করোনায় স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। মরুর মাঠে বল গড়াবে ১৯ সেপ্টেম্বর থেকে। এই পর্ব সামনে রেখে আগামীকাল (২০ আগস্ট) পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলোকে চূড়ান্ত দল ঘোষণার সময় বেঁধে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে চলা বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে হতাশ ফ্র্যাঞ্চাইজিগুলো। তারা বলছে, অর্থের ঝনঝনানির ১৪তম আসর আবার শুরু হতে প্রায় এক মাস বাকি থাকলেও বোর্ডের এমন তড়িঘড়ি সিদ্ধান্তে দল সাজাতে বেকায়দায় পড়তে হবে। বিশেষ করে বিদেশি খেলোয়াড়দের নিশ্চিত করতে এই সময় যথেষ্ট নয়।
মূলত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আমিরাত পর্বে পেতে অপেক্ষা করতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। কয়েকটি ফ্র্যাঞ্চাইজিতে বেশ কজন অস্ট্রেলীয় ক্রিকেটার থাকায় বিড়ম্বনায় পড়েছে তারা। ক্রিকেটারদের দলে পেতে এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা তাই কঠিন হয়ে পড়েছে।
এ প্রসঙ্গে আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা বলেছেন, ‘২০ আগস্টের (কাল) মধ্যে আমাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে বলা হয়েছে। কিন্তু আমরা বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবাইকে নিশ্চিত করতে পারিনি। আমরা এখনো কিছু ক্রিকেটারের সঙ্গে কথা বলছি। আশার খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতেই হতে চলায় কিছু ক্রিকেটার খেলতে রাজি হয়েছে। বাকিদেরও মন গলানোর চেষ্টা করছি।’
ওই ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা আরও যোগ করেছেন, ‘আমরা নয়, আনুষ্ঠানিকভাবে সাড়া দিতে বিসিসিআই বিলম্ব করেছে। এটি শেষ মুহূর্তে এসে দলগুলোকে বিড়ম্বনায় ফেলেছে। আমার মনে হয়, ২০ আগস্টের ডেডলাইন একটু তাড়াতাড়ি হয়ে গেছে। যদি এটিই নিয়ম হয়, তাহলে আমরা মেনে চলতে বাধ্য।’
করোনায় স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। মরুর মাঠে বল গড়াবে ১৯ সেপ্টেম্বর থেকে। এই পর্ব সামনে রেখে আগামীকাল (২০ আগস্ট) পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলোকে চূড়ান্ত দল ঘোষণার সময় বেঁধে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে চলা বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে হতাশ ফ্র্যাঞ্চাইজিগুলো। তারা বলছে, অর্থের ঝনঝনানির ১৪তম আসর আবার শুরু হতে প্রায় এক মাস বাকি থাকলেও বোর্ডের এমন তড়িঘড়ি সিদ্ধান্তে দল সাজাতে বেকায়দায় পড়তে হবে। বিশেষ করে বিদেশি খেলোয়াড়দের নিশ্চিত করতে এই সময় যথেষ্ট নয়।
মূলত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আমিরাত পর্বে পেতে অপেক্ষা করতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। কয়েকটি ফ্র্যাঞ্চাইজিতে বেশ কজন অস্ট্রেলীয় ক্রিকেটার থাকায় বিড়ম্বনায় পড়েছে তারা। ক্রিকেটারদের দলে পেতে এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা তাই কঠিন হয়ে পড়েছে।
এ প্রসঙ্গে আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা বলেছেন, ‘২০ আগস্টের (কাল) মধ্যে আমাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে বলা হয়েছে। কিন্তু আমরা বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবাইকে নিশ্চিত করতে পারিনি। আমরা এখনো কিছু ক্রিকেটারের সঙ্গে কথা বলছি। আশার খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতেই হতে চলায় কিছু ক্রিকেটার খেলতে রাজি হয়েছে। বাকিদেরও মন গলানোর চেষ্টা করছি।’
ওই ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা আরও যোগ করেছেন, ‘আমরা নয়, আনুষ্ঠানিকভাবে সাড়া দিতে বিসিসিআই বিলম্ব করেছে। এটি শেষ মুহূর্তে এসে দলগুলোকে বিড়ম্বনায় ফেলেছে। আমার মনে হয়, ২০ আগস্টের ডেডলাইন একটু তাড়াতাড়ি হয়ে গেছে। যদি এটিই নিয়ম হয়, তাহলে আমরা মেনে চলতে বাধ্য।’
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১২ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১৩ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১৫ ঘণ্টা আগে