২০২৪ জিম আফ্রো টি-টেনের ড্রাফটের আগেই দল পেয়ে যান রিশাদ হোসেন। এবারের টুর্নামেন্টে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খেলতে যাচ্ছেন এনামুল হক বিজয়ও। জিম্বাবুয়ের টি-টেন টুর্নামেন্টের ড্রাফট থেকে নেওয়া হয়েছে বিজয়কে। যে ফ্র্যাঞ্চাইজি বিজয়কে নিয়েছে, সেখানেই গতবার খেলেছিলেন তাসকিন আহমেদ।
জিম আফ্রো টি-টেনের ড্রাফট হয়েছে গত রাতে। বিজয়কে ড্রাফট থেকে নিয়েছে বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ড্রাফট থেকে নেওয়া খেলোয়াড়দের তালিকা আজ সকালে প্রকাশ করেছে। বিজয়ের পাশাপাশি বুলাওয়ে ব্রেভস ড্রাফটে নিয়েছে জিম্বাবুয়ের রিচার্ড এনগ্রাভা, ওয়েলিংটন মাসাকাদজা, শ্রীলঙ্কার আকিলা ধনাঞ্জয়া, ইংল্যান্ডের লরি ইভান্স—এসব টি-টোয়েন্টি তারকাদের। তাসকিন গত বছর খেলেছিলেন বুলাওয়ের হয়ে। তখন ফ্র্যাঞ্চাইজিটির নামের সঙ্গে জাগুয়ার্স শব্দটি ছিল না।
বিজয়ের বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স ড্রাফটের আগেই নিয়েছে ডেভিড ওয়ার্নার-কার্লোস ব্রাথওয়েটের মতো টি-টোয়েন্টি বিশেষজ্ঞদের। গত বছর জিম আফ্রো টি-টেনের প্রথম মৌসুমে পাঁচ দল নিয়ে খেলা হলেও এবার দ্বিতীয় মৌসুমে খেলবে ৬ দল। রিশাদকে নিয়েছে হারারে বোল্টস। জিম আফ্রো টি–১০ লিগের দ্বিতীয় মৌসুম শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর। শেষ হবে ২৯ সেপ্টেম্বর। বুলাওয়ে ব্রেভস, হারারে বোল্টস, কেপ টাউন স্যাম্প আর্মি, ডারবান উলভস, জোবার্গ বাংলা টাইগার্স, নিউইয়র্ক স্ট্রাইকার্স লাগোস-এই ৬ ফ্র্যাঞ্চাইজি খেলবে টি-টেনে।
জিম আফ্রো টি-টেনের প্রথম মৌসুমেও খেলেছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার। মুশফিক খেলেছিলেন জোবার্গ বাফালোর হয়ে। টুর্নামেন্টের প্রথম মৌসুমের শিরোপা ডারবান কালান্দার্স জিতেছিল জোবার্গ বাফালোকে হারিয়ে।
২০২৪ জিম আফ্রো টি-টেনের ড্রাফটের আগেই দল পেয়ে যান রিশাদ হোসেন। এবারের টুর্নামেন্টে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খেলতে যাচ্ছেন এনামুল হক বিজয়ও। জিম্বাবুয়ের টি-টেন টুর্নামেন্টের ড্রাফট থেকে নেওয়া হয়েছে বিজয়কে। যে ফ্র্যাঞ্চাইজি বিজয়কে নিয়েছে, সেখানেই গতবার খেলেছিলেন তাসকিন আহমেদ।
জিম আফ্রো টি-টেনের ড্রাফট হয়েছে গত রাতে। বিজয়কে ড্রাফট থেকে নিয়েছে বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ড্রাফট থেকে নেওয়া খেলোয়াড়দের তালিকা আজ সকালে প্রকাশ করেছে। বিজয়ের পাশাপাশি বুলাওয়ে ব্রেভস ড্রাফটে নিয়েছে জিম্বাবুয়ের রিচার্ড এনগ্রাভা, ওয়েলিংটন মাসাকাদজা, শ্রীলঙ্কার আকিলা ধনাঞ্জয়া, ইংল্যান্ডের লরি ইভান্স—এসব টি-টোয়েন্টি তারকাদের। তাসকিন গত বছর খেলেছিলেন বুলাওয়ের হয়ে। তখন ফ্র্যাঞ্চাইজিটির নামের সঙ্গে জাগুয়ার্স শব্দটি ছিল না।
বিজয়ের বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স ড্রাফটের আগেই নিয়েছে ডেভিড ওয়ার্নার-কার্লোস ব্রাথওয়েটের মতো টি-টোয়েন্টি বিশেষজ্ঞদের। গত বছর জিম আফ্রো টি-টেনের প্রথম মৌসুমে পাঁচ দল নিয়ে খেলা হলেও এবার দ্বিতীয় মৌসুমে খেলবে ৬ দল। রিশাদকে নিয়েছে হারারে বোল্টস। জিম আফ্রো টি–১০ লিগের দ্বিতীয় মৌসুম শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর। শেষ হবে ২৯ সেপ্টেম্বর। বুলাওয়ে ব্রেভস, হারারে বোল্টস, কেপ টাউন স্যাম্প আর্মি, ডারবান উলভস, জোবার্গ বাংলা টাইগার্স, নিউইয়র্ক স্ট্রাইকার্স লাগোস-এই ৬ ফ্র্যাঞ্চাইজি খেলবে টি-টেনে।
জিম আফ্রো টি-টেনের প্রথম মৌসুমেও খেলেছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার। মুশফিক খেলেছিলেন জোবার্গ বাফালোর হয়ে। টুর্নামেন্টের প্রথম মৌসুমের শিরোপা ডারবান কালান্দার্স জিতেছিল জোবার্গ বাফালোকে হারিয়ে।
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে