পাঁচ মাসও নেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। এই টুর্নামেন্ট খেলতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফর করবে কি না, এ ব্যাপারে এখনো পরিষ্কার কোনো বার্তা আসেনি। টুর্নামেন্ট যত নিকটে আসছে পরিস্থিতি যেন আরও উষ্ণ হচ্ছে।
বেশ লম্বা সময় ধরে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ হয় না। সর্বশেষ ২০২৩ এশিয়া কাপ খেলতেও পাকিস্তানে রোহিত শর্মা-বিরাট কোহলিদের পাঠায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিপরীতে গত বছর ওয়ানডে বিশ্বকাপে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের ভারতে পাঠিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে ভারত অবশ্য কিছুটা বেকায়দায়। এশিয়া কাপের মতো চ্যাম্পিয়নস ট্রফিও হাইব্রিড মডেলের প্রস্তাব রাখলেও অন্য দলগুলো এ ব্যাপারে আপত্তি জানিয়েছে। ভারত বাদে বাকি সব দলই পাকিস্তানে খেলতে রাজি। কোনো দেশকে বাড়তি সুবিধা দেওয়া হলেও সেটি মানবে না অন্য দলগুলো।
চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে আজ কানপুরে কথা বলেছেন বিসিসিআই সহসভাপতি রাজিব শুক্লাও। এই পরিচালকও কোনো আভাস দিতে পারেননি। জানিয়েছেন, পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারটি নির্ভর করছে ভারত সরকারের মতের ওপর।
শুক্লা সংবাদমাধ্যমে বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত পাকিস্তানে গিয়ে খেলবে কি না, সেটি এখনো সিদ্ধান্ত হয়নি। পাকিস্তান-ভারত দুই দলই কে কাদের দেশে খেলবে—এসব সরকার পর্যায়ে সিদ্ধান্ত হয়। তাই আমারা অপেক্ষা করছি। সরকার যদি আমাদের খেলার জন্য সম্মতি দেয়, তবেই আমরা খেলব সেখানে।’
পাকিস্তান যাওয়ার সিদ্ধান্ত বিসিসিআই নেবে না, সেটা স্পষ্ট শুক্লার বক্তব্যে। ভারত সরকারের সবুজসংকেত পেলেই দল পাঠাবেন তাঁরা, ‘আমরা আমাদের অবস্থান পরিষ্কার রাখছি, আমাদের নিজেদের কোনো সিদ্ধান্ত নেই। আমরা দল পাঠাব কি না, এ সিদ্ধান্ত নেবে সরকার।’ পাকিস্তানে আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।
পাঁচ মাসও নেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। এই টুর্নামেন্ট খেলতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফর করবে কি না, এ ব্যাপারে এখনো পরিষ্কার কোনো বার্তা আসেনি। টুর্নামেন্ট যত নিকটে আসছে পরিস্থিতি যেন আরও উষ্ণ হচ্ছে।
বেশ লম্বা সময় ধরে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ হয় না। সর্বশেষ ২০২৩ এশিয়া কাপ খেলতেও পাকিস্তানে রোহিত শর্মা-বিরাট কোহলিদের পাঠায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিপরীতে গত বছর ওয়ানডে বিশ্বকাপে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের ভারতে পাঠিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে ভারত অবশ্য কিছুটা বেকায়দায়। এশিয়া কাপের মতো চ্যাম্পিয়নস ট্রফিও হাইব্রিড মডেলের প্রস্তাব রাখলেও অন্য দলগুলো এ ব্যাপারে আপত্তি জানিয়েছে। ভারত বাদে বাকি সব দলই পাকিস্তানে খেলতে রাজি। কোনো দেশকে বাড়তি সুবিধা দেওয়া হলেও সেটি মানবে না অন্য দলগুলো।
চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে আজ কানপুরে কথা বলেছেন বিসিসিআই সহসভাপতি রাজিব শুক্লাও। এই পরিচালকও কোনো আভাস দিতে পারেননি। জানিয়েছেন, পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারটি নির্ভর করছে ভারত সরকারের মতের ওপর।
শুক্লা সংবাদমাধ্যমে বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত পাকিস্তানে গিয়ে খেলবে কি না, সেটি এখনো সিদ্ধান্ত হয়নি। পাকিস্তান-ভারত দুই দলই কে কাদের দেশে খেলবে—এসব সরকার পর্যায়ে সিদ্ধান্ত হয়। তাই আমারা অপেক্ষা করছি। সরকার যদি আমাদের খেলার জন্য সম্মতি দেয়, তবেই আমরা খেলব সেখানে।’
পাকিস্তান যাওয়ার সিদ্ধান্ত বিসিসিআই নেবে না, সেটা স্পষ্ট শুক্লার বক্তব্যে। ভারত সরকারের সবুজসংকেত পেলেই দল পাঠাবেন তাঁরা, ‘আমরা আমাদের অবস্থান পরিষ্কার রাখছি, আমাদের নিজেদের কোনো সিদ্ধান্ত নেই। আমরা দল পাঠাব কি না, এ সিদ্ধান্ত নেবে সরকার।’ পাকিস্তানে আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।
২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফর এখনো বেশ দেরি হলেও অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশন নিয়ে একটা ধারণা মিলতে পারে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলে ১৪ সদস্যের অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
৭ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দল এক ম্যাচ জিতছে তো আরেক ম্যাচ হারছে। নিজেদের প্রথম ম্যাচ হারের পর গতকাল ৩২ রানে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ ‘এ’। আজ আবার হারের স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের দল। টিআইও স্টেডিয়ামে বিগ ব্যাশর দল পার্থ স্করচার্সের একাডেমির কাছে তারা হেরেছে ৫
৮ ঘণ্টা আগেনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
৯ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
১০ ঘণ্টা আগে