নির্ধারিত সময়ে টস হয় কি না, সেটা নিয়ে ছিল শঙ্কা। সব শঙ্কা দূর করে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম (চিপক) স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে টস হয়েছে। সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
রাওয়ালপিন্ডিতে সবশেষ পাকিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছিল বাংলাদেশ, চিপকে আজ সেই একাদশ নিয়েই নামছে। চেন্নাইয়ে রবি শাস্ত্রী যখন টসের সময় আসেন, তখন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণ জানিয়েছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘পিচ কঠিন মনে হচ্ছে এবং কিছুটা শুষ্ক। প্রথম সেশনটা পেসারদের জন্য উপযোগী হবে।’ ভারতের বিপক্ষে একাদশে আছেন তিন পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
স্পিন আক্রমণে আছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে লিটন দাসের হাতে। ওপেনিংয়ে থাকছেন দুই বাঁহাতি সাদমান ইসলাম ও জাকির হাসান। আছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক।
টি-টোয়েন্টি ও ওয়ানডে নিয়মিত খেললেও ভারত আজ ছয় মাস পর টেস্ট খেলতে নামছে। একাদশ সাজিয়েছে দুই স্পিনার ও তিন পেসার নিয়ে, যেখানে পেসার আকাশ দীপ ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামছেন। তাঁর সঙ্গে পেস আক্রমণে থাকছেন জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ। দুই স্পিনার হলেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। ব্যাটিংয়েও তাঁরা পার্থক্য গড়ে দিতে পারেন।
বাংলাদেশ ম্যাচ দিয়ে টেস্টে ২১ মাস পর ফিরেছেন ঋষভ পন্ত। চেন্নাইয়ে আজ তিনিই থাকছেন উইকেটরক্ষক। বিরাট কোহলি ও লোকেশ রাহুল টেস্টে ফিরেছেন ৮ মাস পর। ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আছেন যশস্বী জয়সওয়াল। তিনে খেলবেন শুবমান গিল। সবশেষ ভারত যে এ বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলেছে, সেই সিরিজে ভারতীয় টপ অর্ডার ব্যাটারদের সেঞ্চুরি রয়েছে। জয়সওয়াল তো দুটি ডাবল সেঞ্চুরি করেছিলেন।
ভারতের প্রধান কোচের দায়িত্ব গৌতম গম্ভীর নিয়েছেন দুই মাস আগে। তিনি দায়িত্ব নেওয়ার পর ভারত ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও আজই প্রথম টেস্ট খেলতে নামছে।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরা
নির্ধারিত সময়ে টস হয় কি না, সেটা নিয়ে ছিল শঙ্কা। সব শঙ্কা দূর করে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম (চিপক) স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে টস হয়েছে। সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
রাওয়ালপিন্ডিতে সবশেষ পাকিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছিল বাংলাদেশ, চিপকে আজ সেই একাদশ নিয়েই নামছে। চেন্নাইয়ে রবি শাস্ত্রী যখন টসের সময় আসেন, তখন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণ জানিয়েছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘পিচ কঠিন মনে হচ্ছে এবং কিছুটা শুষ্ক। প্রথম সেশনটা পেসারদের জন্য উপযোগী হবে।’ ভারতের বিপক্ষে একাদশে আছেন তিন পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
স্পিন আক্রমণে আছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে লিটন দাসের হাতে। ওপেনিংয়ে থাকছেন দুই বাঁহাতি সাদমান ইসলাম ও জাকির হাসান। আছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক।
টি-টোয়েন্টি ও ওয়ানডে নিয়মিত খেললেও ভারত আজ ছয় মাস পর টেস্ট খেলতে নামছে। একাদশ সাজিয়েছে দুই স্পিনার ও তিন পেসার নিয়ে, যেখানে পেসার আকাশ দীপ ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামছেন। তাঁর সঙ্গে পেস আক্রমণে থাকছেন জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ। দুই স্পিনার হলেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। ব্যাটিংয়েও তাঁরা পার্থক্য গড়ে দিতে পারেন।
বাংলাদেশ ম্যাচ দিয়ে টেস্টে ২১ মাস পর ফিরেছেন ঋষভ পন্ত। চেন্নাইয়ে আজ তিনিই থাকছেন উইকেটরক্ষক। বিরাট কোহলি ও লোকেশ রাহুল টেস্টে ফিরেছেন ৮ মাস পর। ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আছেন যশস্বী জয়সওয়াল। তিনে খেলবেন শুবমান গিল। সবশেষ ভারত যে এ বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলেছে, সেই সিরিজে ভারতীয় টপ অর্ডার ব্যাটারদের সেঞ্চুরি রয়েছে। জয়সওয়াল তো দুটি ডাবল সেঞ্চুরি করেছিলেন।
ভারতের প্রধান কোচের দায়িত্ব গৌতম গম্ভীর নিয়েছেন দুই মাস আগে। তিনি দায়িত্ব নেওয়ার পর ভারত ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও আজই প্রথম টেস্ট খেলতে নামছে।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরা
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৬ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৬ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৭ ঘণ্টা আগে