Ajker Patrika

হোল্ডার-বোনারের প্রতিরোধে হারতে হারতে ড্র করল উইন্ডিজ 

আপডেট : ১৩ মার্চ ২০২২, ১১: ৫৪
হোল্ডার-বোনারের প্রতিরোধে হারতে হারতে ড্র করল উইন্ডিজ 

অ্যান্টিগা টেস্টের শেষ দিনে ইংল্যান্ডের জয় রুখে দিয়েছেন জেসন হোল্ডার আর এনক্রুমা বোনার। এ দুই ব্যাটারের প্রতিরোধে জয়ের সম্ভাবনা জাগিয়েও ড্র নিয়ে মাঠে ছেড়েছে জো রুটের দল। 

শেষ দিনে দুই সেশন হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ২৮৬ রানের লক্ষ্য ছুড়ে দেয় ইংল্যান্ড। দিনের খেলা তখন বাকি ৭১ ওভার। লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশ বোলারদের তোপে ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকেরা। এরপর পঞ্চম উইকেটে জুটি বাঁধেন হোল্ডার ও বোনার। ২১৫ বলে ৮০ রানের জুটি গড়ে দিনের বাকি ওভার নিরাপদে পার করে দেন এই দুই মিডল অর্ডার ব্যাটার। 

এর আগে ১ উইকেটে ২১৭ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে ইংল্যান্ড। শেষ দিনে এক সেশনের কিছু কম সময় ব্যাটিং করে ২৫ ওভারে ১৩২ রান যোগ করে তারা। মধ্যাহ্ন বিরতির আগে ৭ উইকেটে ৩৪৯ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ক্যারিয়ারের ২৪তম টেস্ট সেঞ্চুরিতে ১০৯ রান করেন অধিনায়ক জো রুট। প্রায় দেড় বছর পর সেঞ্চুরির দেখা পাওয়া জ্যাক ক্রলি থেমেছেন ১২১ রানে। 

৭১ ওভারে ২৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ড্রয়ের পথেই এগোচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ৫৯ রানে প্রথম উইকেট হারানোর পর দ্রুত আরও ৩ উইকেট পড়লে হার চোখ রাঙাতে শুরু করে। পরে হোল্ডার-বোনারের শক্ত প্রতিরোধে ইংলিশদের হতাশ করে ম্যাচ বাঁচায় উইন্ডিজ। 

তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি ১৬ মার্চ ব্রিজটাউনে শুরু হবে। আর সিরিজের শেষ টেস্ট শুরু হবে ২৪ মার্চ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ভাইকে

হাতকড়া ও শিকল পরিয়ে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ তুলে পুড়িয়ে দিল বিক্ষুব্ধরা, আহত অর্ধশত

গরম মাড় পড়ে শিশু দগ্ধ, গলা টিপে হত্যার পর বস্তায় ভরে পুকুরে ফেলেন চাচি

পবায় মাইকে স্লোগান দিয়ে খানকা ভাঙচুর, নীরব ছিল দুই গাড়ি পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত