Ajker Patrika

লঙ্কানদের হারিয়ে টিকে থাকতে চায় ডাচরা

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১০: ০২
লঙ্কানদের হারিয়ে টিকে থাকতে চায় ডাচরা

ডাচ রূপকথা লেখা হয়ে গেছে আগেই। এই বিশ্বকাপের দ্বিতীয় অঘটনটা তো তাদের হাতে। উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামানো কী সহজ কথা! আজ কি আরেকটি কমলানাচন দেখাতে পারবে নেদারল্যান্ডস? শ্রীলঙ্কা বলে এমন আশা করতে পারে ডাচরা। 

এক যুগ আগের পরাক্রমশালী লঙ্কানরা এখন নখদন্তহীন সিংহ! নেদারল্যান্ডস মাঠে নামতে পারে ‘প্রতিশোধ’ শব্দটিও মাথায় রেখে। দুই দলই বিশ্বকাপে এসেছে বাছাইপর্ব পেরিয়ে। বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর তারা হারারেতে মুখোমুখি হয় ফাইনালে। সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করেও ব্যাটিং ব্যর্থতায় শিরোপা জেতা হয়নি নেদারল্যান্ডসের। 

এবার লক্ষ্ণৌতে জিততে হলে সেই বোলিং ইউনিটই বড় ভরসা ডাচদের। হিমাচলে প্রোটিয়াদের তারা ঘায়েল করেছিল বোলিংয়ে। আর ব্যাটিংটা দুর্দান্ত হলেও প্রথম দুই ম্যাচে তিন শতাধিক রান করেও হারতে হয়েছে লঙ্কানদের। তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ব্যাটিংয়ে ভালো শুরুর পর হার, চতুর্থ ম্যাচে এসে কি জয়ে ফিরতে পারবেন কুশল মেন্ডিসরা? 

ফিকে হয়ে আসা সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে শ্রীলঙ্কাকে। নেদারল্যান্ডসের সামনেও একই সমীকরণ। তবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারালে সেটি আর ‘অঘটন’ হবে না বলে মনে করেন তেজা নিদামানুরু। ভারতীয় বংশোদ্ভূত ডাচ ব্যাটার বলেছেন, ‘আমরা বাছাইয়ে দুটি ম্যাচে খেলেছি শ্রীলঙ্কার বিপক্ষে। আমরা কঠোর পরিশ্রম করেছি, যাতে ভালো খেলি এবং জিততে পারি। সত্যি বলতে, এটাকে আমি অঘটন বলব না।’ 

এর আগে ডাচদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলে প্রতিটিতে জিতেছে লঙ্কানরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত