নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশ গত কয়েক দিন ধরেই উত্তপ্ত। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করছেন আন্দোলন। শরীফুল ইসলাম, তাওহীদ হৃদয় থেকে শুরু করে মুশফিকুর রহিম, তামিম ইকবালসহ অনেক ক্রিকেটারই আন্দোলন নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। দেশে চলমান আন্দোলন নিয়ে সরব হলেন মাহমুদউল্লাহ রিয়াদও।
সিনিয়র ক্রিকেটারদের মধ্যে মুশফিক গতকাল সকালে কোটা আন্দোলন নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। মুশফিকের দীর্ঘদিনের সতীর্থ তামিম দেশে চলমান আন্দোলন নিয়ে গত রাতেই নীরবতা ভেঙেছেন। তামিমের পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর চলমান আন্দোলন নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহও। বাংলাদেশ সময় বুধবার রাত ১১টা ৫৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাহমুদউল্লাহ বলেছেন, ‘বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য। ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন।’
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের রক্তমাখা ছবি সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে নিয়মিতই। অনেকে প্রাণ বিসর্জনও দিয়েছেন। সৌম্য সরকারের চাওয়া, আর কোনো প্রাণ যেন না ঝরে চলমান আন্দোলনে। দেশে চলমান উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে সৌম্য নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গত রাতে লিখেছেন, ‘কোনো সংঘাত না, আলোচনার মাধ্যমে সমাধান হোক সব সমস্যার। প্রার্থনা করি, আর কোনো মা যেন সন্তান না হারায়। শান্তি ফিরে আসুক সবার জীবনে।’
হৃদয়, শরীফুল, তামিম, মুশফিকদের মতো অনেক ক্রিকেটারই কোটা সংস্কার আন্দোলন নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তানজিদ হাসান তামিম সবার চাওয়া, দেশের পরিস্থিতি যেন দ্রুত স্বাভাবিক হয়ে ওঠে। তবে আজ সকাল ৯টা পর্যন্ত মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান কারও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কোটা আন্দোলন নিয়ে।
আরও পড়ুন:
কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশ গত কয়েক দিন ধরেই উত্তপ্ত। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করছেন আন্দোলন। শরীফুল ইসলাম, তাওহীদ হৃদয় থেকে শুরু করে মুশফিকুর রহিম, তামিম ইকবালসহ অনেক ক্রিকেটারই আন্দোলন নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। দেশে চলমান আন্দোলন নিয়ে সরব হলেন মাহমুদউল্লাহ রিয়াদও।
সিনিয়র ক্রিকেটারদের মধ্যে মুশফিক গতকাল সকালে কোটা আন্দোলন নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। মুশফিকের দীর্ঘদিনের সতীর্থ তামিম দেশে চলমান আন্দোলন নিয়ে গত রাতেই নীরবতা ভেঙেছেন। তামিমের পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর চলমান আন্দোলন নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহও। বাংলাদেশ সময় বুধবার রাত ১১টা ৫৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাহমুদউল্লাহ বলেছেন, ‘বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য। ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন।’
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের রক্তমাখা ছবি সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে নিয়মিতই। অনেকে প্রাণ বিসর্জনও দিয়েছেন। সৌম্য সরকারের চাওয়া, আর কোনো প্রাণ যেন না ঝরে চলমান আন্দোলনে। দেশে চলমান উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে সৌম্য নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গত রাতে লিখেছেন, ‘কোনো সংঘাত না, আলোচনার মাধ্যমে সমাধান হোক সব সমস্যার। প্রার্থনা করি, আর কোনো মা যেন সন্তান না হারায়। শান্তি ফিরে আসুক সবার জীবনে।’
হৃদয়, শরীফুল, তামিম, মুশফিকদের মতো অনেক ক্রিকেটারই কোটা সংস্কার আন্দোলন নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তানজিদ হাসান তামিম সবার চাওয়া, দেশের পরিস্থিতি যেন দ্রুত স্বাভাবিক হয়ে ওঠে। তবে আজ সকাল ৯টা পর্যন্ত মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান কারও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কোটা আন্দোলন নিয়ে।
আরও পড়ুন:
নতুন মৌসুম সামনে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৩ মিনিট আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদন প্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহীরা আজ শুরু করে দিতে পারেন আবেদন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৩ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৫ ঘণ্টা আগে