চোটের কারণে তামিম ইকবালকে বিশ্বকাপ দলে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাঁর না থাকা নিয়ে বাংলাদেশে আলোচনা-সমালোচনা চলছে। বিশ্বকাপে না থাকা নিয়ে তামিম নিজের বক্তব্য পরিষ্কার করেছেন।
অন্যদিকে দেশ ছাড়ার আগে টি স্পোর্টসে সাক্ষাৎকার দিয়ে নিজের বক্তব্যও পরিষ্কার করেছেন সাকিব আল হাসান। সেই সাক্ষাৎকারেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের প্রসঙ্গ এসেছিল। ২–১ ব্যবধানে সিরিজ হারের ব্যাখ্যায় তামিমের ওপরেই দায় চাপিয়ে দিয়েছেন সাকিব।
ঘরের মাঠে গত কয়েক বছর ধরে বাংলাদেশ ভালো খেললেও ২০২৩ সালের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। চার সিরিজের মধ্যে তিনটিতেই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে আফগানিস্তানের বিপক্ষে হারটি রয়েছে। সেই হার নিয়েই সাকিব বলেছেন, ‘আফগানিস্তানের সঙ্গে সিরিজ হারটা আমি পুরোপুরি একজনের দায় বলব—অধিনায়ক। এক ম্যাচ পরে আমাদের হাতে আরও দুই ম্যাচ ছিল। আমরা তৃতীয় ম্যাচে ঠিকই ফিরে এসেছি, কিন্তু একটা ম্যাচ সময় লেগেছে আমাদের। সুতরাং এটা আর কারও ওপর না, পুরো সিরিজের দায় একজনের ওপর।’
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হারার পর তামিমের হঠাৎ অবসরে অবাক হয়েছেন সাকিব। সিরিজের মাঝপথে তাঁর এমন সিদ্ধান্ত দায়িত্বজ্ঞানহীন মনে করেন বাংলাদেশের অলরাউন্ডার। তিনি বলেছেন, ‘বিশ্বের কোথাও অন্তত দেখিনি এক ম্যাচ পরেই এ রকম অধিনায়ক এসে আবেগে বলে ফেলে যে, ভাই আর ক্রিকেট খেলব না। এটা আমার জীবনে প্রথমবার দেখলাম। এর আগে দেখিনি কখনো। আমার ধারণা, কোনো অধিনায়কের যদি দায়িত্ববোধ থাকত, সে এটা করতে পারত না। আমার কাছে মনে হয় দলকে অনেক বাজে একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছে এবং আমার মনে হয় ওইটাই এখনো কাটিয়ে উঠতে সময় লাগছে। যেটা আমি অনুভব করি।’
চোটের কারণে তামিম ইকবালকে বিশ্বকাপ দলে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাঁর না থাকা নিয়ে বাংলাদেশে আলোচনা-সমালোচনা চলছে। বিশ্বকাপে না থাকা নিয়ে তামিম নিজের বক্তব্য পরিষ্কার করেছেন।
অন্যদিকে দেশ ছাড়ার আগে টি স্পোর্টসে সাক্ষাৎকার দিয়ে নিজের বক্তব্যও পরিষ্কার করেছেন সাকিব আল হাসান। সেই সাক্ষাৎকারেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের প্রসঙ্গ এসেছিল। ২–১ ব্যবধানে সিরিজ হারের ব্যাখ্যায় তামিমের ওপরেই দায় চাপিয়ে দিয়েছেন সাকিব।
ঘরের মাঠে গত কয়েক বছর ধরে বাংলাদেশ ভালো খেললেও ২০২৩ সালের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। চার সিরিজের মধ্যে তিনটিতেই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে আফগানিস্তানের বিপক্ষে হারটি রয়েছে। সেই হার নিয়েই সাকিব বলেছেন, ‘আফগানিস্তানের সঙ্গে সিরিজ হারটা আমি পুরোপুরি একজনের দায় বলব—অধিনায়ক। এক ম্যাচ পরে আমাদের হাতে আরও দুই ম্যাচ ছিল। আমরা তৃতীয় ম্যাচে ঠিকই ফিরে এসেছি, কিন্তু একটা ম্যাচ সময় লেগেছে আমাদের। সুতরাং এটা আর কারও ওপর না, পুরো সিরিজের দায় একজনের ওপর।’
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হারার পর তামিমের হঠাৎ অবসরে অবাক হয়েছেন সাকিব। সিরিজের মাঝপথে তাঁর এমন সিদ্ধান্ত দায়িত্বজ্ঞানহীন মনে করেন বাংলাদেশের অলরাউন্ডার। তিনি বলেছেন, ‘বিশ্বের কোথাও অন্তত দেখিনি এক ম্যাচ পরেই এ রকম অধিনায়ক এসে আবেগে বলে ফেলে যে, ভাই আর ক্রিকেট খেলব না। এটা আমার জীবনে প্রথমবার দেখলাম। এর আগে দেখিনি কখনো। আমার ধারণা, কোনো অধিনায়কের যদি দায়িত্ববোধ থাকত, সে এটা করতে পারত না। আমার কাছে মনে হয় দলকে অনেক বাজে একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছে এবং আমার মনে হয় ওইটাই এখনো কাটিয়ে উঠতে সময় লাগছে। যেটা আমি অনুভব করি।’
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
৬ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
৭ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
৮ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
৯ ঘণ্টা আগে