Ajker Patrika

অমিতকে তাড়া করছেন বিজয়, রনির সেঞ্চুরি

প্রথম শ্রেণির ক্রিকেটে ১২তম সেঞ্চুরি করলেন রনি তালুকদার। ছবি: ফাইল ছবি
প্রথম শ্রেণির ক্রিকেটে ১২তম সেঞ্চুরি করলেন রনি তালুকদার। ছবি: ফাইল ছবি

এক রাউন্ড বাকি থাকতেই জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শিরোপা নিশ্চিত করেছে সিলেট। নিয়মরক্ষার শেষ রাউন্ড খেলছেন দলগুলো। তবে ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে গেছে ব্যক্তিগত অর্জনের জন্য। ছন্দে থাকা সিলেটের অধিনায়ক অমিত হাসান আজ দ্বিতীয় দিন তুলে নিয়েছেন আরেকটি ফিফটি। রানে শীর্ষে থাকা লড়াইয়ে অমিতকে তাড়া করছেন খুলনার এনামুল হক বিজয়। মৌসুমে প্রথমে সেঞ্চুরির দেখা পেয়েছেন রনি তালুকদার।

শেখ আবু নাসের স্টেডিয়ামে আজ দ্বিতীয় দিনও পুরো দিনের খেলা হয়নি খুলনা-রংপুরের ম্যাচে। দুই দিন মিলিয়ে ৭ উইকেটে ২৪০ রান করেছে খুলনা। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ওপেনার বিজয় ফেরেন ৯০ রানে। অধিনায়ক মোহাম্মদ মিঠুন এই মৌসুমে দ্বিতীয় সেঞ্চুরির আশা জাগিয়ে অপরাজিত আছেন ৮৯ রানে। রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে থাকা অমিতের চেয়ে এখনো ২৬ রানে পিছিয়ে বিজয়। অমিতের রান ৬৭২, বিজয়ের ৬৪৬ রান। দুজনের হাতে আরও একটি ইনিংস বাকি আছে।

চট্টগ্রামে দ্বিতীয় দিন শেষে ৮৪ রানের লিড় দাঁড়াল রাজশাহীর। ১৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৭০ রান থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে তারা। তার আগে সিলেটের প্রথম ইনিংস থেমেছে ২১২ রানে। ওপেনার পিনাক ঘোষ ৫৮ ও অধিনায়ক অমিতের ব্যাট থেকে আসে ৫৩ রান। ৪ উইকেট নিয়েছেন রাজশাহীর স্পিনার নিহাদুজ্জামান।

বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ১৪ রানের লিড পেয়েছে ঢাকা। প্রথম শ্রেণির ক্রিকেটে রনি তালুকদারের ১২ তম সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩০৩ রান তুলেছে তারা। ২০২ বলে ১৬টি চার ও একটি ছক্কায় ১১২ রান করেছেন রনি। প্রথম ইনিংসে ২৮৯ রান করেছিল বরিশাল। লিগে এখনো জয়েরমুখ দেখেনি তারা।

রাজশাহী শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ঢাকা মহানগরের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে লড়ছে চট্টগ্রাম। প্রথম ইনিংসে ১৬০ রান গুটিয়ে যায় তারা। বিপরীতে মহানগর করেছে ২৬৮ রান। ১০৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান তুলেছে চট্টগ্রাম। ৬৫ রানের লিড নিয়ে কাল আবারও ব্যাটিংয়ে নামবে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত