দুর্দান্ত শুরু করা মেসির জার্সি কিনতে ধুম পড়ে গেছে। মেসি ১০ জার্সির আসলটার দাম ১৬০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ১৭ হাজার ৩৫৭ টাকা। রেপ্লিকার দাম ১২৫ ডলার (১৩ হাজার ৫৬০ টাকা) ও জার্সির ইয়ং ভার্সনের দাম ১০৪ ডলার (১১ হাজার ২৮২ টাকা)। এমএলএস স্টোরে অর্ডার করলেই এই জার্সি পাওয়া যাবে। তবে আর্জেন্টাইন তারকা ফুটবলারের জার্সির চাহিদা এতই বেশি যে, তা দ্রুত শেষ হয়ে গেছে। এই জার্সি পেতে অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত। এমএলএস স্টোর ছাড়াও অ্যাডিডাস অনলাইন স্টোরে মেসির জার্সি প্রি-অর্ডার করা যাবে। অ্যাডিডাসের সেলস পেজ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই আইটেমটা (মেসির জার্সি) আগে থেকে অর্ডার করতে হয়। মঙ্গলবার ১৭ অক্টোবর ২০২৩ এর পরে এটা পাঠানো হবে।’ অ্যাডিডাসের এক মুখপাত্র এ ব্যাপারে বলেন, ‘যেসব ভক্ত সমর্থকেরা জার্সি চাইছেন, তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব জার্সি দেওয়ার চেষ্টা করছি। যেন তাঁরা অনলাইনে অথবা আমাদের স্টোর থেকে নিতে পারেন।’
২১ জুলাই ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ইন্টার মিয়ামি-ক্রুজ আজুল ম্যাচ দিয়ে অভিষেক হয় মেসির। অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক ফ্রিকিকে মিয়ামির হয়ে প্রথম গোল করেন মেসি। আর্জেন্টাইন তারকা ফুটবলারের গোলে ২-১-এ জয় পায় মিয়ামি। এরপর একই মাঠে গত পরশু আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে মিয়ামি। এই ম্যাচে জোড়া গোল করেছেন মেসি এবং একটি গোলে অ্যাসিস্ট করেছেন।
দুর্দান্ত শুরু করা মেসির জার্সি কিনতে ধুম পড়ে গেছে। মেসি ১০ জার্সির আসলটার দাম ১৬০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ১৭ হাজার ৩৫৭ টাকা। রেপ্লিকার দাম ১২৫ ডলার (১৩ হাজার ৫৬০ টাকা) ও জার্সির ইয়ং ভার্সনের দাম ১০৪ ডলার (১১ হাজার ২৮২ টাকা)। এমএলএস স্টোরে অর্ডার করলেই এই জার্সি পাওয়া যাবে। তবে আর্জেন্টাইন তারকা ফুটবলারের জার্সির চাহিদা এতই বেশি যে, তা দ্রুত শেষ হয়ে গেছে। এই জার্সি পেতে অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত। এমএলএস স্টোর ছাড়াও অ্যাডিডাস অনলাইন স্টোরে মেসির জার্সি প্রি-অর্ডার করা যাবে। অ্যাডিডাসের সেলস পেজ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই আইটেমটা (মেসির জার্সি) আগে থেকে অর্ডার করতে হয়। মঙ্গলবার ১৭ অক্টোবর ২০২৩ এর পরে এটা পাঠানো হবে।’ অ্যাডিডাসের এক মুখপাত্র এ ব্যাপারে বলেন, ‘যেসব ভক্ত সমর্থকেরা জার্সি চাইছেন, তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব জার্সি দেওয়ার চেষ্টা করছি। যেন তাঁরা অনলাইনে অথবা আমাদের স্টোর থেকে নিতে পারেন।’
২১ জুলাই ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ইন্টার মিয়ামি-ক্রুজ আজুল ম্যাচ দিয়ে অভিষেক হয় মেসির। অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক ফ্রিকিকে মিয়ামির হয়ে প্রথম গোল করেন মেসি। আর্জেন্টাইন তারকা ফুটবলারের গোলে ২-১-এ জয় পায় মিয়ামি। এরপর একই মাঠে গত পরশু আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে মিয়ামি। এই ম্যাচে জোড়া গোল করেছেন মেসি এবং একটি গোলে অ্যাসিস্ট করেছেন।
ইউরোপ ছেড়ে অনেক আগেই ভিনদেশে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবু সময়ের দুই তারকা ফুটবলারকে নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ এখনো তুঙ্গে।
২ ঘণ্টা আগে২০২৫ আইপিএলের শুরুটা ভালো না হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের মুম্বাই। আজ তারা খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টায় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরু হবে রাজস্থান-মুম্বাই ম্যাচ।
৩ ঘণ্টা আগে২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
৩ ঘণ্টা আগেচেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
৪ ঘণ্টা আগে