নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক ক্রিকেটে একেবারে নতুন নাহিদ রানা। হাসান মাহমুদ অবশ্য বেশ কিছু সীমিত ওভারের ম্যাচ খেলেছেন। তবে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট ছিল দুজনের জন্যই সাদা পোশাকে দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশকে সেই টেস্ট জেতাতে দুই পেসারই রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। আর সেটি সম্ভব হয়েছে পারস্পরিক সহযোগিতায়।
মাত্র দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা নাহিদকে অভিজ্ঞতা দিয়ে বেশ সাহায্য করেছেন দলের অন্য দুই পেসার শরীফুল ইসলাম ও হাসান। আজ বিসিবির ভিডিও বার্তায় সেই অভিজ্ঞতা তুলে ধরলেন তিনি, ‘ভাইয়ের (হাসান) সঙ্গে বোলিং করে অনেক ভালো লেগেছে। যখন আমি বোলিং করি, শুরুর দিকে একটু ব্যাকফুটে ছিলাম। ভাইয়া ও শরীফুল ভাই দুজনে মিলে বুঝিয়েছে, লাইন-লেন্থ ঠিক করে বোলিং করতে। আমি যখন এক স্পেলের পর আরেক স্পেলে বোলিংয়ে আসছি, দুজনে বুদ্ধি দিয়েছে। এটা-ওটা করলে কী হয় এসব বলে অনেক সাহায্য করেছে।’
সতীর্থ পেসারকে নিয়ে আশাবাদী হাসানও। সেই ভিডিও বার্তায় তিনিও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের চাপটাই ভিন্ন। সে হিসেবে ও (নাহিদ) খুব তাড়াতাড়ি খাপ খাইয়ে নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে। যত তাড়াতাড়ি ও খাপ খাইয়ে নিতে পারবে, ওর জন্য ভালো। আমরা চেষ্টা করছি, ওকে যত গোছানো যায় ম্যাচের মধ্যে। ওকে সাহস দেওয়া, অনুপ্রাণিত করা, সবকিছু মিলিয়ে ও যাতে ম্যাচে ভালো করতে পারে এটাই চেষ্টা করি।’
বাংলাদেশি পেসাররা রাওয়ালপিন্ডি টেস্টে উইকেট নিয়েছে ৭টি। অনুশীলনে ভালো করার প্রভাবটাই ম্যাচে রাখতে পেরেছেন মনে করেন হাসান, ‘আমরা পেসাররা সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করেছি অনুশীলনে, এর প্রভাবটাই আসলে ম্যাচে পড়েছে। দেখা গেছে, দুই পাশ থেকে আমি শরীফুল বোলিং করছি, পরে রানা আসল। ও আমাদেরকেও সাহায্য করেছে। দলের জন্য তার অনেক অবদান ছিল।’
আন্তর্জাতিক ক্রিকেটে একেবারে নতুন নাহিদ রানা। হাসান মাহমুদ অবশ্য বেশ কিছু সীমিত ওভারের ম্যাচ খেলেছেন। তবে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট ছিল দুজনের জন্যই সাদা পোশাকে দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশকে সেই টেস্ট জেতাতে দুই পেসারই রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। আর সেটি সম্ভব হয়েছে পারস্পরিক সহযোগিতায়।
মাত্র দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা নাহিদকে অভিজ্ঞতা দিয়ে বেশ সাহায্য করেছেন দলের অন্য দুই পেসার শরীফুল ইসলাম ও হাসান। আজ বিসিবির ভিডিও বার্তায় সেই অভিজ্ঞতা তুলে ধরলেন তিনি, ‘ভাইয়ের (হাসান) সঙ্গে বোলিং করে অনেক ভালো লেগেছে। যখন আমি বোলিং করি, শুরুর দিকে একটু ব্যাকফুটে ছিলাম। ভাইয়া ও শরীফুল ভাই দুজনে মিলে বুঝিয়েছে, লাইন-লেন্থ ঠিক করে বোলিং করতে। আমি যখন এক স্পেলের পর আরেক স্পেলে বোলিংয়ে আসছি, দুজনে বুদ্ধি দিয়েছে। এটা-ওটা করলে কী হয় এসব বলে অনেক সাহায্য করেছে।’
সতীর্থ পেসারকে নিয়ে আশাবাদী হাসানও। সেই ভিডিও বার্তায় তিনিও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের চাপটাই ভিন্ন। সে হিসেবে ও (নাহিদ) খুব তাড়াতাড়ি খাপ খাইয়ে নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে। যত তাড়াতাড়ি ও খাপ খাইয়ে নিতে পারবে, ওর জন্য ভালো। আমরা চেষ্টা করছি, ওকে যত গোছানো যায় ম্যাচের মধ্যে। ওকে সাহস দেওয়া, অনুপ্রাণিত করা, সবকিছু মিলিয়ে ও যাতে ম্যাচে ভালো করতে পারে এটাই চেষ্টা করি।’
বাংলাদেশি পেসাররা রাওয়ালপিন্ডি টেস্টে উইকেট নিয়েছে ৭টি। অনুশীলনে ভালো করার প্রভাবটাই ম্যাচে রাখতে পেরেছেন মনে করেন হাসান, ‘আমরা পেসাররা সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করেছি অনুশীলনে, এর প্রভাবটাই আসলে ম্যাচে পড়েছে। দেখা গেছে, দুই পাশ থেকে আমি শরীফুল বোলিং করছি, পরে রানা আসল। ও আমাদেরকেও সাহায্য করেছে। দলের জন্য তার অনেক অবদান ছিল।’
একটু এদিক সেদিক হলেই হলো। তাওহিদ হৃদয় প্রতিবাদ করতে ছাড়েন না। সামাজিক মাধ্যমে বিস্তারিত পোস্ট দিয়ে প্রতিবাদ তো জানান। এমনকি তাঁর সঙ্গে কোনো ঘটনা ঘটলে কড়া প্রতিবাদ করেন বাংলাদেশের এই তরুণ ক্রিকেটার।
১ ঘণ্টা আগেটপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দল এখন পর্যন্ত খেলেছে তিন ম্যাচ। জিতেছে দুই ম্যাচ ও হেরেছে এক ম্যাচ। ১১ দলের মধ্যে পয়েন্ট তালিকায় এই মুহূর্তে ৯ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে২০১০-এর পর পাকিস্তান দলের দরজা দানিশ কানেরিয়ার জন্য এক রকম বন্ধ হয়ে যায়। বাদ পড়ার পর প্রায়ই তিনি পাকিস্তান ক্রিকেট নিয়ে তির্যক মন্তব্য করেন। এমনকি পাকিস্তানের কোনো ক্রিকেটার বা দল নিয়ে কেউ উল্টোপাল্টা মন্তব্য করলে খুব মজা পান কানেরিয়া।
২ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের জন্য নিজেদের ঝালিয়ে নিতে বাহরাইনে ক্যাম্প করছে বাংলাদেশ ফুটবল দল। বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে গতকাল একটি প্রীতি ম্যাচও খেলেছে বাংলাদেশ। স্বাগতিক বাহরাইনের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে