Ajker Patrika

বেয়ারস্টোর বিতর্কিত আউটকে যৌক্তিক মনে করছেন কামিন্স

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৫: ৫৫
বেয়ারস্টোর বিতর্কিত আউটকে যৌক্তিক মনে করছেন কামিন্স

লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টকে বিতর্কের টেস্ট বললেও কেউ ভুল করবেন না। এই টেস্টে ঘটেছে একের পর এক বিতর্কিত ঘটনা। যার মধ্যে গতকাল শেষ দিনের জনি বেয়ারস্টোর আউট নিয়ে হচ্ছে অনেক আলোচনা। 

দ্বিতীয় দিন নাথান লায়ন চোটে পড়ার পর থেকেই বিতর্কের শুরু। লায়নকে নিয়ে বেফাঁস মন্তব্য করে তোপের মুখে পড়েন কেভিন পিটারসেন। এরপর গত পরশু চতুর্থ দিনে বেন ডাকেটের ক্যাচ আউট নিয়ে হয় অনেক সমালোচনা। ২৯তম ওভারের পঞ্চম বলে ক্যামেরুন গ্রিনের বলে ক্যাচ ধরেন মিচেল স্টার্ক। পরে টিভি আম্পায়ারের রিপ্লেতে বেঁচে যান ডাকেট। আর গতকাল পঞ্চম দিনে গ্রিনের বাউন্সার সামলাতে গিয়ে দিতে নিচু হয়ে বসে পড়েন বেয়ারস্টো। ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটার স্বাভাবিকভাবে ক্রিজ থেকে বেরিয়ে আসেন সতীর্থ স্টোকসের সঙ্গে কথা বলতে। মুহূর্তে বল ছুড়ে স্টাম্প ভাঙেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। যা পরে স্টাম্পিং আউট দেন তৃতীয় আম্পায়ার। 

কামিন্সের কাছে বেয়ারস্টোর এই আউট যৌক্তিক মনে হচ্ছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্রসঙ্গক্রমে ডাকেটের ক্যাচ আউটের কথাও উল্লেখ করেছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কামিন্স বলেন, ‘আমার মনে হচ্ছে, ক্যারি কয়েক বল আগেই এমন কিছু দেখেছে। তখন কোনো বিরতি ছিল না। আপনি বল ধরেছেন ও থ্রো করেছেন। আমার কাছে এটা যৌক্তিক। এটাই নিয়ম। আমি জানি অনেকে হয়তো একমত হবেন না। কিন্তু গত দিনের ক্যাচের মতো নিয়ম এখানেও আছে এবং এটাই আমি দেখেছি।’ 

বেয়ারস্টোর আউট নিয়ে গতকাল প্রথম সেশন শেষ না হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়। লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় লর্ডসের গ্যালারি থেকে এসেছে দুয়োধ্বনি। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদ্দেশে দর্শকেরা বলতে থাকেন, ‘সেই পুরোনো অস্ট্রেলিয়া। যারা সব সময়ই প্রতারণা করে।’  যার রেশ বজায় থেকেছে লর্ডসের লং রুমেও। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, এমসিসির সদস্যদের সঙ্গে উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারের কথা-কাটাকাটি হয়েছে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ম্যাচ জিতেছে ৪৩ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত