Ajker Patrika

কোটি টাকা পকেটে থাকলেই দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোটি টাকা পকেটে থাকলেই দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ!

স্টেডিয়ামের ভালো আসনে বসে টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াই দেখতে কার না ইচ্ছা হয়! কিন্তু এবার কোটিপতি হওয়া ছাড়া খেলা দেখার উপায় নেই। আইসিসির নির্ধারিত টিকিটের দাম তেমন কিছুই বলছে।

বিশ্বকাপের সহ-আয়োজক সংযুক্ত আরব আমিরাত দুই ধরনের বিশেষ স্যুইটের ব্যবস্থা করেছে। উইকেট বরাবর রয়্যাল বক্সের দুই পাশে ২০ আসনের ভিআইপি স্যুইট এবং ১০ আসনের করপোরেট স্যুইট থাকছে। ভিআইপি স্যুইটের টিকিটের দাম রাখা হয়েছে ১৬ লাখ ৬৫ হাজার দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যার দাম ৩ কোটি ৮৬ লাখ টাকা। অর্থাৎ প্রতিটি আসনের দাম ১৯ লাখ ৩০ হাজার টাকা। অবশ্য এই টিকিট কিনলে এক সঙ্গে মোট ১৩টি ম্যাচ দেখা যাবে। সেই হিসেবে এক একটি ম্যাচের জন্য খরচ পড়বে ১ লাখ ৪৮ হাজার ৪৬১ টাকা।

এই টিকিটে যে ১৩টি ম্যাচ দেখা যাবে, তার মধ্যে রয়েছে ভারত-পাকিস্তানসহ দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ। আর করপোরেট স্যুইটের টিকিটের দাম ৬ লাখ ৯০ হাজার দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যার দাম ১ কোটি ৬০ লাখ টাকা। এখানেও এক টিকিটে ১৩টি ম্যাচ দেখার সুযোগ রেখেছে আইসিসি।

অবশ্য শুধু খেলা দেখা নয়, দুই স্যুইটের ক্ষেত্রেই থাকছে খাওয়া-দাওয়ার এলাহী আয়োজন। তাহলে পকেটে কোটি টাকার বন্দোবস্ত যাদের আছে, তাদের আর দেরি কেন? স্টেডিয়ামের সেরা জায়গায় বসে খেলা দেখার এই সুযোগ লুফে নিতেই পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত