ক্রীড়া ডেস্ক
২০২৪ সালের ২৯ জুন বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এক বছর না যেতেই ভারতের দুই তারকা ক্রিকেটার সামাজিক মাধ্যমে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণকে দুজনই বিদায় বলেছেন এক সপ্তাহের ব্যবধানে।
১৮তম আইপিএল শেষ হচ্ছে ৩ জুন। ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হবে ভারতের। এমন সময়ে দুই তারকা ক্রিকেটার রোহিত-কোহলির টেস্ট থেকে অবসর নিয়ে নীরবতা ভাঙলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। কোন ক্রিকেটার কখন অবসর নেবেন, সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মনে করেন গম্ভীর। নিউজ১৮ ক্রিকেট নেক্সটকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের কোচ বলেছেন, ‘আমার মতে কে কখন খেলা শুরু করবে এবং শেষ করবে কখন, সেটা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। কোচ, নির্বাচক এমনকি এই দেশের কোনো ব্যক্তিরই কিছু বলার অধিকার নেই যে কখন কোন ক্রিকেটার অবসর নেবে আর কখন অবসর নেবে না। এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।’
রোহিত অবসর নেওয়ায় ভারতের টেস্ট অধিনায়কের পদ শূন্য হয়ে পড়েছে। শুবমান গিলের নাম শোনা গেলেও ভারত নতুন টেস্ট অধিনায়কের নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি। আর আইপিএল শেষে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হচ্ছে ভারতের। গম্ভীর বলেন, ‘এটা ঠিক যে, আমাদের দুই অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া খেলতে হবে। তবে মাঝে মাঝে আমি মনে করি যে এটা ক্রিকেটারদের ক্ষেত্রে নিজেদের প্রমাণ করার সুযোগ। এটা কঠিন হলেও কোনো না কোনো তরুণ ক্রিকেটার বলবে যে সে প্রস্তুত।’
চোটে পড়ায় ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারেননি জসপ্রীত বুমরা। তবে বুমরার অভাব কোনোভাবে টুর্নামেন্টে বুঝতে পারেনি ভারত। দুবাইয়ে এ বছরের ৯ মার্চ নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত জিতেছে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা। টুর্নামেন্টে ভারত যে ৪৭ উইকেট নিয়েছে, সেগুলোর মধ্যে ২৬টিই নিয়েছেন দলটির স্পিনাররা। এমনকি মোহাম্মদ শামি, হারশিত রানার মতো পেসাররাও দুর্দান্ত বোলিং করেন আইসিসির এই ইভেন্টে।
বুমরার মতো অভিজ্ঞ ক্রিকেটার অনুপস্থিত থাকলেও ভারত যে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে, সেটা মনে করিয়ে দিলেন গম্ভীর। ভারতের প্রধান কোচ বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে জসপ্রীত বুমরা ছিল না। আমি ঠিক সেটাই বলতে চাচ্ছি যে একজন না খেলাতে অন্য কারও দেশের জন্য বিশেষ কিছু করার সুযোগ তৈরি হয়। আশা করি, নতুন কিছু ক্রিকেটার সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় আছে।’
২০২৪ সালের ২৯ জুন বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এক বছর না যেতেই ভারতের দুই তারকা ক্রিকেটার সামাজিক মাধ্যমে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণকে দুজনই বিদায় বলেছেন এক সপ্তাহের ব্যবধানে।
১৮তম আইপিএল শেষ হচ্ছে ৩ জুন। ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হবে ভারতের। এমন সময়ে দুই তারকা ক্রিকেটার রোহিত-কোহলির টেস্ট থেকে অবসর নিয়ে নীরবতা ভাঙলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। কোন ক্রিকেটার কখন অবসর নেবেন, সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মনে করেন গম্ভীর। নিউজ১৮ ক্রিকেট নেক্সটকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের কোচ বলেছেন, ‘আমার মতে কে কখন খেলা শুরু করবে এবং শেষ করবে কখন, সেটা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। কোচ, নির্বাচক এমনকি এই দেশের কোনো ব্যক্তিরই কিছু বলার অধিকার নেই যে কখন কোন ক্রিকেটার অবসর নেবে আর কখন অবসর নেবে না। এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।’
রোহিত অবসর নেওয়ায় ভারতের টেস্ট অধিনায়কের পদ শূন্য হয়ে পড়েছে। শুবমান গিলের নাম শোনা গেলেও ভারত নতুন টেস্ট অধিনায়কের নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি। আর আইপিএল শেষে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হচ্ছে ভারতের। গম্ভীর বলেন, ‘এটা ঠিক যে, আমাদের দুই অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া খেলতে হবে। তবে মাঝে মাঝে আমি মনে করি যে এটা ক্রিকেটারদের ক্ষেত্রে নিজেদের প্রমাণ করার সুযোগ। এটা কঠিন হলেও কোনো না কোনো তরুণ ক্রিকেটার বলবে যে সে প্রস্তুত।’
চোটে পড়ায় ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারেননি জসপ্রীত বুমরা। তবে বুমরার অভাব কোনোভাবে টুর্নামেন্টে বুঝতে পারেনি ভারত। দুবাইয়ে এ বছরের ৯ মার্চ নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত জিতেছে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা। টুর্নামেন্টে ভারত যে ৪৭ উইকেট নিয়েছে, সেগুলোর মধ্যে ২৬টিই নিয়েছেন দলটির স্পিনাররা। এমনকি মোহাম্মদ শামি, হারশিত রানার মতো পেসাররাও দুর্দান্ত বোলিং করেন আইসিসির এই ইভেন্টে।
বুমরার মতো অভিজ্ঞ ক্রিকেটার অনুপস্থিত থাকলেও ভারত যে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে, সেটা মনে করিয়ে দিলেন গম্ভীর। ভারতের প্রধান কোচ বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে জসপ্রীত বুমরা ছিল না। আমি ঠিক সেটাই বলতে চাচ্ছি যে একজন না খেলাতে অন্য কারও দেশের জন্য বিশেষ কিছু করার সুযোগ তৈরি হয়। আশা করি, নতুন কিছু ক্রিকেটার সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় আছে।’
আরব আমিরাত সিরিজ শেষে লাহোরে ফিরলেও লাহোর কালান্দার্সের একাদশে গতকাল জায়গা হয়নি রিশাদ হোসেনের। ২৪ ঘণ্টা না জেতেই রিশাদ এবার জায়গা করে নিলেন একাদশে। তাঁর সঙ্গে আছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। যেখানে রিশাদের বাংলায় বলা কথা উর্দুতে অনুবাদ করেছেন সাকিব।
৭ ঘণ্টা আগেআর মাত্র ১ বল আগে হলেই রেকর্ডটা পুরোপুরি নিজের হয়ে যেত ম্যাথু ফোর্ডের। যেভাবে আজ ফোর্ড ডাবলিনে আয়ারল্যান্ডের বোলারদের বেধড়ক পেটাচ্ছিলেন, তাতে ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ডটা ফোর্ডের নামেই হতো। সেটা না হলেও এবি ডি ভিলিয়ার্সের পাশে এখন বসে গেছে ফোর্ডের নাম।
৭ ঘণ্টা আগেক্রিকেটারদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির ঘটনা নতুন কিছু নয়। ক্রিকেটারদের পাশাপাশি অনেক সময় জড়িয়ে যান তাঁদের পরিবারের সদস্যরা। এবার ভারতের এক নারী ক্রিকেটার ভয়ংকর অভিযোগ তুললেন তাঁর সতীর্থের বিরুদ্ধে।
৮ ঘণ্টা আগেমোহামেডান স্পোর্টিং ক্লাবের দিনটা আজ উদ্যাপনের। ২৩ বছর পর লিগ চ্যাম্পিয়ন হয়েছে তারা। তাও তিন ম্যাচ হাতে রেখেই। তবে শিরোপায় চুমু খাওয়ার স্বাদ পেয়েছে আজ। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচের পর তাদের হাতে ট্রফি বুঝিয়ে দিয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগে