ম্যাচে আম্পায়ারদের প্রভাবিত করা নিয়ে কোহলির সমালোচনাও চলছে। পাকিস্তানের স্পোর্টস চ্যানেল এ স্পোর্টসে তাঁকে নিয়ে সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটারেরা। টকশোতে উপস্থিত ছিলেন মিসবাউল হক, শোয়েব মালিক, ওয়াকার ইউনিস ও ওয়াসিম আকরামরা। তাঁদের মতে, ম্যাচের সময় আম্পায়ারকে প্রভাবিত করেন কোহলি। 

কোহলি কোন কোন ম্যাচে আম্পায়ারকে প্রভাবিত করেছেন সেই ম্যাচের ফুটেজগুলো দেখাচ্ছিলেন এ স্পোর্টসের হোস্ট। পাকিস্তান ও বাংলাদেশ দুই ম্যাচেই ভারতীয় ব্যাটার আম্পায়ারদের প্রভাবিত করেছেন বলে জানিয়েছেন হোস্ট। তিনি সমালোচনাটা শুরুটা করেছেন পাকিস্তানের ম্যাচ দিয়েই। 

হোস্ট বলেছেন, ‘পাকিস্তানের ম্যাচের দিন শেষ ওভারে মোহাম্মদ নওয়াজের করা তৃতীয় বলে ছক্কা মারার পর নো বলের ইশারা করেছিলেন আম্পায়ারকে। এরপরেই আম্পায়ার বলটিকে নো বলের সিদ্ধান্ত দেন।’

আর বাংলাদেশের ম্যাচের ১৬ তম ওভারের সময় আম্পায়ারকে প্রভাবিত করেছেন বলে জানিয়েছেন এ স্পোর্টসের হোস্ট। হাসান মাহমুদের করা ওভারটিতে দুটি বাউন্সারের কারণে আম্পায়ারকে নো বল ডাকার ইশারা দিয়েছিলেন কোহলি। এ সময় কোহলি ও সাকিব আল হাসানকে খুঁনসুটি করতে দেখা যায়। এ বিষয়ে শোয়েব মালিক মজার ছলে বলেছেন, ‘কোহলিকে যেন সাকিব বলছে, তোমার সংকেতেই আম্পায়ার নো বল ডেকেছে।’ 

আর কোহলি ও সাকিবের ওই মুহূর্তটি নিয়ে ওয়াকার বলেছেন, ‘টকশোতে আমরা যা বলতে চাচ্ছি হয়তো কোহলিকে সেটাই বলেছেন সাকিব। তা হচ্ছে, তুমি ব্যাটিং কর আর আম্পায়ারকে আম্পায়ারিং করতে দেও। তুমি আম্পায়ারকে চাপ দিও না। কোনো না কোনো সময় আম্পায়ার তোমার চাপটা নিয়ে নিবে।’

টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত