Ajker Patrika

কোহলিদের ম্যাচ দিয়ে দর্শক ফেরাচ্ছে আইসিসি

কোহলিদের ম্যাচ দিয়ে দর্শক ফেরাচ্ছে আইসিসি

ঢাকা: মাঠে খেলার প্রাণ দর্শক। করোনায় বাড়তি সতর্কতা হিসেবে এত দিন দর্শকশূন্য মাঠে খেলা চালিয়ে নিচ্ছিল ক্রিকেট বোর্ডগুলো। দর্শকশূন্য গ্যালারিতে খেলাটা ঠিক উপভোগ করছিলেন না খেলোয়াড়েরাও। বিরাট কোহলির হয়তো একটু বেশিই খারাপ লাগছিল! আইপিএল চলার সময়ই জানিয়েছিলেন, মাঠে দর্শকদের মিস করছেন তিনি।

কোহলির আশা পূরণ হতে চলেছে খুব শিগগির। ১৮ জুন শুরু হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে গ্যালারিতে বসে দর্শকদের খেলা দেখার অনুমতি দেওয়ার কথা ভাবছে ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

২০১৯ সালের সেপ্টেম্বরে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচের পর আর মাঠে ঢোকার সুযোগ পাননি ইংলিশ দর্শকেরা। এরপর ইংল্যান্ডের মাটিতে ফাঁকা গ্যালারিতে সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মাঠে দর্শক প্রবেশে অনুমতি দেওয়ার কথা ভাবছে ইসিবি।

দর্শকদের আশা বাড়িয়ে দিচ্ছে কাউন্টি চ্যাম্পিয়নশিপের হ্যাম্পশায়ার আর লেস্টারশায়ারের ম্যাচ। ফাইনালের ভেন্যু সাউদাম্পটনের রোজ বেলে কাল থেকে শুরু হওয়া কাউন্টি চ্যাম্পিয়নশিপের হ্যাম্পশায়ার আর লেস্টারশায়ারের ম্যাচে ১৫০০ দর্শককে খেলা দেখার সুযোগ দিচ্ছে ইসিবি।

আশাবাদী হচ্ছেন হ্যাম্পশায়ার কাউন্টি ক্লাবের প্রধান রড ব্র্যানসগ্রোভও। ব্র্যানসগ্রোভ বলেছেন, ‘ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আর আইসিসি ফাইনালে (টেস্ট চ্যাম্পিয়নশিপ) ৪০০০ টিকিট ছাড়ার চিন্তা করছে।’

ব্র্যানসগ্রোভের দাবি, ৫০ ভাগ টিকিট আইসিসি তার পৃষ্ঠপোষক ও অংশীদারদের জন্য রাখবে। বাকি ৫০ ভাগ টিকিট দর্শকের জন্য উন্মুক্ত রাখা হবে। এর মধ্যে ফাইনাল নিয়ে দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে উল্লেখ করে এই কর্মকর্তা যোগ করেন, নির্ধারিত টিকিটের তুলনায় দ্বিগুণ চাহিদার আবেদন পেয়েছেন তারা।

করোনার মধ্যে যাতায়াত সমস্যা আর জৈব সুরক্ষাবলয় নিয়ে জটিলতায় আইসিসির কর্মকর্তারা ইংল্যান্ডে আসতে চাইবেন কি না, সেটা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ব্র্যানসগ্রোভ। যদি সবাই না আসতে পারেন তাহলে দর্শকের জন্য আরও কিছু টিকিট দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত