Ajker Patrika

মনের ঝড় বুঝতেই দিচ্ছেন না সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মনের ঝড় বুঝতেই দিচ্ছেন না সাকিব

শারীরিক ও মানসিকভাবে নিজের খেলাটা উপভোগ না করায় দক্ষিণ আফ্রিকাই যেতে চাননি সাকিব আল হাসান। পরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা করে খেলতে যান সাকিব। খেলতে গিয়েও স্বস্তিতে নেই, পরিবারের সদস্যদের অসুস্থতায় শেষ ওয়ানডের আগে দেশে ফিরতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত থেকে যান। 

প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ের পর জোহানেসবার্গে অসহায় আত্মসমর্পণ। দলের মানসিক অবস্থা এমনিতে ভালো থাকার কথা নয়। তার মধ্যে যোগ হয় দলের সেরা খেলোয়াড়কে ঘিরে অনিশ্চয়তা। তবে সিরিজ জয়ের হাতছানি দেওয়া ম্যাচের আগে আশার কথাই শুনিয়েছেন দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন। পরিবারকে নিয়ে মনের ভেতর বয়ে যাওয়া ঝড় সাকিব কাউকে বুঝতে দিচ্ছেন না বলে জানিয়েছেন তিনি। 

ম্যাচের আগের দিন আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাশার বললেন, ‘সে (সাকিব) খুব ভালো আছে। স্বাভাবিকভাবে তার মনের মধ্যে কিছু (পরিবার নিয়ে চিন্তা) আছে, আমরা সবাই সেটা বুঝতে পারছি। কিন্তু ও কারও সামনে সেটা দেখাচ্ছে না, সে খুবই ইতিবাচক। ড্রেসিংরুমে কেউ এ বিষয়ে কিছু আলোচনা করছে না। ওকে ওর মতো থাকতে দিচ্ছে। ভালো লাগার ব্যাপার হচ্ছে ও যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা কাউকে বুঝতেই দিচ্ছে না।’ 

বাশারের মতো সাকিবকে নিয়ে একই কথা প্রতিধ্বনিত হয়েছে মেহেদী হাসান মিরাজের কণ্ঠে। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা এ অফ স্পিনার বলেছেন, ‘সাকিব ভাই মানসিকভাবে বেশ শক্ত; ড্রেসিংরুমে কাউকে কিছু বুঝতে দিচ্ছেন না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত