Ajker Patrika

দুঃসময়ে থাকা ইংল্যান্ড পেল আরেক দুঃসংবাদ 

দুঃসময়ে থাকা ইংল্যান্ড পেল আরেক দুঃসংবাদ 

চার ম্যাচে তিন হার, দুটি বড় ব্যবধানে। গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে ২২৯ রানে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ১০ দলের বিশ্বকাপে ইংলিশরা এখন পয়েন্ট টেবিলের নয়ে! খারাপ সময়ের চক্করে আটকে যাওয়া ইংল্যান্ড এবার পেল আরেকটি দুঃসংবাদ। 

গতকাল লক্ষ্ণৌতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিং করার সময়ে বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছিলেন বাঁহাতি পেসার টপলি। চোট এতটাই গুরুতর যে গতকাল ব্যাটিংয়ে নামাই হয়নি টপলির। 

আজ সংবাদ বিবৃতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের(ইসিবি) ওয়েবসাইটে জানানো হয়েছে, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে আর খেলা হচ্ছে না টপলির। আঘাত পাওয়া আঙুলে চিড় ধরা পড়েছে তাঁর। যে হাতে বল করেন সেই হাতের তর্জনীর হাড় ফেটে যাওয়ায় আর বোলিং করাও সম্ভব নয় ২৯ বছর বয়সী পেসারের। চোট পাওয়া পেসারকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত ইসিবির। 

টপলি চোট পাওয়ায় শোনা যাচ্ছিল দলে আনা হতে পারে ২০১৯ বিশ্বকাপজয়ী পেসার জফরা আর্চারকে। এই মুহূর্তে ভারতেই আছেন আর্চার।  তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ইংল্যান্ড কোচ ম্যাথিউ মট। বলেছেন, ‘আর্চারকে মূল দলে নেওয়ার কথা আমরা ভাবছি না। যদিও আর্চার এখন অনেকটাই ফিট, কিন্তু এখানে এসেছে মূলত মেডিকেল টিমকে রিপোর্ট করতে। এখনো ম্যাচ খেলার মতো ফিটনেস নেই তার।’

বদলি হিসেবে একজন ‘এক্স-ফ্যাক্টর’কে খুঁজছেন মট যার উপস্থিতি বদলে দিতে পারে খারাপ সময়ে থাকা ইংল্যান্ডকে। পরিবর্তিত খেলোয়াড় হিসেবে চমক দেওয়ার সুযোগ খুঁজছেন ইংলিশ কোচ,‘আমাদের বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সামনের ম্যাচগুলোর কথাও আমাদের মাথায় রাখতে হবে। হয়তো চাইলে আমরা একজন এক্স-ফ্যাক্টর খেলোয়াড় চাইছি... আর যেকারণে আমরা রিজার্ভে থাকা খেলোয়াড় নিয়েও তাড়াহুড়ো করছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত