Ajker Patrika

কোহলি-রোহিতের অবসর নিয়ে নীরবতা ভাঙলেন ভারতের কোচ

ক্রীড়া ডেস্ক    
এক সপ্তাহের ব্যবধানে টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ছবি: এএফপি
এক সপ্তাহের ব্যবধানে টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ছবি: এএফপি

২০২৪ সালের ২৯ জুন বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এক বছর না যেতেই ভারতের দুই তারকা ক্রিকেটার সামাজিক মাধ্যমে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণকে দুজনই বিদায় বলেছেন এক সপ্তাহের ব্যবধানে।

১৮তম আইপিএল শেষ হচ্ছে ৩ জুন। ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হবে ভারতের। এমন সময়ে দুই তারকা ক্রিকেটার রোহিত-কোহলির টেস্ট থেকে অবসর নিয়ে নীরবতা ভাঙলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। কোন ক্রিকেটার কখন অবসর নেবেন, সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মনে করেন গম্ভীর। নিউজ১৮ ক্রিকেট নেক্সটকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের কোচ বলেছেন, ‘আমার মতে কে কখন খেলা শুরু করবে এবং শেষ করবে কখন, সেটা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। কোচ, নির্বাচক এমনকি এই দেশের কোনো ব্যক্তিরই কিছু বলার অধিকার নেই যে কখন কোন ক্রিকেটার অবসর নেবে আর কখন অবসর নেবে না। এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।’

রোহিত অবসর নেওয়ায় ভারতের টেস্ট অধিনায়কের পদ শূন্য হয়ে পড়েছে। শুবমান গিলের নাম শোনা গেলেও ভারত নতুন টেস্ট অধিনায়কের নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি। আর আইপিএল শেষে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হচ্ছে ভারতের। গম্ভীর বলেন, ‘এটা ঠিক যে, আমাদের দুই অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া খেলতে হবে। তবে মাঝে মাঝে আমি মনে করি যে এটা ক্রিকেটারদের ক্ষেত্রে নিজেদের প্রমাণ করার সুযোগ। এটা কঠিন হলেও কোনো না কোনো তরুণ ক্রিকেটার বলবে যে সে প্রস্তুত।’

চোটে পড়ায় ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারেননি জসপ্রীত বুমরা। তবে বুমরার অভাব কোনোভাবে টুর্নামেন্টে বুঝতে পারেনি ভারত। দুবাইয়ে এ বছরের ৯ মার্চ নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত জিতেছে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা। টুর্নামেন্টে ভারত যে ৪৭ উইকেট নিয়েছে, সেগুলোর মধ্যে ২৬টিই নিয়েছেন দলটির স্পিনাররা। এমনকি মোহাম্মদ শামি, হারশিত রানার মতো পেসাররাও দুর্দান্ত বোলিং করেন আইসিসির এই ইভেন্টে।

বুমরার মতো অভিজ্ঞ ক্রিকেটার অনুপস্থিত থাকলেও ভারত যে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে, সেটা মনে করিয়ে দিলেন গম্ভীর। ভারতের প্রধান কোচ বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে জসপ্রীত বুমরা ছিল না। আমি ঠিক সেটাই বলতে চাচ্ছি যে একজন না খেলাতে অন্য কারও দেশের জন্য বিশেষ কিছু করার সুযোগ তৈরি হয়। আশা করি, নতুন কিছু ক্রিকেটার সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন, পরিস্থিতি নিয়ে যা বলছে রাজনৈতিক দল ও উপদেষ্টারা

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ লেখা পোস্টটি সরিয়ে ফেললেন ফয়েজ তৈয়্যব

দেশে ফিরলেন আওয়ামী লীগ নেতা, বিমানবন্দরে গ্রেপ্তার

পার্লামেন্টে জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় জানালেন এমপি

চিকিৎসকের ছুরিকাঘাতে আহত তরুণ মারা গেছেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত