ক্রীড়া ডেস্ক
আইসিসি টুর্নামন্টে আফগানিস্তানের উন্নতি চোখে পড়ার মতো। গত ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করে নিতে না পারলেও দিয়েছে একের পর এক চমক। তবে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলে গড়ে ইতিহাস। তাই চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের হালকা করে নেওয়ার সুযোগ পাচ্ছে না কেউ। অধিনায়ক হাশমতউল্লাহ শহীদিও কথা বলছেন আত্মবিশ্বাসের সুরে। অংশগ্রহণ করতে নয়, বরং চ্যাম্পিয়ন হতেই এসেছেন তাঁরা।
ওয়াডেতে পরপর চারটি সিরিজ জিতে আফগানিস্তান পা রেখেছে চ্যাম্পিয়নস ট্রফিতে। এর মধ্যে কুপোকাত করেছে দক্ষিণ আফ্রিকাকেও। আসরে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল করাচীতে দক্ষিণ আফ্রিকারই মুখোমুখি হবে তারা। চ্যাম্পিয়নস ট্রফিতে শুরুটা নিশ্চিতভাবেই স্মরণীয় করে রাখতে চাইবে দলটি।
শহীদি বলেন, ‘এই টুর্নামেন্টে আমরা শুধুই অংশগ্রহণ করতে আসিনি। অবশ্যই শিরোপা জেতার দিকে তাকিয়ে আছি শতভাগ। গত দুই বছরে প্রচুর কোয়ালিটি ক্রিকেট খেলেছি আমরা, তাই জেতার ভালো সুযোগ আছে আমাদের। কারণ ছেলেরা খুবই অভিজ্ঞ এবং কন্ডিশন আমাদের জন্য বেশ মানানসই। আশা করি জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করব আমরা।’
গত বছর শারজায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতে আফগানিস্তান। সেই সিরিজ থেকে অনুপ্রেরণা নিয়েই কাল মাঠে নামবেন আফগানরা। শহীদি বলেন, ‘সম্প্রতি আমরা তাদের শারজায় ২-১ ব্যবধানে হারিয়েছি। তাই আমাদের আত্মবিশ্বাস আছে এবং আমরা কোনো অবস্থাতেই চাপের মধ্যে নেই। কারণ টুর্নামেন্টে আমরা কী করতে পারি সেদিকেই এখন মনোযোগ আমাদের। আমি বিশ্বাস করি এই টুর্নামেন্টের জন্য তৈরি আমাদের দল। আমরা কেবল নিজেদের নিয়েই ভাবছি। আমাদের ওপর কোনো চাপ নেই।’
আইসিসি টুর্নামন্টে আফগানিস্তানের উন্নতি চোখে পড়ার মতো। গত ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করে নিতে না পারলেও দিয়েছে একের পর এক চমক। তবে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলে গড়ে ইতিহাস। তাই চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের হালকা করে নেওয়ার সুযোগ পাচ্ছে না কেউ। অধিনায়ক হাশমতউল্লাহ শহীদিও কথা বলছেন আত্মবিশ্বাসের সুরে। অংশগ্রহণ করতে নয়, বরং চ্যাম্পিয়ন হতেই এসেছেন তাঁরা।
ওয়াডেতে পরপর চারটি সিরিজ জিতে আফগানিস্তান পা রেখেছে চ্যাম্পিয়নস ট্রফিতে। এর মধ্যে কুপোকাত করেছে দক্ষিণ আফ্রিকাকেও। আসরে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল করাচীতে দক্ষিণ আফ্রিকারই মুখোমুখি হবে তারা। চ্যাম্পিয়নস ট্রফিতে শুরুটা নিশ্চিতভাবেই স্মরণীয় করে রাখতে চাইবে দলটি।
শহীদি বলেন, ‘এই টুর্নামেন্টে আমরা শুধুই অংশগ্রহণ করতে আসিনি। অবশ্যই শিরোপা জেতার দিকে তাকিয়ে আছি শতভাগ। গত দুই বছরে প্রচুর কোয়ালিটি ক্রিকেট খেলেছি আমরা, তাই জেতার ভালো সুযোগ আছে আমাদের। কারণ ছেলেরা খুবই অভিজ্ঞ এবং কন্ডিশন আমাদের জন্য বেশ মানানসই। আশা করি জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করব আমরা।’
গত বছর শারজায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতে আফগানিস্তান। সেই সিরিজ থেকে অনুপ্রেরণা নিয়েই কাল মাঠে নামবেন আফগানরা। শহীদি বলেন, ‘সম্প্রতি আমরা তাদের শারজায় ২-১ ব্যবধানে হারিয়েছি। তাই আমাদের আত্মবিশ্বাস আছে এবং আমরা কোনো অবস্থাতেই চাপের মধ্যে নেই। কারণ টুর্নামেন্টে আমরা কী করতে পারি সেদিকেই এখন মনোযোগ আমাদের। আমি বিশ্বাস করি এই টুর্নামেন্টের জন্য তৈরি আমাদের দল। আমরা কেবল নিজেদের নিয়েই ভাবছি। আমাদের ওপর কোনো চাপ নেই।’
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
৬ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
৭ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১১ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১২ ঘণ্টা আগে