নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রত্যাশা মতো স্কোর পেয়েছে ফরচুন বরিশাল। মুশফিকুর রহিম ও কাইল মায়ার্সের ঝোড়ো ইনিংসের সৌজন্যে সিলেট স্ট্রাইকার্সকে ১৮৪ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে তামিম ইকবালের দল।
এই ম্যাচ জিতলে বিপিএলে শেষ চারের পথটা মসৃণ হবে বরিশালের। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের রানপ্রসবা উইকেটে টস জিতে ব্যাটিংও পায় তারা। দুই ওপেনার তামিম ও আহমেদ শেহজাদ ভালো শুরুর ইঙ্গিত দেন। কিন্তু তাঁদের জুটি বড় করতে দেননি সিলেটের পেসার তানজিম হাসান সাকিব। তৃতীয় ওভারে সাকিবের বলে রায়ার্ন বার্লকে ক্যাচ দিয়ে ফেরেন শেহজাদ। ২৩ রানে ভাঙে জুটি, ৩ চারে ১১ বলে ১৭ রান করেছেন এ পাকিস্তানি ব্যাটার।
বরিশালের ৪২ রানে ফেরেন আরেক ওপেনার তামিমও। ১৮ বলে ১৯ রান করে এই বাঁহাতি ব্যাটারও আউট হয়েছেন তানজিম সাকিবের বলে। এর পর হ্যারি টেক্টরের বলে সাকিবকে ক্যাচ দিয়ে দ্রুত ফেরেন সৌম্য সরকার (৮)। চতুর্থ উইকেটে মূলত লড়াইয়ের পুঁজি পায় বরিশাল।
বিপর্যয় সামলে মুশফিক-মায়ার্স ৪৮ বলে গড়েছেন ৮৪ রানের দারুণ এক জুটি। পাল্লা দিয়ে রান তুলছিলেন দুজনে, এগোচ্ছিলেন ফিফটির দিকে। ফিফটি পেয়েও যান মুশফিক। ৩২ বলে ৫২ রানের দারুণ এক ইনিংস খেলে রানআউটে কাটা পড়েন এই উইকেটকিপার-ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ৩টি করে চার ও ছক্কা।
মুশফিক পারলেও ২ রানের আক্ষেপ নিয়ে ফিরেছেন মায়ার্স। বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে ৩১ বলে ৪৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন উইন্ডিজ অলরাউন্ডার। তাঁর ব্যাট থেকেও এসেছে ৩টি করে চার ও ছক্কার বাউন্ডারি। শেষ দিকে ২ ছক্কায় ১৫ রান করেছেন মেহেদী হাসান মিরাজ। মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে ১২ রান। যার কল্যাণে ৬ উইকেটে ১৮৩ রানের লড়াকু সংগ্রহ পায় বরিশাল। ৪৮ রান খরচে ৩টি উইকেট নিয়েছেন সিলেটের তানজিম সাকিব।
গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রত্যাশা মতো স্কোর পেয়েছে ফরচুন বরিশাল। মুশফিকুর রহিম ও কাইল মায়ার্সের ঝোড়ো ইনিংসের সৌজন্যে সিলেট স্ট্রাইকার্সকে ১৮৪ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে তামিম ইকবালের দল।
এই ম্যাচ জিতলে বিপিএলে শেষ চারের পথটা মসৃণ হবে বরিশালের। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের রানপ্রসবা উইকেটে টস জিতে ব্যাটিংও পায় তারা। দুই ওপেনার তামিম ও আহমেদ শেহজাদ ভালো শুরুর ইঙ্গিত দেন। কিন্তু তাঁদের জুটি বড় করতে দেননি সিলেটের পেসার তানজিম হাসান সাকিব। তৃতীয় ওভারে সাকিবের বলে রায়ার্ন বার্লকে ক্যাচ দিয়ে ফেরেন শেহজাদ। ২৩ রানে ভাঙে জুটি, ৩ চারে ১১ বলে ১৭ রান করেছেন এ পাকিস্তানি ব্যাটার।
বরিশালের ৪২ রানে ফেরেন আরেক ওপেনার তামিমও। ১৮ বলে ১৯ রান করে এই বাঁহাতি ব্যাটারও আউট হয়েছেন তানজিম সাকিবের বলে। এর পর হ্যারি টেক্টরের বলে সাকিবকে ক্যাচ দিয়ে দ্রুত ফেরেন সৌম্য সরকার (৮)। চতুর্থ উইকেটে মূলত লড়াইয়ের পুঁজি পায় বরিশাল।
বিপর্যয় সামলে মুশফিক-মায়ার্স ৪৮ বলে গড়েছেন ৮৪ রানের দারুণ এক জুটি। পাল্লা দিয়ে রান তুলছিলেন দুজনে, এগোচ্ছিলেন ফিফটির দিকে। ফিফটি পেয়েও যান মুশফিক। ৩২ বলে ৫২ রানের দারুণ এক ইনিংস খেলে রানআউটে কাটা পড়েন এই উইকেটকিপার-ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ৩টি করে চার ও ছক্কা।
মুশফিক পারলেও ২ রানের আক্ষেপ নিয়ে ফিরেছেন মায়ার্স। বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে ৩১ বলে ৪৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন উইন্ডিজ অলরাউন্ডার। তাঁর ব্যাট থেকেও এসেছে ৩টি করে চার ও ছক্কার বাউন্ডারি। শেষ দিকে ২ ছক্কায় ১৫ রান করেছেন মেহেদী হাসান মিরাজ। মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে ১২ রান। যার কল্যাণে ৬ উইকেটে ১৮৩ রানের লড়াকু সংগ্রহ পায় বরিশাল। ৪৮ রান খরচে ৩টি উইকেট নিয়েছেন সিলেটের তানজিম সাকিব।
আর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
১৩ মিনিট আগেকাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১৩ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১৩ ঘণ্টা আগে