ওয়াশিংটন সুন্দরকে চার মারার পরই উদযাপন শুরু বিউ ওয়েবস্টারের। ভারতের বিপক্ষে ১০ বছর পর টেস্ট সিরিজ জয়ের উপলক্ষ্যেই ওয়েবস্টারের এমন উদযাপন। এই জয়ে অস্ট্রেলিয়া উঠে গেল ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। একই সঙ্গে অজিরা ২৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙে লিখিয়ে নিল নিজের নামে।
সিডনিতে পঞ্চম টেস্ট জিততে অস্ট্রেলিয়ার সামনে ছিল ১৬২ রানের লক্ষ্য। হাতে ১০ উইকেট এবং ২০০-এর বেশি ওভার রয়েছে। কারণ, আজ তো ছিল অস্ট্রেলিয়া-ভারত পঞ্চম টেস্টের তৃতীয় দিন। তবে অজিরা তিন দিনেই ম্যাচ জিতেছে। ২৭ ওভারে ৪ উইকেটে করেছে ১৬২ রান। ৬ রানরেটে ব্যাটিং করে জিতে অজিরা ভাঙল ২২ বছরের পুরোনো রেকর্ড। ১৫০ বা তার বেশি রান তাড়া করে অস্ট্রেলিয়ার মাঠে টেস্টে সর্বোচ্চ রানরেটে জয়ের ঘটনা এটাই। এর আগে এই কীর্তি অজিরাই গড়েছিল ২০০৩ সালে সিডনিতে।
নিজেদের মাঠে অস্ট্রেলিয়া কতটা শক্তিশালী, সেটা পরিসংখ্যান আরেকটু গভীরভাবে দেখলেই বোঝা যাবে। অস্ট্রেলিয়ায় ১৫০ বা তার বেশি রান তাড়া করে সর্বোচ্চ রানরেটে টেস্ট জয়ের সেরা পাঁচের প্রত্যেকটিতেই করেছে অজিরা। পাঁচটির চারটিই আবার সিডনিতে। যার মধ্যে ২০০৬ সালের জানুয়ারিতে সিডনিতে প্রোটিয়াদের দেওয়া ২৮৭ রানের লক্ষ্য তাড়া করে অজিরা জিতেছিল ৮ উইকেটে। অস্ট্রেলিয়ার তখন রানরেট ছিল ৪.৭৬। এই তালিকায় সেরা পাঁচে থাকা একমাত্র ম্যাচটি হয়েছে অ্যাডিলেডে। ২০০৬ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে অজিরা জিতেছিল ৫.১১ রানরেটে ব্যাটিং করে।
২০২১-২৩ সালে সবশেষ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে। আজ সেই ভারতকে বিদায় করে ফাইনালে উঠল অজিরা। লর্ডসে এ বছরের ১১ জুন শুরু হবে ২০২৩-২৫ চক্রের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে অজিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
লক্ষ্য | রানরেট | দল | প্রতিপক্ষ | ভেন্যু | সাল |
---|---|---|---|---|---|
১৬২ | ৬ | অস্ট্রেলিয়া | ভারত | সিডনি | ২০২৫ |
১৭২ | ৫.৮৯ | অস্ট্রেলিয়া | জিম্বাবুয়ে | সিডনি | ২০০৩ |
১৬৮ | ৫.১১ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | অ্যাডিলেড | ২০০৬ |
২৮৭ | ৪.৭৬ | অস্ট্রেলিয়া | দক্ষিণ আফ্রিকা | সিডনি | ২০০৬ |
১৯৮ | ৪.৫৮ | অস্ট্রেলিয়া | দক্ষিণ আফ্রিকা | সিডনি | ১৯১১ |
ওয়াশিংটন সুন্দরকে চার মারার পরই উদযাপন শুরু বিউ ওয়েবস্টারের। ভারতের বিপক্ষে ১০ বছর পর টেস্ট সিরিজ জয়ের উপলক্ষ্যেই ওয়েবস্টারের এমন উদযাপন। এই জয়ে অস্ট্রেলিয়া উঠে গেল ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। একই সঙ্গে অজিরা ২৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙে লিখিয়ে নিল নিজের নামে।
সিডনিতে পঞ্চম টেস্ট জিততে অস্ট্রেলিয়ার সামনে ছিল ১৬২ রানের লক্ষ্য। হাতে ১০ উইকেট এবং ২০০-এর বেশি ওভার রয়েছে। কারণ, আজ তো ছিল অস্ট্রেলিয়া-ভারত পঞ্চম টেস্টের তৃতীয় দিন। তবে অজিরা তিন দিনেই ম্যাচ জিতেছে। ২৭ ওভারে ৪ উইকেটে করেছে ১৬২ রান। ৬ রানরেটে ব্যাটিং করে জিতে অজিরা ভাঙল ২২ বছরের পুরোনো রেকর্ড। ১৫০ বা তার বেশি রান তাড়া করে অস্ট্রেলিয়ার মাঠে টেস্টে সর্বোচ্চ রানরেটে জয়ের ঘটনা এটাই। এর আগে এই কীর্তি অজিরাই গড়েছিল ২০০৩ সালে সিডনিতে।
নিজেদের মাঠে অস্ট্রেলিয়া কতটা শক্তিশালী, সেটা পরিসংখ্যান আরেকটু গভীরভাবে দেখলেই বোঝা যাবে। অস্ট্রেলিয়ায় ১৫০ বা তার বেশি রান তাড়া করে সর্বোচ্চ রানরেটে টেস্ট জয়ের সেরা পাঁচের প্রত্যেকটিতেই করেছে অজিরা। পাঁচটির চারটিই আবার সিডনিতে। যার মধ্যে ২০০৬ সালের জানুয়ারিতে সিডনিতে প্রোটিয়াদের দেওয়া ২৮৭ রানের লক্ষ্য তাড়া করে অজিরা জিতেছিল ৮ উইকেটে। অস্ট্রেলিয়ার তখন রানরেট ছিল ৪.৭৬। এই তালিকায় সেরা পাঁচে থাকা একমাত্র ম্যাচটি হয়েছে অ্যাডিলেডে। ২০০৬ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে অজিরা জিতেছিল ৫.১১ রানরেটে ব্যাটিং করে।
২০২১-২৩ সালে সবশেষ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে। আজ সেই ভারতকে বিদায় করে ফাইনালে উঠল অজিরা। লর্ডসে এ বছরের ১১ জুন শুরু হবে ২০২৩-২৫ চক্রের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে অজিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
লক্ষ্য | রানরেট | দল | প্রতিপক্ষ | ভেন্যু | সাল |
---|---|---|---|---|---|
১৬২ | ৬ | অস্ট্রেলিয়া | ভারত | সিডনি | ২০২৫ |
১৭২ | ৫.৮৯ | অস্ট্রেলিয়া | জিম্বাবুয়ে | সিডনি | ২০০৩ |
১৬৮ | ৫.১১ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | অ্যাডিলেড | ২০০৬ |
২৮৭ | ৪.৭৬ | অস্ট্রেলিয়া | দক্ষিণ আফ্রিকা | সিডনি | ২০০৬ |
১৯৮ | ৪.৫৮ | অস্ট্রেলিয়া | দক্ষিণ আফ্রিকা | সিডনি | ১৯১১ |
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৭ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৭ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৮ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৮ ঘণ্টা আগে