নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ থেকে এবারই সর্বোচ্চ তিনজন ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলে। তাঁরা হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস।
বিসিবির টেস্ট খেলার কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে হয়নি মোস্তাফিজের, যার ফলে ইতিমধ্যে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যোগ দিয়েছেন বাঁহাতি এই পেসার। তবে পারিবারিক কারণে আইপিএল ২০২৩ সংস্করণ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) সুযোগ পাওয়া সাকিব।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট থাকার কারণে আইপিএলের শুরুতেই যেতে পারেননি লিটন। তবে গতকাল টেস্ট শেষ হওয়ায় ফ্র্যাঞ্চাইজি লিগটি মাতাতে আগামীকাল বিমানযোগে ভারতের উদ্দেশে রওনা হবেন এই উইকেটরক্ষক ব্যাটার। এবারই প্রথম আইপিএলে দল পেয়েছেন লিটন। কেকেআরের হয়ে মাতাবেন তিনি।
গুঞ্জন আছে, আইপিএল খেলতে আজই নাকি ভারতে যাবেন লিটন। তিনি অবশ্য সেটি উড়িয়ে দিয়ে আজকের পত্রিকাকে বললেন, ‘আজকে যাচ্ছি না এটা সত্য। তবে আমি জানিয়েই যাব।’
অবশ্য লিটনের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আজ না হলেও আগামীকাল আইপিএল খেলতে ঠিকই রওনা হবেন তিনি। সূত্র বলেছে, ‘আগামীকাল বিমানের সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে একটি ফ্লাইটে আইপিএল খেলতে রওনা দেবেন লিটন।’
আগামীকাল বিকেল ৪টায় গুজরাট টাইটান্সের বিপক্ষে লড়বে কেকেআর। লিটন যাওয়ার পর ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে দলটি।
বাংলাদেশ থেকে এবারই সর্বোচ্চ তিনজন ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলে। তাঁরা হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস।
বিসিবির টেস্ট খেলার কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে হয়নি মোস্তাফিজের, যার ফলে ইতিমধ্যে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যোগ দিয়েছেন বাঁহাতি এই পেসার। তবে পারিবারিক কারণে আইপিএল ২০২৩ সংস্করণ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) সুযোগ পাওয়া সাকিব।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট থাকার কারণে আইপিএলের শুরুতেই যেতে পারেননি লিটন। তবে গতকাল টেস্ট শেষ হওয়ায় ফ্র্যাঞ্চাইজি লিগটি মাতাতে আগামীকাল বিমানযোগে ভারতের উদ্দেশে রওনা হবেন এই উইকেটরক্ষক ব্যাটার। এবারই প্রথম আইপিএলে দল পেয়েছেন লিটন। কেকেআরের হয়ে মাতাবেন তিনি।
গুঞ্জন আছে, আইপিএল খেলতে আজই নাকি ভারতে যাবেন লিটন। তিনি অবশ্য সেটি উড়িয়ে দিয়ে আজকের পত্রিকাকে বললেন, ‘আজকে যাচ্ছি না এটা সত্য। তবে আমি জানিয়েই যাব।’
অবশ্য লিটনের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আজ না হলেও আগামীকাল আইপিএল খেলতে ঠিকই রওনা হবেন তিনি। সূত্র বলেছে, ‘আগামীকাল বিমানের সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে একটি ফ্লাইটে আইপিএল খেলতে রওনা দেবেন লিটন।’
আগামীকাল বিকেল ৪টায় গুজরাট টাইটান্সের বিপক্ষে লড়বে কেকেআর। লিটন যাওয়ার পর ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে দলটি।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
২ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৬ ঘণ্টা আগে