Ajker Patrika

ঢাকার আশা বাঁচিয়ে রাখল শুভাগতর দুই ছক্কা 

ঢাকার আশা বাঁচিয়ে রাখল শুভাগতর দুই ছক্কা 

মাহমুদউল্লাহ রিয়াদ আর শামসুর রহমান শুভকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন থিসারা পেরেরা। সেই তিনিই ইনিংসের শেষ ওভারের প্রথম দুই বলে ছয় খেয়ে ‘ভিলেন’ বনে গেলেন। আর টানা দুই ছয় মেরে ঢাকার জয়ের নায়ক শুভাগত হোম। এই দুই ছয়ে ঢাকার আশা বাঁচিয়ে রাখল শুভাগত। 

শেষ ৬ বলে জয়ের জন্য ঢাকার দরকার ছিল ১১ রান। শুভগত দুই বলেই ১২ রান করে দলের জয় নিশ্চিত করেছেন। ঢাকার ৫ উইকেটের এই জয়ে খুলনাকে টপকে টেবিলের তিনে ওঠে গেল টেবিলের তারা। আর খুলনা নেমে গেল চারে। 

খুলনার দেওয়া ১৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে তামিম ইকবাল ও ইমরান উজ জামানের উইকেট হারায় ঢাকা। তৃতীয় উইকেটে জহুরুল ইসলাম ও মাহমুদউল্লাহ রিয়াদ ৫৫ বলে ৫৭ রানের জুটি গড়ে জয়ের ভিত তৈরি করে দেন। দলীয় ৬৯ রানে জহুরুল ফিরলেও জয়ের পথেই ছিল ঢাকা। কিন্তু প্রয়োজনীয় রান রেট একটু বেড়ে যায়। 

 ১৩ তম ওভার শেষে জয়ের জন্য ঢাকার প্রয়োজন ছিল ৪২ বলে ৫৮ রান। পরের ওভারে খালেদ আহমেদকে দুই ছয় মেরে রান ও বলের ব্যবধান কমিয়ে আনেন শামসুর রহমান শুভ। তবে মাহমুদউল্লাহ ৩৬ বলে ৩৪ করে ফিরলে চাপে পড়ে ঢাকা। ১৮ তম ওভারে মাহমুদউল্লাহর পর শামসুরকেও ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন থিসারা পেরেরা। কিন্তু শেষ ওভারে এসে খেই হারিয়ে ফেলেন পেরেরা। আর তাতেই ঢাকার জয় নিশ্চিত হয়ে যায়। 

এর আগে টস জিতে সিলেটে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায়। আগের ম্যাচে দুর্দান্ত ব্যাট করা সৌম্য সরকার এদিন ফেরেন ১ রান করে। এই ধাক্কা কাটিয়ে ওঠার আগে ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুলনা। ১২ রানের মধ্যে হারায় ৪ উইকেট। জাকের আলী (৫), আন্দ্রে ফ্লেচার (৬) ও ইয়াসির আলীর (০) পর ফিরেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিমও। সতীর্থদের যাওয়া আসার মধ্যে দলের হাল ধরেন সিকান্দার রাজা। 

যোগ্য সঙ্গী না পেয়ে একাই লড়াই চালিয়ে যান এই জিম্বাবুয়েন অলরাউন্ডার। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৫০ বলের করেছেন ৬৪ রান। রাজার ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২৯ রানের সংগ্রহ পায় মুশফিকের দল। ঢাকার পক্ষে আরাফাত সানি ও আজমতউল্লাহ ওমরজাই দুটি করে উইকেট নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত