Ajker Patrika

লিটন না পারলেও পেরেছেন মুশফিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ মে ২০২২, ১২: ২৩
লিটন না পারলেও পেরেছেন মুশফিক

প্রথম দিনের দুঃস্বপ্নের সকালটা ফিরে এল দ্বিতীয় দিনেও। তিন বলের ব্যবধানে আউট হয়েছেন লিটন দাস আর মোসাদ্দেক হোসেন সৈকত। দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা হলেও চাপে পড়েছে বাংলাদেশ। এখনো উইকেটে আছেন আগের দিনের অপরাজিত সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। তাঁর সঙ্গী তাইজুল ইসলাম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩৪৩ রান।

গতকালের মহাকাব্যিক জুটিটা আরও এগিয়ে নেওয়ার সুযোগ ছিল মুশফিকুর রহিম-লিটনের সামনে। সেটা আর হলো না। ২৫৩ রানের জুটির সঙ্গে আর ১৯ রান যোগ করে জুটি ভাঙে লিটনের বিদায়ে। আগের দিন শ্রীলঙ্কার সেরা বোলার কাসুন রাজিথাই এগিয়ে আসলেন দলকে ম্যাচে ফেরাতে। তাঁর বলে স্লিপে থাকা কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন (১৪৫)। তৃতীয় সেঞ্চুরির পর ক্যারিয়ারের প্রথম ১৫০ রানের ইনিংসের মাইলফলক থেকে ৯ রান দূরে থাকতে আউট হন এ কিপার-ব্যাটার।

তবে লিটন না পারলেও ঠিকই ১৫০ রানের কোটা পেরিয়েছেন মুশফিক। রমেশ মেন্ডিসের বলটা ফাইন লেগে ঠেলে দিয়ে দুই রান নেন মুশি। ১৪৯ থেকে পোঁছে যান ১৫১ রানে। টেস্টে এ নিয়ে পাঁচবার দেড়শ পেরোনো ইনিংস উপহার দিলেন বাংলাদেশের ব্যাটিংয়ের ভরসার প্রতীক। লিটন ১৫০ করতে না পারার আক্ষেপে পুড়লেও আরেকটি জায়গায় তৃপ্ত হতেই পারেন। আউট হওয়ার আগে মাহমুদউল্লাহ রিয়াদের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা-সম্পর্কিত সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন 

টেস্টে সাত নম্বরে নেমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন তাঁর। ২০১৮ সালের নভেম্বরে মিরপুরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ। এত দিন সেটিই ছিল সর্বোচ্চ।

মোসাদ্দেককে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন রাজিথালিটনকে ফেরানোর তিন বল পরেই উইকেটকিপার নিরোশান ডিকভেলার গ্লাভসবন্দী হন মোসাদ্দেক। তিন বছর পর টেস্ট একাদশে ফেরাটা সুখকর হয়নি তাঁর। শূন্য হাতেই ফিরতে হয় ড্রেসিংরুমে। মোসাদ্দেককে ফিরিয়ে প্রথমবার ৫ উইকেটে পাওয়ার উচ্ছ্বাসে ভাসেন কাসুন। টেস্টে এর আগে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কান কোনো পেসারের ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির ছিল শুধু দিলহারা ফার্নান্দোর। চট্টগ্রাম টেস্টে কনকাশন বদলি হিসেবে নেমে বাংলাদেশকে ভুগিয়েছেন কাসুন। ঢাকা টেস্টে শুরুর একাদশে সুযোগ পেয়ে সেই পারফরম্যান্সকেও ছাড়িয়ে গেছেন দীর্ঘদেহী রাজিথা।

মুশফিকুর রহিম সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত