রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে কিছুই পাওয়ার ছিল না রিয়াল মাদ্রিদের। লিগ শিরোপা অনেক আগেই নিশ্চিত হয়ে গেছে লস ব্লাঙ্কোসদের। এবারের মৌসুমের লা লিগার গতকাল শেষ ম্যাচটা রিয়ালের জন্য ছিল চ্যাম্পিয়নস লিগ ফাইনালের প্রস্তুতি ম্যাচ।
গোলশূন্য ড্র হওয়া ম্যাচটা পয়েন্টের দিক গুরুত্বপূর্ণ না হলেও রিয়ালের তিন ফুটবলারের জন্য ম্যাচটা ছিল মহা আবেগের। রিয়ালের জার্সি গায়ে সান্তিয়াগো বার্নাব্যুকে বিদায় জানানোর উপলক্ষ ছিল মার্সেলো, ইসকো ও গ্যারেথ বেলের সামনে। প্রথম দুজন সেই সুযোগটা পেয়েছেন। বদলি হিসেবে নেমে শেষ সময় পর্যন্ত খেলেছেন। কিন্তু বেলকে সেই সুযোগটুকুও দেননি কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বের এককালের সবচেয়ে দামি ফুটবলারের তাই বার্নাব্যু অধ্যায় শেষ হলো দর্শক সারিতে বসেই।
রিয়াল সমর্থকদের আশার ভেলায় চড়িয়ে ২০১৩ সালে ১০১ মিলিয়ন ইউরোতে টটেনহাম থেকে মাদ্রিদে এসেছিলেন বেল। এই নয় বছরের অধিকাংশ সময়ই চোটের কারণে মাঠের বাইরে থেকেছেন। বাইরে থাকার কারণে সতীর্থদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছিল; বেল নিজেও কখনো তা কমানোর চেষ্টা করেননি বলে অভিযোগ আছে। স্প্যানিশ শিখতে অনাগ্রহ, নিজের মতো করে গলফ খেলে বেড়ানো ওয়েলস তারকার কাছ থেকে নিজেরাও যেন দূরে দূরে থাকতে পছন্দ করতেন রিয়াল ফুটবলাররা। এই নয় বছরে একাধিকবার ঝেড়ে ফেলতে চেয়েও বেলকে তাড়াতে পারেনি রিয়াল। অবশেষে ৩০ জুন আনুষ্ঠানিকভাবে শেষ হবে বেলের সঙ্গে রিয়ালের চুক্তি। কোনো পক্ষই চেষ্টা করেনি নতুন করে চুক্তি করার।
মাঠে যতটুকু সময়ই পেয়েছেন বেশির ভাগ সময়ই ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়া হয়ে। তবে এর মাঝেই নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন বেল। ২০১৮ সালে কিয়েভে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলের বিপক্ষে তাঁর বাইসাইকেল কিকে গোল এখনো মনে থাকার কথা রিয়াল সমর্থকদের। সেই সব স্মৃতি মনে রেখে বেতিস ম্যাচের আগে বেলকে দাঁড়িয়ে বিদায় সম্ভাষণ জানানোর অনুরোধ জানিয়ে রেখেছিলেন কোচ আনচেলত্তি।
কোচের কথার পর অনেকেই ভেবেছিলেন বেতিস ম্যাচে শেষবারের মতো বার্নাব্যুতে খেলার সুযোগ পাবেন বেল। কিন্তু ম্যাচের দল দেখে সেই আশায় গুঁড়েবালি। একাদশ তো দূরে থাক সাইডবেঞ্চেই বেলকে রাখেননি কোচ! বেলের জায়গা হয়েছে তাই দর্শকসারিতে। সেখান থেকেই দেখেছেন সতীর্থদের কুর্নিশে মার্সেলো আর ইসকোর বিদায়। ২৮ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আছে বটে, সেই ম্যাচে যে বেলকে হিসাবেই রাখছেন না আনচেলত্তি সেটা এখনই বলে দেওয়া যায়।
রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে কিছুই পাওয়ার ছিল না রিয়াল মাদ্রিদের। লিগ শিরোপা অনেক আগেই নিশ্চিত হয়ে গেছে লস ব্লাঙ্কোসদের। এবারের মৌসুমের লা লিগার গতকাল শেষ ম্যাচটা রিয়ালের জন্য ছিল চ্যাম্পিয়নস লিগ ফাইনালের প্রস্তুতি ম্যাচ।
গোলশূন্য ড্র হওয়া ম্যাচটা পয়েন্টের দিক গুরুত্বপূর্ণ না হলেও রিয়ালের তিন ফুটবলারের জন্য ম্যাচটা ছিল মহা আবেগের। রিয়ালের জার্সি গায়ে সান্তিয়াগো বার্নাব্যুকে বিদায় জানানোর উপলক্ষ ছিল মার্সেলো, ইসকো ও গ্যারেথ বেলের সামনে। প্রথম দুজন সেই সুযোগটা পেয়েছেন। বদলি হিসেবে নেমে শেষ সময় পর্যন্ত খেলেছেন। কিন্তু বেলকে সেই সুযোগটুকুও দেননি কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বের এককালের সবচেয়ে দামি ফুটবলারের তাই বার্নাব্যু অধ্যায় শেষ হলো দর্শক সারিতে বসেই।
রিয়াল সমর্থকদের আশার ভেলায় চড়িয়ে ২০১৩ সালে ১০১ মিলিয়ন ইউরোতে টটেনহাম থেকে মাদ্রিদে এসেছিলেন বেল। এই নয় বছরের অধিকাংশ সময়ই চোটের কারণে মাঠের বাইরে থেকেছেন। বাইরে থাকার কারণে সতীর্থদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছিল; বেল নিজেও কখনো তা কমানোর চেষ্টা করেননি বলে অভিযোগ আছে। স্প্যানিশ শিখতে অনাগ্রহ, নিজের মতো করে গলফ খেলে বেড়ানো ওয়েলস তারকার কাছ থেকে নিজেরাও যেন দূরে দূরে থাকতে পছন্দ করতেন রিয়াল ফুটবলাররা। এই নয় বছরে একাধিকবার ঝেড়ে ফেলতে চেয়েও বেলকে তাড়াতে পারেনি রিয়াল। অবশেষে ৩০ জুন আনুষ্ঠানিকভাবে শেষ হবে বেলের সঙ্গে রিয়ালের চুক্তি। কোনো পক্ষই চেষ্টা করেনি নতুন করে চুক্তি করার।
মাঠে যতটুকু সময়ই পেয়েছেন বেশির ভাগ সময়ই ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়া হয়ে। তবে এর মাঝেই নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন বেল। ২০১৮ সালে কিয়েভে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলের বিপক্ষে তাঁর বাইসাইকেল কিকে গোল এখনো মনে থাকার কথা রিয়াল সমর্থকদের। সেই সব স্মৃতি মনে রেখে বেতিস ম্যাচের আগে বেলকে দাঁড়িয়ে বিদায় সম্ভাষণ জানানোর অনুরোধ জানিয়ে রেখেছিলেন কোচ আনচেলত্তি।
কোচের কথার পর অনেকেই ভেবেছিলেন বেতিস ম্যাচে শেষবারের মতো বার্নাব্যুতে খেলার সুযোগ পাবেন বেল। কিন্তু ম্যাচের দল দেখে সেই আশায় গুঁড়েবালি। একাদশ তো দূরে থাক সাইডবেঞ্চেই বেলকে রাখেননি কোচ! বেলের জায়গা হয়েছে তাই দর্শকসারিতে। সেখান থেকেই দেখেছেন সতীর্থদের কুর্নিশে মার্সেলো আর ইসকোর বিদায়। ২৮ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আছে বটে, সেই ম্যাচে যে বেলকে হিসাবেই রাখছেন না আনচেলত্তি সেটা এখনই বলে দেওয়া যায়।
দারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
১ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে অর্পিতা বিশ্বাসের দল। একমাত্র গোলটি করেছেন সৌরভী আকন্দ প্রীতি।
২ ঘণ্টা আগেহাভিয়ের কাবরেরার দল নির্বাচন বরাবরই প্রশ্নবিদ্ধ। এশিয়ান কাপ বাছাইয়ে গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারের পেছনে সেটা অন্যতম কারণ হিসেবে মনে করেন অনেকেই। খোদ বাফুফের নির্বাহী কমিটির এক সদস্যও তাঁর পদত্যাগের দাবি তোলেন। তা স্বাভাবিক হিসেবেই মেনে নিয়েছেন বাংলাদেশ কোচ।
২ ঘণ্টা আগে