Ajker Patrika

চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে লঙ্কানরা

চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে লঙ্কানরা

২০২৩ বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে শ্রীলঙ্কার বিপক্ষে কাছাকাছি গিয়ে হেরেছিল নেদারল্যান্ডস। হারারেতে টুর্নামেন্টের ফাইনালে আজ ছিল ডাচদের ‘প্রতিশোধ’ নেওয়ার সুযোগ। তবে লঙ্কানদের কাছে বিধ্বস্ত হয়েছে ডাচরা। ১২৮ রানে জিতে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে যাচ্ছে লঙ্কানরা। বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিতই থাকল শ্রীলঙ্কা। 

ফাইনালে আজ ২৩৪ এর লক্ষ্যে উদ্বোধনী জুটিতে ২৫ রান যোগ করেন নেদারল্যান্ডসের দুই ব্যাটার বিক্রমজিত সিং ও ম্যাক্স ও ডাউড। বিক্রমজিতকে ফিরিয়ে ডাচদের ইনিংসে ভাঙন ধরানোর কাজ শুরু করেন দিলশান মধুশঙ্ক। ২৫ থেকে ৪৯-২৪ রান যোগ করতেই প্রথম ৬ উইকেট হারায় ডাচরা। 

সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে থাকলেও একপ্রান্ত আগলে খেলছিলেন ম্যাক্স। তবে ডাচ এই ওপেনারের প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। ৬৩ বলে ৩৩ রান করা ম্যাক্সকে বোল্ড করেন মাহিশ থিকসানা। সপ্তম উইকেটে ম্যাক্স এবং লোগান ফন বিকের ৪৬ বলে ৩৬ রানের জুটিই ডাচদের ইনিংসে সর্বোচ্চ। লঙ্কানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৩.৩ ওভারে ১০৫ রানে অলআউট হয় ডাচরা। ডাচদের ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করেন ম্যাক্স। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করে অপরাজিত থাকেন ফন বিক। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন থিকসানা। ম্যাচসেরা হয়েছেন মধুশঙ্ক। ৭ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এক ওভার মেইডেনও দিয়েছেন লঙ্কান এই বাঁহাতি পেসার।

টস হেরে আজ প্রথমে ব্যাটিং করে ৪৭.৫ ওভারে ২৩৩ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৫৭ রান করেন সাহান আরাশিগে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন কুশল মেন্ডিস। ডাচ বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন ফন বিক, রায়ান ক্লেইন, সাকিব জুলফিকার ও বিক্রমজিত। 

এর আগে বুলাওয়েতে ৩০ জুন সুপার সিক্সে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস। প্রথমে ব্যাটিং করে লঙ্কানরা ২১৩ রান করেছিল। ২১৪ এর লক্ষ্য তাড়া করতে নেমে ১৯২ রানেই অলআউট হয়ে যায় ডাচরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত