এর চেয়ে বড় চমক বোধহয় আর কিছুই হয় না! ভারতের জাতীয় দলে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি। তবে খেলোয়াড় হিসেবে নয়; পরামর্শকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ।
আজ রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্বকাপে উত্তরসূরিদের মেন্টরের দায়িত্ব পালন করবেন ভারতকে সম্ভাব্য সব শিরোপা এনে দেওয়া ধোনি।
সাবেক অধিনায়কের মতো চমক হয়ে এসেছেন রবিচন্দ্রন অশ্বিনও। অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে ৪ বছর পর এই অফ স্পিনারকে দলে ফেরানো হয়েছে।
বিশ্বকাপে ভারতকে যথারীতি নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। তাঁর ডেপুটি থাকছেন রোহিত শর্মা। দলে রয়েছেন ঋশভ পন্তসহ ৩ জন উইকেটরক্ষক। বাকিরা হলেন ঈশান কিশান, লোকেশ রাহুল।
তবে জায়গা হয়নি ‘স্পিন টুইন’ হিসেবে পরিচিতি পাওয়া যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবের। একমাত্র লেগ স্পিনার হিসেবে আছেন স্থগিত আইপিএল ও শ্রীলঙ্কা সফরে দারুণ পারফর্ম করা রাহুল চাহার।
সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন বিবেচনায় পেসার রাখা হয়েছে মাত্র ৩ জন। আর অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা।
ভারতের স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), ঈশান কিশান, বরুণ চক্রবর্তী, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, অক্ষর প্যাটেল, রাহুল চাহার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি ও সূর্যকুমার যাদব।
স্ট্যান্ড বাই: শ্রেয়াস আয়ার, দীপক চাহার ও শার্দুল ঠাকুর।
এর চেয়ে বড় চমক বোধহয় আর কিছুই হয় না! ভারতের জাতীয় দলে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি। তবে খেলোয়াড় হিসেবে নয়; পরামর্শকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ।
আজ রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্বকাপে উত্তরসূরিদের মেন্টরের দায়িত্ব পালন করবেন ভারতকে সম্ভাব্য সব শিরোপা এনে দেওয়া ধোনি।
সাবেক অধিনায়কের মতো চমক হয়ে এসেছেন রবিচন্দ্রন অশ্বিনও। অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে ৪ বছর পর এই অফ স্পিনারকে দলে ফেরানো হয়েছে।
বিশ্বকাপে ভারতকে যথারীতি নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। তাঁর ডেপুটি থাকছেন রোহিত শর্মা। দলে রয়েছেন ঋশভ পন্তসহ ৩ জন উইকেটরক্ষক। বাকিরা হলেন ঈশান কিশান, লোকেশ রাহুল।
তবে জায়গা হয়নি ‘স্পিন টুইন’ হিসেবে পরিচিতি পাওয়া যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবের। একমাত্র লেগ স্পিনার হিসেবে আছেন স্থগিত আইপিএল ও শ্রীলঙ্কা সফরে দারুণ পারফর্ম করা রাহুল চাহার।
সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন বিবেচনায় পেসার রাখা হয়েছে মাত্র ৩ জন। আর অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা।
ভারতের স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), ঈশান কিশান, বরুণ চক্রবর্তী, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, অক্ষর প্যাটেল, রাহুল চাহার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি ও সূর্যকুমার যাদব।
স্ট্যান্ড বাই: শ্রেয়াস আয়ার, দীপক চাহার ও শার্দুল ঠাকুর।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১২ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১৩ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১৫ ঘণ্টা আগে