Ajker Patrika

চাচা সুন্দরবনের বাঘ কোথায়, খুলনাকে হারিয়ে খালেদকে শরীফুল

ক্রীড়া ডেস্ক    
চিটাগং কিংসের রুদ্ধশ্বাস জয়ের পর এভাবেই মজায় মেতে ওঠেন শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদরা। ছবি: ফেসবুক
চিটাগং কিংসের রুদ্ধশ্বাস জয়ের পর এভাবেই মজায় মেতে ওঠেন শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদরা। ছবি: ফেসবুক

‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আমার হেনা কোথায়?’-সামাজিক মাধ্যমে বাপ্পারাজ অভিনীত প্রেমের সমাধি সিনেমার সংলাপটি গত কদিন ধরেই ভাইরাল। কোনো কিছু নিয়ে বিদ্রুপ করতে অনেকেই সংলাপটিকে সাজাচ্ছেন নিজের মতো করে। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) লেগেছে এর ছোঁয়া।

মিরপুরে গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে শেষ বলের রোমাঞ্চে জয় পেয়েছে চিটাগং কিংস। রুদ্ধশ্বাস জয়ের পর চিটাগংয়ের ড্রেসিংরুমে খুশির আবহ। মজা করতে গিয়ে শরীফুল ইসলাম প্রেমের সমাধি সিনেমার বহু পুরনো সংলাপটি নিজের মতো করে বানিয়ে নিলেন। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে ম্যাচ শেষে ১০ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেছে চিটাগং কিংস। সৈয়দ খালেদ আহমেদকে শরীফুল প্রশ্ন করলেন, ‘খালেদ ভাই, খালেদ ভাই। সুন্দরবন এত ফাঁকা কেন? আর বাঘ কোথায়?’ উত্তরে খালেদ বললেন, ‘সিংহ সব বাঘ খেয়ে ফেলেছে।’ এই উত্তর শোনার পর সবাই একসঙ্গে বলে উঠলেন, ‘আমি বিশ্বাস করি না।’

‘বনে রাজা একটাই’ ক্যাপশনে ছবিটি পোস্ট করেছে চিটাগং কিংস। ছবি: ফেসবুক
‘বনে রাজা একটাই’ ক্যাপশনে ছবিটি পোস্ট করেছে চিটাগং কিংস। ছবি: ফেসবুক

সুন্দরবনের বাঘের প্রসঙ্গ শরীফুল কেন আনলেন, সেটা বুঝতে কারও বাকি থাকে না। কারণ, চিটাগং কিংসের প্রতিপক্ষ ছিল খুলনা টাইগার্স। আর খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন অবস্থিত। আর খালেদ সিংহের প্রসঙ্গ এনেছেন চিটাগং কিংসের লোগোতে সিংহ থাকার কারণে। ভিডিও ছাড়াও নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ‘বনে রাজা একটাই’ ক্যাপশনে একটি ছবি পোস্ট করেছে চিটাগং। সেই ছবিতে দেখা যাচ্ছে, সিংহের মাথায় মুকুট। সেই সিংহের হাতে খাঁচায় বন্দী বাঘ।

খুলনা টাইগার্সের দেওয়া ১৬৪ রানের লক্ষ্যে নেমে চিটাগং কিংসের জয় একটা পর্যায়ে সময়ের ব্যাপার মনে হচ্ছিল। তবে ম্যাচের ভোল পাল্টাতে শুরু করে হঠাৎ করে। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ বলে ৪ রানের সমীকরণ দাঁড়ায় চিটাগংয়ের সামনে। মুশফিক হাসানকে চার মেরে রুদ্ধশ্বাস জয় এনে দেওয়ার পরই চিটাগং কিংসের ডাগআউটে উদযাপন শুরু। এমনকি মিরপুর স্টেডিয়ামের সীমানার ধারে বিজ্ঞাপন বোর্ডে লেখা উঠেছে, ‘২০২৫ বিপিএলের চ্যাম্পিয়ন চিটাগং কিংস।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত