ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসে রীতিমতো রাজ করছেন তানজিম হাসান সাকিব। এবারের বিশ্বকাপে গতির ঝড় ও নিখুঁত লাইন–লেংথে ব্যাটারদের বেশ ভোগাচ্ছেন তানজিম সাকিব। বাংলাদেশের তরুণ পেসার যেন সাকিব আল হাসানের রেকর্ডকেও হুমকির মুখে ফেলে দিয়েছেন।
গ্রুপ পর্বে ৪ ম্যাচে ৩ ম্যাচ জিতে বাংলাদেশ উঠেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে। বাংলাদেশের পরের রাউন্ডে ওঠায় যে সামনে থেকেই ‘নেতৃত্ব’ দিচ্ছেন তানজিম সাকিব। ৪ ম্যাচে ৪.৮০ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট। প্রতিপক্ষের টপ অর্ডার ব্যাটারদের যেন যম বনে গেছেন তিনি। যেভাবে পাগলা ঘোড়ার মতো ছুটছেন তানজিম সাকিব, তাতে সিনিয়র সাকিবের রেকর্ড ভেঙে যাওয়া কেবল সময়ের ব্যাপার মাত্র। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব ৬ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। যা বাংলাদেশের বোলারদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট। বাংলাদেশ এবার সেমিতে না উঠতে পারলেও কমপক্ষে ৩ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। তানজিম সাকিবকে একাদশ থেকে এখন নিশ্চয়ই বাদ দিতে চাইবে না বাংলাদেশ। এই ৩ ম্যাচে একাদশে থেকে যদি ৩ উইকেট তানজিম সাকিব না পান, সেটা হবে অত্যন্ত আশ্চর্যের ব্যাপার। ২১, ২২ ও ২৫ জুন সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান।
তানজিম সাকিবের সমান ৯ উইকেট মোস্তাফিজুর রহমান নিয়েছেন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ভারতে অনুষ্ঠিত ৮ বছর আগে বিশ্বকাপে মোস্তাফিজ ৩ ম্যাচ খেলেই নেন ৯ উইকেট। কলকাতার ইডেন গার্ডেনসে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ২২ রানে নেন ৫ উইকেট। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে বাংলাদেশের সেরা বোলিং। মোস্তাফিজের পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে দ্বিতীয় সেরা বোলিং তানজিম সাকিবের। এবার নেপালের বিপক্ষে ৪ ওভারে ৭ রানে নেন ৪ উইকেট।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে উইকেট সংখ্যায় বাংলাদেশের সেরা পাঁচে আছেন সাকিব দুবার। ২০১৬ বিশ্বকাপে বাংলাদেশের তারকা অলরাউন্ডার নেন ১০ উইকেট। এবারের বিশ্বকাপে অবশ্য নিয়মিত উইকেটের দেখা পাচ্ছেন না তিনি। ৪ ম্যাচে নিয়েছেন ২ উইকেট। সুপার এইটে সাকিবকে হাতছানি দিচ্ছে জোড়া মাইলফলক। ২ উইকেট নিলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় বোলার হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন। ১৬৪ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি টিম সাউদি। সাউদির নিউজিল্যান্ড এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে। ১৫০ উইকেট নেওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে উইকেটের ফিফটি পূর্ণ করবেন সাকিব। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে সাকিব এখনো পর্যন্ত নিয়েছেন ৪৮ উইকেট।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার
উইকেট ইকোনমি ম্যাচ সাল
সাকিব আল হাসান ১১ ৫.৫৯ ৬ ২০২১
আল আমিন হোসেন ১০ ৭.৩৩ ৭ ২০১৪
সাকিব আল হাসান ১০ ৭.২১ ৭ ২০১৬
মোস্তাফিজুর রহমান ৯ ৭.১৬ ৩ ২০১৬
তানজিম হাসান সাকিব* ৯ ৪.৮০ ৪ ২০২৪
২০২৪ এর ১৭ জুন বাংলাদেশ-নেপাল ম্যাচ পর্যন্ত
ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসে রীতিমতো রাজ করছেন তানজিম হাসান সাকিব। এবারের বিশ্বকাপে গতির ঝড় ও নিখুঁত লাইন–লেংথে ব্যাটারদের বেশ ভোগাচ্ছেন তানজিম সাকিব। বাংলাদেশের তরুণ পেসার যেন সাকিব আল হাসানের রেকর্ডকেও হুমকির মুখে ফেলে দিয়েছেন।
গ্রুপ পর্বে ৪ ম্যাচে ৩ ম্যাচ জিতে বাংলাদেশ উঠেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে। বাংলাদেশের পরের রাউন্ডে ওঠায় যে সামনে থেকেই ‘নেতৃত্ব’ দিচ্ছেন তানজিম সাকিব। ৪ ম্যাচে ৪.৮০ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট। প্রতিপক্ষের টপ অর্ডার ব্যাটারদের যেন যম বনে গেছেন তিনি। যেভাবে পাগলা ঘোড়ার মতো ছুটছেন তানজিম সাকিব, তাতে সিনিয়র সাকিবের রেকর্ড ভেঙে যাওয়া কেবল সময়ের ব্যাপার মাত্র। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব ৬ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। যা বাংলাদেশের বোলারদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট। বাংলাদেশ এবার সেমিতে না উঠতে পারলেও কমপক্ষে ৩ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। তানজিম সাকিবকে একাদশ থেকে এখন নিশ্চয়ই বাদ দিতে চাইবে না বাংলাদেশ। এই ৩ ম্যাচে একাদশে থেকে যদি ৩ উইকেট তানজিম সাকিব না পান, সেটা হবে অত্যন্ত আশ্চর্যের ব্যাপার। ২১, ২২ ও ২৫ জুন সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান।
তানজিম সাকিবের সমান ৯ উইকেট মোস্তাফিজুর রহমান নিয়েছেন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ভারতে অনুষ্ঠিত ৮ বছর আগে বিশ্বকাপে মোস্তাফিজ ৩ ম্যাচ খেলেই নেন ৯ উইকেট। কলকাতার ইডেন গার্ডেনসে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ২২ রানে নেন ৫ উইকেট। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে বাংলাদেশের সেরা বোলিং। মোস্তাফিজের পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে দ্বিতীয় সেরা বোলিং তানজিম সাকিবের। এবার নেপালের বিপক্ষে ৪ ওভারে ৭ রানে নেন ৪ উইকেট।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে উইকেট সংখ্যায় বাংলাদেশের সেরা পাঁচে আছেন সাকিব দুবার। ২০১৬ বিশ্বকাপে বাংলাদেশের তারকা অলরাউন্ডার নেন ১০ উইকেট। এবারের বিশ্বকাপে অবশ্য নিয়মিত উইকেটের দেখা পাচ্ছেন না তিনি। ৪ ম্যাচে নিয়েছেন ২ উইকেট। সুপার এইটে সাকিবকে হাতছানি দিচ্ছে জোড়া মাইলফলক। ২ উইকেট নিলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় বোলার হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন। ১৬৪ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি টিম সাউদি। সাউদির নিউজিল্যান্ড এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে। ১৫০ উইকেট নেওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে উইকেটের ফিফটি পূর্ণ করবেন সাকিব। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে সাকিব এখনো পর্যন্ত নিয়েছেন ৪৮ উইকেট।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার
উইকেট ইকোনমি ম্যাচ সাল
সাকিব আল হাসান ১১ ৫.৫৯ ৬ ২০২১
আল আমিন হোসেন ১০ ৭.৩৩ ৭ ২০১৪
সাকিব আল হাসান ১০ ৭.২১ ৭ ২০১৬
মোস্তাফিজুর রহমান ৯ ৭.১৬ ৩ ২০১৬
তানজিম হাসান সাকিব* ৯ ৪.৮০ ৪ ২০২৪
২০২৪ এর ১৭ জুন বাংলাদেশ-নেপাল ম্যাচ পর্যন্ত
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
৬ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
৭ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১১ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১১ ঘণ্টা আগে