Ajker Patrika

মেসির সম্মানে পিএসজির জার্সিতে ব্যালন ডি’অরের ছোঁয়া

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৮: ১৮
মেসির সম্মানে পিএসজির জার্সিতে ব্যালন ডি’অরের ছোঁয়া

লিওনেল মেসির রেকর্ড সপ্তম ব্যালন ডি অর জয় নিয়ে চাইলে বার্সেলোনা আক্ষেপ করতেই পারে। গত মৌসুমে বার্সাতে থাকার পারফরম্যান্সই যে এবারের আর্জেন্টিনা অধিনায়কের ব্যালন ডি’অরে জয়ে ভূমিকা রেখেছে। অথচ সেই পুরস্কার মেসি জিতলেন কিনা ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে। 

এ মৌসুমে নাটকীয়ভাবে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। ফরাসি জায়ান্টদের হয়ে কোনো খেলোয়াড়ের এটিই প্রথম ব্যালন ডি’অর জয়। মেসির ব্যালন ডি-অর জয় নিয়ে আগেই দাপুটে উদ্‌যাপন সেরেছিল পিএসজি। এবার আরেকটি ভিন্ন উদ্‌যাপন করল ফরাসি জায়ান্টরা। মেসির পুরস্কারটি জয় উপলক্ষ ব্যালন ডি’অরের রঙের মতো সোনালি রঙের জার্সি পরে গত রাতে মোনাকোর বিপক্ষে মাঠে নামে পিএসজি। 

জার্সিতে প্রতিটি ফুটবলারের নাম, নম্বর ও স্পনসর লেখা হয় ব্যালন ডি’অরের সোনালি রঙে। তবে উপলক্ষটা গোল করে উদ্‌যাপন করতে পারেননি মেসি। গোল না পেলেও দুর্দান্ত এক অ্যাসিস্টে সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত