ক্রীড়া ডেস্ক
এই তো এ বছরের জুলাইয়ের ঘটনা। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বিমানবন্দরে গণমাধ্যমকর্মী, ভক্ত-সমর্থকদের ভিড় দেখা গেছে। তখন বাহবা পেলেও গতকাল যখন নাঈম শেখ-তাসকিন আহমেদরা দেশে ফিরলেন, উল্টো দুয়োধ্বনি শুনলেন। এমনকি তাঁদের গাড়িতে আক্রমণ করা হয়েছে।
দীর্ঘ এক মাসের বেশি সময় পর সংযুক্ত আরব আমিরাত সফর করে গত রাতে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। দেশে ফেরার পর তাসকিনদের লক্ষ্য করে ‘ভুয়া-ভুয়া’ বলে ভক্ত-সমর্থকেরা তাঁদের দিকে তেড়ে গেছেন। এমনটি হওয়ার কারণ নিশ্চয়ই সবার জানা। এশিয়া কাপে তিন ম্যাচ, আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। কিন্তু আফগানদের কাছে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়ে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশের শেষটা হয়েছে বাজেভাবে। গাড়িতে আক্রমণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগময় বার্তা দিয়েছেন নাঈম শেখ। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে এই বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘জয় আসে, পরাজয়ও আসে —এটাই খেলাধুলার বাস্তবতা। জানি, আমরা যখন হেরে যাই, তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয়। কারণ, আপনারাও এ দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন। কিন্তু আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়িতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসা-চেষ্টার ঘাটতি রাখি না। প্রতিটি মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য, মানুষের জন্য, আপনাদের মুখে হাসি ফোটাতে।’
ওয়ানডেতে সর্বশেষ ১২ ম্যাচের মধ্যে শুধু একটাতে জিতেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম থেকে শেষ ম্যাচ পর্যন্ত ক্রমাবনতি হয়েছে। ২২১, ১০৯, ৯৩—স্কোরকার্ডই বলে দিচ্ছে মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ওয়ানডেতে কতটা বাজে খেলেছে। যার মধ্যে দ্বিতীয় ওয়ানডেতে ১০ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। আর পরশু তৃতীয় ওয়ানডেতে ইবরাহিম জাদরানের একার ৯৫ রানই তো পুরো বাংলাদেশ করতে পারেনি। এই ম্যাচেই নাঈম শেখ ২৪ বল খেলে করেছেন ৭ রান।
নাঈমের মতে রাগ-ক্ষোভের পরিবর্তে যুক্তির ভিত্তিতে হওয়া উচিত সমালোচনা। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না। আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে।হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোক — লাল-সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়।’
আফগানিস্তানের বিপক্ষে ধবলধোলাই হওয়ার ধাক্কা সামলানোর খুব একটা সময় পাচ্ছে না বাংলাদেশ। শনিবার মিরপুরে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং বলতে হচ্ছে। কারণ, বর্তমানে ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০
নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। যদি বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ জেতে, তাহলে ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান কমাতে পারবে তারা। আশার বাণী শুনিয়ে নাঈম শেখ বলেছেন, ‘আমরা লড়ব, আবার উঠব। দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য। ইনশা আল্লাহ।’
১৮, ২১ ও ২৩ অক্টোবর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডের ভেন্যু মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। প্রত্যেক ম্যাচই শুরু হবে বেলা দেড়টায়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে সমান সংখ্যক টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ২৭, ২৯ ও ৩১ অক্টোবর হবে তিনটি টি-টোয়েন্টি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজ।
এই তো এ বছরের জুলাইয়ের ঘটনা। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বিমানবন্দরে গণমাধ্যমকর্মী, ভক্ত-সমর্থকদের ভিড় দেখা গেছে। তখন বাহবা পেলেও গতকাল যখন নাঈম শেখ-তাসকিন আহমেদরা দেশে ফিরলেন, উল্টো দুয়োধ্বনি শুনলেন। এমনকি তাঁদের গাড়িতে আক্রমণ করা হয়েছে।
দীর্ঘ এক মাসের বেশি সময় পর সংযুক্ত আরব আমিরাত সফর করে গত রাতে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। দেশে ফেরার পর তাসকিনদের লক্ষ্য করে ‘ভুয়া-ভুয়া’ বলে ভক্ত-সমর্থকেরা তাঁদের দিকে তেড়ে গেছেন। এমনটি হওয়ার কারণ নিশ্চয়ই সবার জানা। এশিয়া কাপে তিন ম্যাচ, আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। কিন্তু আফগানদের কাছে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়ে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশের শেষটা হয়েছে বাজেভাবে। গাড়িতে আক্রমণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগময় বার্তা দিয়েছেন নাঈম শেখ। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে এই বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘জয় আসে, পরাজয়ও আসে —এটাই খেলাধুলার বাস্তবতা। জানি, আমরা যখন হেরে যাই, তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয়। কারণ, আপনারাও এ দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন। কিন্তু আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়িতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসা-চেষ্টার ঘাটতি রাখি না। প্রতিটি মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য, মানুষের জন্য, আপনাদের মুখে হাসি ফোটাতে।’
ওয়ানডেতে সর্বশেষ ১২ ম্যাচের মধ্যে শুধু একটাতে জিতেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম থেকে শেষ ম্যাচ পর্যন্ত ক্রমাবনতি হয়েছে। ২২১, ১০৯, ৯৩—স্কোরকার্ডই বলে দিচ্ছে মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ওয়ানডেতে কতটা বাজে খেলেছে। যার মধ্যে দ্বিতীয় ওয়ানডেতে ১০ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। আর পরশু তৃতীয় ওয়ানডেতে ইবরাহিম জাদরানের একার ৯৫ রানই তো পুরো বাংলাদেশ করতে পারেনি। এই ম্যাচেই নাঈম শেখ ২৪ বল খেলে করেছেন ৭ রান।
নাঈমের মতে রাগ-ক্ষোভের পরিবর্তে যুক্তির ভিত্তিতে হওয়া উচিত সমালোচনা। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না। আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে।হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোক — লাল-সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়।’
আফগানিস্তানের বিপক্ষে ধবলধোলাই হওয়ার ধাক্কা সামলানোর খুব একটা সময় পাচ্ছে না বাংলাদেশ। শনিবার মিরপুরে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং বলতে হচ্ছে। কারণ, বর্তমানে ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০
নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। যদি বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ জেতে, তাহলে ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান কমাতে পারবে তারা। আশার বাণী শুনিয়ে নাঈম শেখ বলেছেন, ‘আমরা লড়ব, আবার উঠব। দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য। ইনশা আল্লাহ।’
১৮, ২১ ও ২৩ অক্টোবর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডের ভেন্যু মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। প্রত্যেক ম্যাচই শুরু হবে বেলা দেড়টায়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে সমান সংখ্যক টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ২৭, ২৯ ও ৩১ অক্টোবর হবে তিনটি টি-টোয়েন্টি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজ।
ক্রীড়া ডেস্ক
এই তো এ বছরের জুলাইয়ের ঘটনা। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বিমানবন্দরে গণমাধ্যমকর্মী, ভক্ত-সমর্থকদের ভিড় দেখা গেছে। তখন বাহবা পেলেও গতকাল যখন নাঈম শেখ-তাসকিন আহমেদরা দেশে ফিরলেন, উল্টো দুয়োধ্বনি শুনলেন। এমনকি তাঁদের গাড়িতে আক্রমণ করা হয়েছে।
দীর্ঘ এক মাসের বেশি সময় পর সংযুক্ত আরব আমিরাত সফর করে গত রাতে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। দেশে ফেরার পর তাসকিনদের লক্ষ্য করে ‘ভুয়া-ভুয়া’ বলে ভক্ত-সমর্থকেরা তাঁদের দিকে তেড়ে গেছেন। এমনটি হওয়ার কারণ নিশ্চয়ই সবার জানা। এশিয়া কাপে তিন ম্যাচ, আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। কিন্তু আফগানদের কাছে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়ে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশের শেষটা হয়েছে বাজেভাবে। গাড়িতে আক্রমণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগময় বার্তা দিয়েছেন নাঈম শেখ। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে এই বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘জয় আসে, পরাজয়ও আসে —এটাই খেলাধুলার বাস্তবতা। জানি, আমরা যখন হেরে যাই, তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয়। কারণ, আপনারাও এ দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন। কিন্তু আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়িতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসা-চেষ্টার ঘাটতি রাখি না। প্রতিটি মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য, মানুষের জন্য, আপনাদের মুখে হাসি ফোটাতে।’
ওয়ানডেতে সর্বশেষ ১২ ম্যাচের মধ্যে শুধু একটাতে জিতেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম থেকে শেষ ম্যাচ পর্যন্ত ক্রমাবনতি হয়েছে। ২২১, ১০৯, ৯৩—স্কোরকার্ডই বলে দিচ্ছে মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ওয়ানডেতে কতটা বাজে খেলেছে। যার মধ্যে দ্বিতীয় ওয়ানডেতে ১০ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। আর পরশু তৃতীয় ওয়ানডেতে ইবরাহিম জাদরানের একার ৯৫ রানই তো পুরো বাংলাদেশ করতে পারেনি। এই ম্যাচেই নাঈম শেখ ২৪ বল খেলে করেছেন ৭ রান।
নাঈমের মতে রাগ-ক্ষোভের পরিবর্তে যুক্তির ভিত্তিতে হওয়া উচিত সমালোচনা। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না। আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে।হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোক — লাল-সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়।’
আফগানিস্তানের বিপক্ষে ধবলধোলাই হওয়ার ধাক্কা সামলানোর খুব একটা সময় পাচ্ছে না বাংলাদেশ। শনিবার মিরপুরে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং বলতে হচ্ছে। কারণ, বর্তমানে ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০
নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। যদি বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ জেতে, তাহলে ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান কমাতে পারবে তারা। আশার বাণী শুনিয়ে নাঈম শেখ বলেছেন, ‘আমরা লড়ব, আবার উঠব। দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য। ইনশা আল্লাহ।’
১৮, ২১ ও ২৩ অক্টোবর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডের ভেন্যু মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। প্রত্যেক ম্যাচই শুরু হবে বেলা দেড়টায়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে সমান সংখ্যক টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ২৭, ২৯ ও ৩১ অক্টোবর হবে তিনটি টি-টোয়েন্টি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজ।
এই তো এ বছরের জুলাইয়ের ঘটনা। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বিমানবন্দরে গণমাধ্যমকর্মী, ভক্ত-সমর্থকদের ভিড় দেখা গেছে। তখন বাহবা পেলেও গতকাল যখন নাঈম শেখ-তাসকিন আহমেদরা দেশে ফিরলেন, উল্টো দুয়োধ্বনি শুনলেন। এমনকি তাঁদের গাড়িতে আক্রমণ করা হয়েছে।
দীর্ঘ এক মাসের বেশি সময় পর সংযুক্ত আরব আমিরাত সফর করে গত রাতে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। দেশে ফেরার পর তাসকিনদের লক্ষ্য করে ‘ভুয়া-ভুয়া’ বলে ভক্ত-সমর্থকেরা তাঁদের দিকে তেড়ে গেছেন। এমনটি হওয়ার কারণ নিশ্চয়ই সবার জানা। এশিয়া কাপে তিন ম্যাচ, আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। কিন্তু আফগানদের কাছে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়ে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশের শেষটা হয়েছে বাজেভাবে। গাড়িতে আক্রমণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগময় বার্তা দিয়েছেন নাঈম শেখ। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে এই বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘জয় আসে, পরাজয়ও আসে —এটাই খেলাধুলার বাস্তবতা। জানি, আমরা যখন হেরে যাই, তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয়। কারণ, আপনারাও এ দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন। কিন্তু আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়িতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসা-চেষ্টার ঘাটতি রাখি না। প্রতিটি মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য, মানুষের জন্য, আপনাদের মুখে হাসি ফোটাতে।’
ওয়ানডেতে সর্বশেষ ১২ ম্যাচের মধ্যে শুধু একটাতে জিতেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম থেকে শেষ ম্যাচ পর্যন্ত ক্রমাবনতি হয়েছে। ২২১, ১০৯, ৯৩—স্কোরকার্ডই বলে দিচ্ছে মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ওয়ানডেতে কতটা বাজে খেলেছে। যার মধ্যে দ্বিতীয় ওয়ানডেতে ১০ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। আর পরশু তৃতীয় ওয়ানডেতে ইবরাহিম জাদরানের একার ৯৫ রানই তো পুরো বাংলাদেশ করতে পারেনি। এই ম্যাচেই নাঈম শেখ ২৪ বল খেলে করেছেন ৭ রান।
নাঈমের মতে রাগ-ক্ষোভের পরিবর্তে যুক্তির ভিত্তিতে হওয়া উচিত সমালোচনা। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না। আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে।হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোক — লাল-সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়।’
আফগানিস্তানের বিপক্ষে ধবলধোলাই হওয়ার ধাক্কা সামলানোর খুব একটা সময় পাচ্ছে না বাংলাদেশ। শনিবার মিরপুরে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং বলতে হচ্ছে। কারণ, বর্তমানে ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০
নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। যদি বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ জেতে, তাহলে ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান কমাতে পারবে তারা। আশার বাণী শুনিয়ে নাঈম শেখ বলেছেন, ‘আমরা লড়ব, আবার উঠব। দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য। ইনশা আল্লাহ।’
১৮, ২১ ও ২৩ অক্টোবর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডের ভেন্যু মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। প্রত্যেক ম্যাচই শুরু হবে বেলা দেড়টায়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে সমান সংখ্যক টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ২৭, ২৯ ও ৩১ অক্টোবর হবে তিনটি টি-টোয়েন্টি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজ।
বিরাট কোহলির বিদায়ের করুণ সুর কি তবে বাজতে শুরু করল? টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে তো আগেই বিদায় বলেছেন। ভারতের জার্সিতে খেলছেন শুধু ওয়ানডে। এই সংস্করণে কত দিন খেলবেন, সেটা এখনো নিশ্চিত নয়। তবে অস্ট্রেলিয়া সিরিজ যখন দরজায় কড়া নাড়ছে, সেই মুহূর্তে কোহলির এক পোস্টে রহস্য ঘনীভূত হচ্ছে।
৭ মিনিট আগেলিওনেল মেসির কাছে ‘অপূর্ণতা’ নামে কোনো শব্দ হয়তো নেই। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল-সব জায়গাতেই তিনি জিতেছেন একের পর এক শিরোপা। যার মধ্যে ২০২২ কাতার বিশ্বকাপ জিতে নিজের আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন। অজস্র রেকর্ড গড়ে পেয়েছেন ‘রেকর্ডের বরপুত্র’ উপাধি।
১ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে সবশেষ সাকিব আল হাসান খেলেছেন গত বছরের অক্টোবরে। কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন নন তিনি। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি, টি-টেন লিগে খেলেছেন তিনি। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবার ভারতের লিগসহ একই দিনে নাম লিখিয়েছেন তিন লিগে।
১ ঘণ্টা আগে২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দুরন্ত গতিতে ছুটছে আর্জেন্টিনা। নকআউট পর্বের একের পর এক বাধা পেরিয়ে এবার তারা উঠল ফাইনালে। যেখানে সেমিফাইনালে আলবিসেলেস্তেরা জয় পেয়েছে কলম্বিয়ার বিপক্ষে।
২ ঘণ্টা আগেক্রীড়া ডেস্ক
বিরাট কোহলির বিদায়ের করুণ সুর কি তবে বাজতে শুরু করল? টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে তো আগেই বিদায় বলেছেন। ভারতের জার্সিতে খেলছেন শুধু ওয়ানডে। এই সংস্করণে কত দিন খেলবেন, সেটা এখনো নিশ্চিত নয়। তবে অস্ট্রেলিয়া সিরিজ যখন দরজায় কড়া নাড়ছে, সেই মুহূর্তে কোহলির এক পোস্টে রহস্য ঘনীভূত হচ্ছে।
পার্থে রোববার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শুবমান গিলকে অধিনায়ক করে এই দল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা করা হয়েছে কদিন আগেই। এমনকি এই সিরিজের দলে রাখা হয়েছে কোহলি ও রোহিত শর্মাকেও। গুঞ্জন চলছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজটা হতে যাচ্ছে কোহলি-রোহিতের অবসরের সিরিজ। এই মুহূর্তে সামাজিক মাধ্যমে এক রহস্যময় পোস্ট দিলেন কোহলি। ভারতীয় তারকা ক্রিকেটার আজ সকালে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘যখন আপনি সত্যিকার অর্থেই ব্যর্থ হবেন, তখনই আপনি সবকিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেবেন।’
আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ বিরাট কোহলি খেলেছেন এ বছরের মার্চে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। ভারতেরও এটা সবশেষ কোনো ওয়ানডে ম্যাচ। দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে ভারত। সেই ধারাবাহিকতায় শুবমান গিলের নেতৃত্বে ভারত ২-২ ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করেছে ইংল্যান্ডের সঙ্গে। সেপ্টেম্বরে জিতেছে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপও। কিন্তু টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে আগেই বিদায় বলা রোহিত-কোহলি ভারতের এসব সাফল্যের অংশ হতে পারেননি।
রোহিত-কোহলির শিগগিরই অবসরের কথা শোনা গেলেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এমনকি আগস্টে এই দুই তারকা ক্রিকেটারের বিদায়ী সিরিজ নিয়ে প্রশ্ন করায় খেপে গিয়েছিলেন বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা। তবে রোহিতকে ওয়ানডে অধিনায়ক থেকে সরিয়ে দেওয়ায় তোপের মুখে বিসিসিআই প্রধান নির্বাচক অজিত আগারকার ও ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। এদিকে কোহলি ও রোহিতের বয়স ৩৬ ও ৩৮ বছর। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আজ থেকে দুই বছর পর। ওয়ানডেতে ফর্ম তাঁদের পক্ষে রয়েছে। এ বছরের মার্চে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন রোহিত। সেই টুর্নামেন্টে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিও করেছিলেন কোহলি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই কি রোহিত-কোহলি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন, সেটা সময়ই জানিয়ে দেবে। ১৯, ২৩ ও ২৫ অক্টোবর হবে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর তারা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ২৯ অক্টোবর, ৩১ অক্টোবর, ২ নভেম্বর, ৬ নভেম্বর ও ৮ নভেম্বর হবে পাঁচটি টি-টোয়েন্টি।
বিরাট কোহলির বিদায়ের করুণ সুর কি তবে বাজতে শুরু করল? টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে তো আগেই বিদায় বলেছেন। ভারতের জার্সিতে খেলছেন শুধু ওয়ানডে। এই সংস্করণে কত দিন খেলবেন, সেটা এখনো নিশ্চিত নয়। তবে অস্ট্রেলিয়া সিরিজ যখন দরজায় কড়া নাড়ছে, সেই মুহূর্তে কোহলির এক পোস্টে রহস্য ঘনীভূত হচ্ছে।
পার্থে রোববার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শুবমান গিলকে অধিনায়ক করে এই দল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা করা হয়েছে কদিন আগেই। এমনকি এই সিরিজের দলে রাখা হয়েছে কোহলি ও রোহিত শর্মাকেও। গুঞ্জন চলছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজটা হতে যাচ্ছে কোহলি-রোহিতের অবসরের সিরিজ। এই মুহূর্তে সামাজিক মাধ্যমে এক রহস্যময় পোস্ট দিলেন কোহলি। ভারতীয় তারকা ক্রিকেটার আজ সকালে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘যখন আপনি সত্যিকার অর্থেই ব্যর্থ হবেন, তখনই আপনি সবকিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেবেন।’
আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ বিরাট কোহলি খেলেছেন এ বছরের মার্চে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। ভারতেরও এটা সবশেষ কোনো ওয়ানডে ম্যাচ। দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে ভারত। সেই ধারাবাহিকতায় শুবমান গিলের নেতৃত্বে ভারত ২-২ ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করেছে ইংল্যান্ডের সঙ্গে। সেপ্টেম্বরে জিতেছে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপও। কিন্তু টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে আগেই বিদায় বলা রোহিত-কোহলি ভারতের এসব সাফল্যের অংশ হতে পারেননি।
রোহিত-কোহলির শিগগিরই অবসরের কথা শোনা গেলেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এমনকি আগস্টে এই দুই তারকা ক্রিকেটারের বিদায়ী সিরিজ নিয়ে প্রশ্ন করায় খেপে গিয়েছিলেন বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা। তবে রোহিতকে ওয়ানডে অধিনায়ক থেকে সরিয়ে দেওয়ায় তোপের মুখে বিসিসিআই প্রধান নির্বাচক অজিত আগারকার ও ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। এদিকে কোহলি ও রোহিতের বয়স ৩৬ ও ৩৮ বছর। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আজ থেকে দুই বছর পর। ওয়ানডেতে ফর্ম তাঁদের পক্ষে রয়েছে। এ বছরের মার্চে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন রোহিত। সেই টুর্নামেন্টে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিও করেছিলেন কোহলি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই কি রোহিত-কোহলি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন, সেটা সময়ই জানিয়ে দেবে। ১৯, ২৩ ও ২৫ অক্টোবর হবে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর তারা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ২৯ অক্টোবর, ৩১ অক্টোবর, ২ নভেম্বর, ৬ নভেম্বর ও ৮ নভেম্বর হবে পাঁচটি টি-টোয়েন্টি।
এই তো এ বছরের জুলাইয়ের ঘটনা। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বিমানবন্দরে গণমাধ্যমকর্মী, ভক্ত-সমর্থকদের ভিড় দেখা গেছে। তখন বাহবা পেলেও গতকাল যখন নাঈম শেখ-তাসকিন আহমেদরা দেশে ফিরলেন, উল্টো দুয়োধ্বনি শুনলেন। এমনকি তাঁদের গাড়িতে আক্রমণ করা হয়েছে।
২ ঘণ্টা আগেলিওনেল মেসির কাছে ‘অপূর্ণতা’ নামে কোনো শব্দ হয়তো নেই। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল-সব জায়গাতেই তিনি জিতেছেন একের পর এক শিরোপা। যার মধ্যে ২০২২ কাতার বিশ্বকাপ জিতে নিজের আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন। অজস্র রেকর্ড গড়ে পেয়েছেন ‘রেকর্ডের বরপুত্র’ উপাধি।
১ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে সবশেষ সাকিব আল হাসান খেলেছেন গত বছরের অক্টোবরে। কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন নন তিনি। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি, টি-টেন লিগে খেলেছেন তিনি। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবার ভারতের লিগসহ একই দিনে নাম লিখিয়েছেন তিন লিগে।
১ ঘণ্টা আগে২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দুরন্ত গতিতে ছুটছে আর্জেন্টিনা। নকআউট পর্বের একের পর এক বাধা পেরিয়ে এবার তারা উঠল ফাইনালে। যেখানে সেমিফাইনালে আলবিসেলেস্তেরা জয় পেয়েছে কলম্বিয়ার বিপক্ষে।
২ ঘণ্টা আগেক্রীড়া ডেস্ক
লিওনেল মেসির কাছে ‘অপূর্ণতা’ নামে কোনো শব্দ হয়তো নেই। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল-সব জায়গাতেই তিনি জিতেছেন একের পর এক শিরোপা। যার মধ্যে ২০২২ কাতার বিশ্বকাপ জিতে নিজের আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন। অজস্র রেকর্ড গড়ে পেয়েছেন ‘রেকর্ডের বরপুত্র’ উপাধি। আর্জেন্টাইন তারকা ফুটবলার এবার নিজের নামে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন।
সামাজিক মাধ্যমে পরশু রাতে এক পোস্টে ‘মেসি কাপ’ আয়োজনের ঘোষণা দিয়েছেন মেসি। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘অবশেষে বলতে যাচ্ছি প্রতিভাবান যুবাদের জন্য মেসি কাপ নামে একটি বিশেষ টুর্নামেন্ট ডিসেম্বরে হতে যাচ্ছে। মায়ামিতে হতে যাওয়া এই টুর্নামেন্টে বিশ্বের সেরা কিছু ক্লাব অংশ নেবে। আরও নানা ধরনের আয়োজন রাখা হবে এই টুর্নামেন্ট ঘিরে। পরবর্তী প্রজন্মের ফুটবলারদের জন্য এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। মেসি কাপ সবাই পছন্দ করবে আশা করি।’
মেসি কাপ টুর্নামেন্টে অংশ নেবে ৮ ক্লাব। এখানে আছে তাঁর বর্তমান ক্লাব ইন্টার মায়ামি ও সাবেক ক্লাব বার্সেলোনা। আর্জেন্টিনা থেকে অংশ নিচ্ছে দুই ক্লাব রিভার প্লেট ও নিওয়েলস। ইংল্যান্ডের দুই ক্লাবের মধ্যে প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও চেলসি খেলবে মেসি কাপ টুর্নামেন্টে। ইতালি ও স্পেন থেকে অংশ নিচ্ছে একটি করে ক্লাব। আতলেতিকো মাদ্রিদ ও চেলসি অংশ নেবে মেসি কাপ টুর্নামেন্টে। টুর্নামেন্টটি হবে অনূর্ধ্ব-১৬ পর্যায়ের বয়সভিত্তিক ফুটবলারদের নিয়ে। ৮ ক্লাবের মেসি কাপ টুর্নামেন্ট ছয় দিনে শেষ হবে। টুর্নামেন্টে হবে ১৮ ম্যাচ। ইন্টার মায়ামির চেজ স্টেডিয়াম ও ক্লাবটির অনুশীলন মাঠে হবে মেসি কাপের এই ১৮ ম্যাচ। চারটি করে দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে টুর্নামেন্টে। গ্রুপ পর্ব শেষে প্লে-অফ ও ফাইনাল হবে।
ভবিষ্যৎ ফুটবলারদের তৈরি করাই মূলত মেসি কাপ টুর্নামেন্টের লক্ষ্য বলে জানিয়েছে মেসির প্রযোজনা প্রতিষ্ঠান ‘৫২৫ রোজারিও’। প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয়েছে, ‘শুধুই একটা টুর্নামেন্ট নয় এটা। ধারাবাহিক আয়োজন ও ডিজিটালভিত্তিক প্ল্যাটফর্মের মিশেল রয়েছে এখানে। খেলাধুলা, সংস্কৃতি, উদ্ভাবন—সব এক জায়গায় এসে মিশেছে। বর্তমান আর আগামী দিনের খেলোয়াড়দের মিলনমেলা হবে এখানে।’
মায়ামির জার্সিতে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৪২ ম্যাচে ৩৪ গোল করেছেন মেসি। অ্যাসিস্ট করেছেন ১৭ গোলে। ৩৪ গোলের মধ্যে ২৬ গোলই আর্জেন্টাইন ফরোয়ার্ড করেছেন এমএলএসে। মায়ামির পরের ম্যাচ ১৮ অক্টোবর। বাংলাদেশ সময় সেদিন রাত ৪টায় গিওদিস পার্কে শুরু হবে ন্যাশভিল-মায়ামি এমএলএসের ম্যাচ। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তিনে এখন মায়ামি। ৩৩ ম্যাচে দলটির পয়েন্ট ৬২। জিতেছে ১৮ ম্যাচ, ড্র করেছে ৮ ম্যাচ ও ৭ ম্যাচ হেরেছে। সিনসিনাটির ৬২ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৬৬। পয়েন্ট তালিকার প্রথম তিন দলের প্রত্যেকেই ৩৩টি করে ম্যাচ খেলেছে।
লিওনেল মেসির কাছে ‘অপূর্ণতা’ নামে কোনো শব্দ হয়তো নেই। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল-সব জায়গাতেই তিনি জিতেছেন একের পর এক শিরোপা। যার মধ্যে ২০২২ কাতার বিশ্বকাপ জিতে নিজের আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন। অজস্র রেকর্ড গড়ে পেয়েছেন ‘রেকর্ডের বরপুত্র’ উপাধি। আর্জেন্টাইন তারকা ফুটবলার এবার নিজের নামে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন।
সামাজিক মাধ্যমে পরশু রাতে এক পোস্টে ‘মেসি কাপ’ আয়োজনের ঘোষণা দিয়েছেন মেসি। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘অবশেষে বলতে যাচ্ছি প্রতিভাবান যুবাদের জন্য মেসি কাপ নামে একটি বিশেষ টুর্নামেন্ট ডিসেম্বরে হতে যাচ্ছে। মায়ামিতে হতে যাওয়া এই টুর্নামেন্টে বিশ্বের সেরা কিছু ক্লাব অংশ নেবে। আরও নানা ধরনের আয়োজন রাখা হবে এই টুর্নামেন্ট ঘিরে। পরবর্তী প্রজন্মের ফুটবলারদের জন্য এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। মেসি কাপ সবাই পছন্দ করবে আশা করি।’
মেসি কাপ টুর্নামেন্টে অংশ নেবে ৮ ক্লাব। এখানে আছে তাঁর বর্তমান ক্লাব ইন্টার মায়ামি ও সাবেক ক্লাব বার্সেলোনা। আর্জেন্টিনা থেকে অংশ নিচ্ছে দুই ক্লাব রিভার প্লেট ও নিওয়েলস। ইংল্যান্ডের দুই ক্লাবের মধ্যে প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও চেলসি খেলবে মেসি কাপ টুর্নামেন্টে। ইতালি ও স্পেন থেকে অংশ নিচ্ছে একটি করে ক্লাব। আতলেতিকো মাদ্রিদ ও চেলসি অংশ নেবে মেসি কাপ টুর্নামেন্টে। টুর্নামেন্টটি হবে অনূর্ধ্ব-১৬ পর্যায়ের বয়সভিত্তিক ফুটবলারদের নিয়ে। ৮ ক্লাবের মেসি কাপ টুর্নামেন্ট ছয় দিনে শেষ হবে। টুর্নামেন্টে হবে ১৮ ম্যাচ। ইন্টার মায়ামির চেজ স্টেডিয়াম ও ক্লাবটির অনুশীলন মাঠে হবে মেসি কাপের এই ১৮ ম্যাচ। চারটি করে দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে টুর্নামেন্টে। গ্রুপ পর্ব শেষে প্লে-অফ ও ফাইনাল হবে।
ভবিষ্যৎ ফুটবলারদের তৈরি করাই মূলত মেসি কাপ টুর্নামেন্টের লক্ষ্য বলে জানিয়েছে মেসির প্রযোজনা প্রতিষ্ঠান ‘৫২৫ রোজারিও’। প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয়েছে, ‘শুধুই একটা টুর্নামেন্ট নয় এটা। ধারাবাহিক আয়োজন ও ডিজিটালভিত্তিক প্ল্যাটফর্মের মিশেল রয়েছে এখানে। খেলাধুলা, সংস্কৃতি, উদ্ভাবন—সব এক জায়গায় এসে মিশেছে। বর্তমান আর আগামী দিনের খেলোয়াড়দের মিলনমেলা হবে এখানে।’
মায়ামির জার্সিতে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৪২ ম্যাচে ৩৪ গোল করেছেন মেসি। অ্যাসিস্ট করেছেন ১৭ গোলে। ৩৪ গোলের মধ্যে ২৬ গোলই আর্জেন্টাইন ফরোয়ার্ড করেছেন এমএলএসে। মায়ামির পরের ম্যাচ ১৮ অক্টোবর। বাংলাদেশ সময় সেদিন রাত ৪টায় গিওদিস পার্কে শুরু হবে ন্যাশভিল-মায়ামি এমএলএসের ম্যাচ। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তিনে এখন মায়ামি। ৩৩ ম্যাচে দলটির পয়েন্ট ৬২। জিতেছে ১৮ ম্যাচ, ড্র করেছে ৮ ম্যাচ ও ৭ ম্যাচ হেরেছে। সিনসিনাটির ৬২ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৬৬। পয়েন্ট তালিকার প্রথম তিন দলের প্রত্যেকেই ৩৩টি করে ম্যাচ খেলেছে।
এই তো এ বছরের জুলাইয়ের ঘটনা। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বিমানবন্দরে গণমাধ্যমকর্মী, ভক্ত-সমর্থকদের ভিড় দেখা গেছে। তখন বাহবা পেলেও গতকাল যখন নাঈম শেখ-তাসকিন আহমেদরা দেশে ফিরলেন, উল্টো দুয়োধ্বনি শুনলেন। এমনকি তাঁদের গাড়িতে আক্রমণ করা হয়েছে।
২ ঘণ্টা আগেবিরাট কোহলির বিদায়ের করুণ সুর কি তবে বাজতে শুরু করল? টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে তো আগেই বিদায় বলেছেন। ভারতের জার্সিতে খেলছেন শুধু ওয়ানডে। এই সংস্করণে কত দিন খেলবেন, সেটা এখনো নিশ্চিত নয়। তবে অস্ট্রেলিয়া সিরিজ যখন দরজায় কড়া নাড়ছে, সেই মুহূর্তে কোহলির এক পোস্টে রহস্য ঘনীভূত হচ্ছে।
৭ মিনিট আগেবাংলাদেশের জার্সিতে সবশেষ সাকিব আল হাসান খেলেছেন গত বছরের অক্টোবরে। কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন নন তিনি। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি, টি-টেন লিগে খেলেছেন তিনি। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবার ভারতের লিগসহ একই দিনে নাম লিখিয়েছেন তিন লিগে।
১ ঘণ্টা আগে২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দুরন্ত গতিতে ছুটছে আর্জেন্টিনা। নকআউট পর্বের একের পর এক বাধা পেরিয়ে এবার তারা উঠল ফাইনালে। যেখানে সেমিফাইনালে আলবিসেলেস্তেরা জয় পেয়েছে কলম্বিয়ার বিপক্ষে।
২ ঘণ্টা আগেক্রীড়া ডেস্ক
বাংলাদেশের জার্সিতে সবশেষ সাকিব আল হাসান খেলেছেন গত বছরের অক্টোবরে। কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন নন তিনি। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি, টি-টেন লিগে খেলেছেন তিনি। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবার ভারতের লিগসহ একই দিনে নাম লিখিয়েছেন তিন লিগে।
২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত কাশ্মীরের শ্রীনগরের বকশী স্টেডিয়ামে হবে ইন্ডিয়ান হেভেন লিগ। এই লিগে খেলবেন সাকিব। এক ভিডিও বার্তায় বাংলাদেশের তারকা অলরাউন্ডার ভারতের এই লিগে খেলার কথা নিশ্চিত করেছেন। ইউনিভার্স বস নামে পরিচিত ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, অস্ট্রেলিয়ার শন মার্শসহ তারকা ক্রিকেটারদের দেখা যাবে ইন্ডিয়ান হেভেন লিগে। তবে ভারতের এই লিগ টি-টোয়েন্টি নাকি টি-টেন সংস্করণে হবে, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
সাকিব একই দিনে আবুধাবি টি-টেন লিগ ও গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএতে নাম লিখিয়েছেন। আবুধাবি টি-টেন লিগের দল রয়্যাল চ্যাম্পস সামাজিক মাধ্যমে এক বার্তায় বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নেওয়ার কথা নিশ্চিত করেছে। রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন জেসন রয়, অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো তারকা ক্রিকেটাররা। ১৮ নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। আর গ্লোবাল ক্রিকেট লিগ (জিসিএল) ইউএসএতে সাকিবকে নিয়েছে হিউস্টন রাইডার্স। টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নেওয়ার কথা সামাজিক মাধ্যমে জানিয়েছে হিউস্টন। সাকিবের পাশাপাশি মোহাম্মদ আমির, আন্দ্রে ফ্লেচার, ইমাদ ওয়াসিম, মার্টিন গাপটিল, ইমরান তাহিরদের মতো তারকা ক্রিকেটাররা খেলবেন জিসিএল ইউএসএতে। ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে ছয় দলের জিসিএল ইউএসএ।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে সাকিব একের পর এক শিরোপাও জিতেছেন গত পাঁচ মাসে। মে মাসে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) জিতেছে তাঁর দল লাহোর কালান্দার্স। ফাইনালে খেলার সুযোগ না পেলেও চ্যাম্পিয়ন লাহোর তাঁকে নিয়ে পোস্ট দিয়েছিল। কদিন আগে জিতেছেন যুক্তরাষ্ট্রের মাইনর লিগ টুর্নামেন্ট। এবার তিনি খেলেছেন আটলান্টা ফায়ারের হয়ে। পরশু আরেক টুর্নামেন্ট কানাডা সুপার সিক্সটিতে তাঁর নেতৃত্বাধীন মন্ট্রিল রয়্যাল টাইগার্স ফাইনালে উঠেছিল। কিন্তু ব্র্যাম্পটন ব্লিটজের কাছে ৮ উইকেটে হেরে শিরোপা খুইয়েছে সাকিবের দল।
বাংলাদেশের জার্সিতে সবশেষ সাকিব আল হাসান খেলেছেন গত বছরের অক্টোবরে। কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন নন তিনি। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি, টি-টেন লিগে খেলেছেন তিনি। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবার ভারতের লিগসহ একই দিনে নাম লিখিয়েছেন তিন লিগে।
২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত কাশ্মীরের শ্রীনগরের বকশী স্টেডিয়ামে হবে ইন্ডিয়ান হেভেন লিগ। এই লিগে খেলবেন সাকিব। এক ভিডিও বার্তায় বাংলাদেশের তারকা অলরাউন্ডার ভারতের এই লিগে খেলার কথা নিশ্চিত করেছেন। ইউনিভার্স বস নামে পরিচিত ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, অস্ট্রেলিয়ার শন মার্শসহ তারকা ক্রিকেটারদের দেখা যাবে ইন্ডিয়ান হেভেন লিগে। তবে ভারতের এই লিগ টি-টোয়েন্টি নাকি টি-টেন সংস্করণে হবে, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
সাকিব একই দিনে আবুধাবি টি-টেন লিগ ও গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএতে নাম লিখিয়েছেন। আবুধাবি টি-টেন লিগের দল রয়্যাল চ্যাম্পস সামাজিক মাধ্যমে এক বার্তায় বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নেওয়ার কথা নিশ্চিত করেছে। রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন জেসন রয়, অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো তারকা ক্রিকেটাররা। ১৮ নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। আর গ্লোবাল ক্রিকেট লিগ (জিসিএল) ইউএসএতে সাকিবকে নিয়েছে হিউস্টন রাইডার্স। টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নেওয়ার কথা সামাজিক মাধ্যমে জানিয়েছে হিউস্টন। সাকিবের পাশাপাশি মোহাম্মদ আমির, আন্দ্রে ফ্লেচার, ইমাদ ওয়াসিম, মার্টিন গাপটিল, ইমরান তাহিরদের মতো তারকা ক্রিকেটাররা খেলবেন জিসিএল ইউএসএতে। ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে ছয় দলের জিসিএল ইউএসএ।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে সাকিব একের পর এক শিরোপাও জিতেছেন গত পাঁচ মাসে। মে মাসে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) জিতেছে তাঁর দল লাহোর কালান্দার্স। ফাইনালে খেলার সুযোগ না পেলেও চ্যাম্পিয়ন লাহোর তাঁকে নিয়ে পোস্ট দিয়েছিল। কদিন আগে জিতেছেন যুক্তরাষ্ট্রের মাইনর লিগ টুর্নামেন্ট। এবার তিনি খেলেছেন আটলান্টা ফায়ারের হয়ে। পরশু আরেক টুর্নামেন্ট কানাডা সুপার সিক্সটিতে তাঁর নেতৃত্বাধীন মন্ট্রিল রয়্যাল টাইগার্স ফাইনালে উঠেছিল। কিন্তু ব্র্যাম্পটন ব্লিটজের কাছে ৮ উইকেটে হেরে শিরোপা খুইয়েছে সাকিবের দল।
এই তো এ বছরের জুলাইয়ের ঘটনা। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বিমানবন্দরে গণমাধ্যমকর্মী, ভক্ত-সমর্থকদের ভিড় দেখা গেছে। তখন বাহবা পেলেও গতকাল যখন নাঈম শেখ-তাসকিন আহমেদরা দেশে ফিরলেন, উল্টো দুয়োধ্বনি শুনলেন। এমনকি তাঁদের গাড়িতে আক্রমণ করা হয়েছে।
২ ঘণ্টা আগেবিরাট কোহলির বিদায়ের করুণ সুর কি তবে বাজতে শুরু করল? টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে তো আগেই বিদায় বলেছেন। ভারতের জার্সিতে খেলছেন শুধু ওয়ানডে। এই সংস্করণে কত দিন খেলবেন, সেটা এখনো নিশ্চিত নয়। তবে অস্ট্রেলিয়া সিরিজ যখন দরজায় কড়া নাড়ছে, সেই মুহূর্তে কোহলির এক পোস্টে রহস্য ঘনীভূত হচ্ছে।
৭ মিনিট আগেলিওনেল মেসির কাছে ‘অপূর্ণতা’ নামে কোনো শব্দ হয়তো নেই। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল-সব জায়গাতেই তিনি জিতেছেন একের পর এক শিরোপা। যার মধ্যে ২০২২ কাতার বিশ্বকাপ জিতে নিজের আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন। অজস্র রেকর্ড গড়ে পেয়েছেন ‘রেকর্ডের বরপুত্র’ উপাধি।
১ ঘণ্টা আগে২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দুরন্ত গতিতে ছুটছে আর্জেন্টিনা। নকআউট পর্বের একের পর এক বাধা পেরিয়ে এবার তারা উঠল ফাইনালে। যেখানে সেমিফাইনালে আলবিসেলেস্তেরা জয় পেয়েছে কলম্বিয়ার বিপক্ষে।
২ ঘণ্টা আগেক্রীড়া ডেস্ক
২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দুরন্ত গতিতে ছুটছে আর্জেন্টিনা। নকআউট পর্বের একের পর এক বাধা পেরিয়ে এবার তারা উঠল ফাইনালে। যেখানে সেমিফাইনালে আলবিসেলেস্তেরা জয় পেয়েছে কলম্বিয়ার বিপক্ষে।
আর্জেন্টিনা সবশেষ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ২০০৭ সালে। কানাডায় অনুষ্ঠিত বয়সভিত্তিক ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল তাঁরা। আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ী দলে খেলেছিলেন সার্জিও আগুয়েরো, আনহেল দি মারিয়া, সার্জিও রোমেরোর মতো তারকারা। ১৮ বছর পর তাঁদের উত্তরসূরীরা আলবিসেলেস্তেদের তুলল ফাইনালের মঞ্চে। সেমিতে কলম্বিয়াকে এবার ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের সামনে এখন সপ্তমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জয়ের হাতছানি।
জুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সকালে হয়েছে আর্জেন্টিনা-কলম্বিয়া সেমিফাইনাল। আক্রমণ, বল দখল ও শট নেওয়ার প্রতিযোগিতা হয়েছে সমানে সমানে। কলম্বিয়া ৫৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিয়েছে চার শট। অন্যদিকে আর্জেন্টিনার দখলে বল ছিল ৪৬ শতাংশ। কলম্বিয়ার লক্ষ্য বরাবর আর্জেন্টিনা নিয়েছে ৫ শট। যার মধ্যে কেবল একটিকে গোলে পরিণত করতে পেরেছে আলবিসেলেস্তেরা। ৭২ মিনিটে গোলটি করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাতেও সিলভেত্তি। তাঁকে অ্যাসিস্ট করেছেন জিয়ানলুকা প্রিস্টিয়ান্নি।
গোল হজমের পর কলম্বিয়া ১০ জনের দলে পরিণত হয়। ৭৯ মিনিটে লাল কার্ড দেখেন দলটির এক মিডফিল্ডার জন আলেক্সান্দার রেন্তেরিয়া আরিয়াস। তিনি লাল কার্ড দেখেছেন মূলত জোড়া হলুদ কার্ডের কারণে। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে ফাইনালে আর ওঠা হলো না কলম্বিয়ার। তাদের খেলতে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। শনিবার হুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে এই ম্যাচ খেলতে নামে কলম্বিয়া। সেদিন বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ফ্রান্স-কলম্বিয়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।
২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আরেক সেমিফাইনাল ফ্রান্স-মরক্কো ম্যাচটা হয়েছে হাড্ডাহাড্ডি। এলিয়াস ফিগুয়েরা ব্র্যান্ডার স্টেডিয়ামে প্রথমে ম্যাচটা ১-১ সমতায় শেষ হয়েছে। যার মধ্যে মরক্কো গোল উপহার পেয়েছে। ৩২ মিনিটে ফরাসি গোলরক্ষক লিসান্দ্রু পিয়েরা ওলমেতা আত্মঘাতী গোল করেছেন। টাইব্রেকারে ৫-৪ গোলের জয় পেয়েছে মরক্কো। ৬ গোলের মধ্যে পাঁচটিতে গোলে পরিণত করতে পেরেছে মরক্কো। তবে ফ্রান্সের জিলিয়ান এনগুয়েসান গোল মিস করতেই ফাইনাল নিশ্চিত হয় মরক্কোর। শিরোপা নির্ধারণী ম্যাচে রোববার মুখোমুখি হবে আর্জেন্টিনা-মরক্কো। হুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে সেদিন বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হবে ফাইনাল।
২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দুরন্ত গতিতে ছুটছে আর্জেন্টিনা। নকআউট পর্বের একের পর এক বাধা পেরিয়ে এবার তারা উঠল ফাইনালে। যেখানে সেমিফাইনালে আলবিসেলেস্তেরা জয় পেয়েছে কলম্বিয়ার বিপক্ষে।
আর্জেন্টিনা সবশেষ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ২০০৭ সালে। কানাডায় অনুষ্ঠিত বয়সভিত্তিক ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল তাঁরা। আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ী দলে খেলেছিলেন সার্জিও আগুয়েরো, আনহেল দি মারিয়া, সার্জিও রোমেরোর মতো তারকারা। ১৮ বছর পর তাঁদের উত্তরসূরীরা আলবিসেলেস্তেদের তুলল ফাইনালের মঞ্চে। সেমিতে কলম্বিয়াকে এবার ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের সামনে এখন সপ্তমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জয়ের হাতছানি।
জুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সকালে হয়েছে আর্জেন্টিনা-কলম্বিয়া সেমিফাইনাল। আক্রমণ, বল দখল ও শট নেওয়ার প্রতিযোগিতা হয়েছে সমানে সমানে। কলম্বিয়া ৫৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিয়েছে চার শট। অন্যদিকে আর্জেন্টিনার দখলে বল ছিল ৪৬ শতাংশ। কলম্বিয়ার লক্ষ্য বরাবর আর্জেন্টিনা নিয়েছে ৫ শট। যার মধ্যে কেবল একটিকে গোলে পরিণত করতে পেরেছে আলবিসেলেস্তেরা। ৭২ মিনিটে গোলটি করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাতেও সিলভেত্তি। তাঁকে অ্যাসিস্ট করেছেন জিয়ানলুকা প্রিস্টিয়ান্নি।
গোল হজমের পর কলম্বিয়া ১০ জনের দলে পরিণত হয়। ৭৯ মিনিটে লাল কার্ড দেখেন দলটির এক মিডফিল্ডার জন আলেক্সান্দার রেন্তেরিয়া আরিয়াস। তিনি লাল কার্ড দেখেছেন মূলত জোড়া হলুদ কার্ডের কারণে। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে ফাইনালে আর ওঠা হলো না কলম্বিয়ার। তাদের খেলতে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। শনিবার হুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে এই ম্যাচ খেলতে নামে কলম্বিয়া। সেদিন বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ফ্রান্স-কলম্বিয়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।
২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আরেক সেমিফাইনাল ফ্রান্স-মরক্কো ম্যাচটা হয়েছে হাড্ডাহাড্ডি। এলিয়াস ফিগুয়েরা ব্র্যান্ডার স্টেডিয়ামে প্রথমে ম্যাচটা ১-১ সমতায় শেষ হয়েছে। যার মধ্যে মরক্কো গোল উপহার পেয়েছে। ৩২ মিনিটে ফরাসি গোলরক্ষক লিসান্দ্রু পিয়েরা ওলমেতা আত্মঘাতী গোল করেছেন। টাইব্রেকারে ৫-৪ গোলের জয় পেয়েছে মরক্কো। ৬ গোলের মধ্যে পাঁচটিতে গোলে পরিণত করতে পেরেছে মরক্কো। তবে ফ্রান্সের জিলিয়ান এনগুয়েসান গোল মিস করতেই ফাইনাল নিশ্চিত হয় মরক্কোর। শিরোপা নির্ধারণী ম্যাচে রোববার মুখোমুখি হবে আর্জেন্টিনা-মরক্কো। হুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে সেদিন বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হবে ফাইনাল।
এই তো এ বছরের জুলাইয়ের ঘটনা। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বিমানবন্দরে গণমাধ্যমকর্মী, ভক্ত-সমর্থকদের ভিড় দেখা গেছে। তখন বাহবা পেলেও গতকাল যখন নাঈম শেখ-তাসকিন আহমেদরা দেশে ফিরলেন, উল্টো দুয়োধ্বনি শুনলেন। এমনকি তাঁদের গাড়িতে আক্রমণ করা হয়েছে।
২ ঘণ্টা আগেবিরাট কোহলির বিদায়ের করুণ সুর কি তবে বাজতে শুরু করল? টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে তো আগেই বিদায় বলেছেন। ভারতের জার্সিতে খেলছেন শুধু ওয়ানডে। এই সংস্করণে কত দিন খেলবেন, সেটা এখনো নিশ্চিত নয়। তবে অস্ট্রেলিয়া সিরিজ যখন দরজায় কড়া নাড়ছে, সেই মুহূর্তে কোহলির এক পোস্টে রহস্য ঘনীভূত হচ্ছে।
৭ মিনিট আগেলিওনেল মেসির কাছে ‘অপূর্ণতা’ নামে কোনো শব্দ হয়তো নেই। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল-সব জায়গাতেই তিনি জিতেছেন একের পর এক শিরোপা। যার মধ্যে ২০২২ কাতার বিশ্বকাপ জিতে নিজের আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন। অজস্র রেকর্ড গড়ে পেয়েছেন ‘রেকর্ডের বরপুত্র’ উপাধি।
১ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে সবশেষ সাকিব আল হাসান খেলেছেন গত বছরের অক্টোবরে। কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন নন তিনি। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি, টি-টেন লিগে খেলেছেন তিনি। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবার ভারতের লিগসহ একই দিনে নাম লিখিয়েছেন তিন লিগে।
১ ঘণ্টা আগে