Ajker Patrika

মোস্তাফিজকে রাখল না দিল্লি

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৮: ০৯
মোস্তাফিজকে রাখল না দিল্লি

সময় বেশ খারাপই যাচ্ছে মোস্তাফিজুর রহমানের। বল হাতে নিজের সেরা ফর্মে নেই বাংলাদেশি পেসার। এবারের বিশ্বকাপে ছিলেন নিজের ছায়া হয়ে। ৮ ম্যাচে ৭৯.৬০ গড়ে রান দিয়ে নিয়েছেন মাত্র ৫ উইকেট। ফর্ম হারিয়ে ফেলা মোস্তাফিজকে আর দলে রাখছে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসও (ডিসি)। 

২০২৪ আইপিএলের নিলাম হবে আগামী ১৯ ডিসেম্বর, দুবাইয়ে। তার আগে আজ ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের খেলোয়াড় ধরে রাখার তালিকা ঘোষণা শুরু করেছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, দিল্লি আর ধরে রাখছে না মোস্তাফিজকে। 

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু ফিজের। এরপর মুম্বাই ইন্ডিয়ানস ও রাজস্থান রয়্যালস ঘুরে গত বছর দুই কোটি রুপিতে যোগ দেন দিল্লিতে। গত সংস্করণেও তাঁকে ধরে রাখে এই ফ্র্যাঞ্চাইজি। তবে ২৮ বছর বয়সী তারকার বেশির ভাগ সময় কেটেছে বেঞ্চে বসে। খেলেছেন মাত্র ২ ম্যাচ, নিয়েছেন ১ উইকেট। 

গত আইপিএলে মোস্তাফিজ ছাড়াও দল পেয়েছিলেন বাংলাদেশের অন্য দুই তারকা সাকিব আল হাসান ও লিটন দাস। দুজনকেই কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু সাকিবের দলে যোগ দেওয়া না হলেও লিটন সুযোগ পান মাত্র একটি ম্যাচে খেলার। তাদের দুজনকে কেকেআর ধরে রাখছে কিনা, সেটি এখনো জানা যায়নি। 

ক্রিকবাজ আজ আরও জানিয়েছে মোস্তাফিজ ছাড়াও দিল্লি ছেড়ে দিয়েছে পৃথ্বী শকে। রিলে রুশো, ফিল সল্ট, সরফরাজ খান, আমান খান, রভম্যান পাওয়েলও আছেন সেই তালিকায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত