নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তৌহিদ হৃদয় ফিফটি মানেই সিলেট স্ট্রাইকার্সের জয়। চলতি বিপিএলে এটাই যেন পরিচিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। হৃদয়ের আগের চার ফিফটিতেও জয় পেয়েছে তাঁর দল। গতকাল তিনি খেলেছেন টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ইনিংস। কিন্তু তাঁর ঝোড়ো ৮৫ রানের সুবাদেও এবার আর জিতল না সিলেট। বোলারদের অসহায়ত্বের ম্যাচে তারা রংপুর রাইডার্সের কাছে হেরেছে ৮ উইকেটে।
হৃদয়ের পর মুশফিকুর রহিমের অপরাজিত ৫৫ রানে ভর করে ২ উইকেটে ১৭০ রান করে সিলেট। জবাবে রনি তালুকদারের ৬৬ ও নাঈম শেখের ৪৫ ও শোয়েব মালিকের অপারজিত ৩৯ রানের ইনংসে ১২ বল হাতে রেখেই লক্ষ্য তাড়া করে রংপুর। দল না জিতলেও সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠলেন হৃদয় (৩৭৩)।
গত পরশু শেষ চার ঠিক হয়ে হওয়ায়, বিপিএলে সামনের ম্যাচগুলো বেশ উত্তাপ ছড়ানোর কথা ছিল না। কিন্তু রংপুরের জয়ে উত্তাপের আবহ তীব্র হয়ে গেল। পয়েন্ট টেবিলের চারে এখন রংপুর। এতে শীর্ষ চারের তিন দলেরই ১০ ম্যাচে ১৪ পয়েন্ট করে। এক ম্যাচে বেশি খেলা সিলেটের ১৬ পয়েন্ট।
লিগ পর্ব শেষে যারা পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকবে, তারা সরাসরি প্রথম কোয়ালিফায়ারে খেলবে। সেখান জিতলে চলে যাবে সরাসরি ফাইনালে। হেরে গেলে আবারও সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে যাওয়ার। তাই শীর্ষ দুইয়ে থাকার জন্য লিগ পর্বে সামনের ম্যাচগুলোয় খেলবে এ চার দল। চার দলের সামনেই উন্মুক্ত শীর্ষ দুইয়ের জায়গা। সবার নেট রান রেটও অনেকটা কাছাকাছি।
তৌহিদ হৃদয় ফিফটি মানেই সিলেট স্ট্রাইকার্সের জয়। চলতি বিপিএলে এটাই যেন পরিচিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। হৃদয়ের আগের চার ফিফটিতেও জয় পেয়েছে তাঁর দল। গতকাল তিনি খেলেছেন টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ইনিংস। কিন্তু তাঁর ঝোড়ো ৮৫ রানের সুবাদেও এবার আর জিতল না সিলেট। বোলারদের অসহায়ত্বের ম্যাচে তারা রংপুর রাইডার্সের কাছে হেরেছে ৮ উইকেটে।
হৃদয়ের পর মুশফিকুর রহিমের অপরাজিত ৫৫ রানে ভর করে ২ উইকেটে ১৭০ রান করে সিলেট। জবাবে রনি তালুকদারের ৬৬ ও নাঈম শেখের ৪৫ ও শোয়েব মালিকের অপারজিত ৩৯ রানের ইনংসে ১২ বল হাতে রেখেই লক্ষ্য তাড়া করে রংপুর। দল না জিতলেও সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠলেন হৃদয় (৩৭৩)।
গত পরশু শেষ চার ঠিক হয়ে হওয়ায়, বিপিএলে সামনের ম্যাচগুলো বেশ উত্তাপ ছড়ানোর কথা ছিল না। কিন্তু রংপুরের জয়ে উত্তাপের আবহ তীব্র হয়ে গেল। পয়েন্ট টেবিলের চারে এখন রংপুর। এতে শীর্ষ চারের তিন দলেরই ১০ ম্যাচে ১৪ পয়েন্ট করে। এক ম্যাচে বেশি খেলা সিলেটের ১৬ পয়েন্ট।
লিগ পর্ব শেষে যারা পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকবে, তারা সরাসরি প্রথম কোয়ালিফায়ারে খেলবে। সেখান জিতলে চলে যাবে সরাসরি ফাইনালে। হেরে গেলে আবারও সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে যাওয়ার। তাই শীর্ষ দুইয়ে থাকার জন্য লিগ পর্বে সামনের ম্যাচগুলোয় খেলবে এ চার দল। চার দলের সামনেই উন্মুক্ত শীর্ষ দুইয়ের জায়গা। সবার নেট রান রেটও অনেকটা কাছাকাছি।
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
১২ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
১২ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
১৪ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
১৫ ঘণ্টা আগে