Ajker Patrika

বাংলাদেশেও ছড়াল ওমিক্রন, আক্রান্ত দুই নারী ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৬: ০১
বাংলাদেশেও ছড়াল ওমিক্রন, আক্রান্ত দুই নারী ক্রিকেটার

এবার বাংলাদেশেও করোনাভাইরাস ওমিক্রন ধরন সংক্রমণের খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার। জিম্বাবুয়ে থেকে বিশ্বকাপের বাছাইপর্ব খেলে এসে দেশে কোয়ারেন্টিনে ছিলেন তাঁরা। আজ স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। 

আক্রান্ত ক্রিকেটারদের পরিচয় জানানো হয়নি। দুজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সুস্থ আছেন দুজনই। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের ব্যবস্থাপক তৌহিদ মাহমুদ আজকের পত্রিকাকে বলেছেন, ‘হ্যাঁ, দুজন আক্রান্তের খবর এসেছে আমাদের কাছে। এখন সরকারের স্বাস্থ্যবিধিতে যে প্রটোকল আছে, সেটা পালন করতে হবে। মেয়েরা অনেক দিন হলো কোয়ারেন্টিনে আছে। ওদের মনোবল একটু নিচু হয়ে আছে। ওরা এখন বের হতে চায়।’ 

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে সেখানেই ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গাও করে নেন জাহানারা-নিগাররা। অবশ্য মাঝপথে ওমিক্রণের শঙ্কায় বাছাইপর্ব বাতিল হলে দেশে ফেরেন নারী ক্রিকেটাররা। দেশে ফেরার পথে চরম ভোগান্তি পোহাতে হয় ক্রিকেটারদের। কয়েক দফা ফ্লাইট পরিবর্তন করে ওমান হয়ে ১ ডিসেম্বর দেশে ফেরেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত