Ajker Patrika

সাকিব-মিরাজের ঘূর্ণিতে চাপে ভারত 

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৩: ৪৮
সাকিব-মিরাজের ঘূর্ণিতে চাপে ভারত 

ফুটবলের উন্মাদনার মাঝে ক্রিকেট ফিরেছে বাংলাদেশে। তাতে দর্শকের আগ্রহে অবশ্য কোনো কমতি নেই। ম্যাচ শুরুর বেশ আগে থেকেই মাঠে ঢোকার তোড়জোড়। টস জিতে ফিল্ডিং বেছে নিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশও। ১১ ওভারের মধ্যেই টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে ফেলেছে ভারত।

ভারতের প্রথম উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে মিরাজকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন শিখর ধাওয়ান। ভারতীয় এই বাঁহাতি ওপেনার করেছেন ১৭ বলে ৭ রান। দলীয় ২৩ রানেই ভারত হারায় প্রথম উইকেট। এই ওভারটা মেডেন দেন মিরাজ। ধাওয়ান আউট হলেও পাওয়ারপ্লে নিরাপদে পার করেন রোহিত শর্মা। ১০ ওভারে ভারত করে ১ উইকেটে ৪৮ রান।

তবে ১১তম ওভারে ভারত খায় জোড়া ধাক্কা। এই জোড়া ধাক্কা দেন সাকিব। ১১তম ওভারের দ্বিতীয় বলে তুলে নেন রোহিত শর্মার উইকেট। অসাধারণ এক আর্ম বলে বোল্ড করেন রোহিতকে। ভারতীয় অধিনায়ক করেন ৩১ বলে ২৭ রান। ওই ওভারের চতুর্থ বলে পেলেন বিরাট কোহলির উইকেট। যেখানে পুরো কৃতিত্ব লিটন দাসের। কাভারে বাজপাখির মতো ডান দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন বাংলাদেশ অধিনায়ক। ১৫ বলে ৯ রান করেন কোহলি। ১৪ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৬২ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত