Ajker Patrika

ডাকেটের সেঞ্চুরিতে চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের রেকর্ড

ক্রীড়া ডেস্ক    
১৬৫ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন বেন ডাকেট। ছবি: এএফপি
১৬৫ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন বেন ডাকেট। ছবি: এএফপি

লাহোরে হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের ইতিহাস গড়ল ইংল্যান্ড। বেন ডাকেটের ক্যারিয়ারসেরা ইনিংসের সৌজন্যে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ৩৫১ রান তুলেছে তারা। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে/সর্বোচ্চ স্কোরও এটি। এত দিন সর্বোচ্চ দলীয় স্কোর ছিল ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিউজিল্যান্ডের করা ৩৪৭।

ওপেনিংয়ে নেমে ৪৮ তম ওভারে ফেরার আগে ডাকেট খেলেছেন ১৬৫ রানের অসাধারণ এক ইনিংস। চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসও এটি। এ বাঁহাতি ওপেনার পেছনে ফেলেছেন কিউইদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়া সেই ম্যাচে নাথান অ্যাস্টলের করা অপরাজিত ১৪৫।

গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং অর্ডারের বিপক্ষে অস্ট্রেলিয়ার নবীন পেস বোলিং আক্রমণ। শুরুতেই অবশ্য ইংলিশদের ভিত কিছুটা নাড়িয়ে দিয়েছিলেন বেন ডারশুইস। দ্বিতীয় ওভারেই ফেরান তেতে ওঠা ফিল সল্টকে। প্রথম ওভারে ১টি করে ছক্কা ও চার মেরে ৬ বলে ১০ রানে আউট হন এই ওপেনার।

ক্যারিয়ারের প্রথমবার ওয়ানডাউনে নেমে সুবিধা করতে পারেননি জেমি স্মিথ (১৫)। দলীয় ৪৩ রানে তাঁকেও ফেরান ডারশুইস। তৃতীয় উইকেটেই গতিপথ বদলে যেন জো রুট ও ডাকেট। ১৫৫ বলে গড়েন ১৫৮ রানের অসাধারণ এক জুটি। দলের ২০১ রানে ফেরেন রুট। ৭৮ বলে খেলেছেন ৬৮ রানের কার্যকর এক ইনিংস। বিপরীত দাপুটে ব্যাটিংয়ে তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন ডাকেট।

পরের ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলেও কার্যকর ভূমিকা রেখেছেন জস বাটলার (২৩) ও জফরা আর্চার (১০ বলে ২১)। ৪৮ তম ওভারে মার্নাস লাবুশেনের সোজাসুজি স্লোয়ার এক ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ডাকেট। ১৪৩ বলে ফিরেছেন ১৬৫ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলে। মরেছেন ১৭টি চার ও ৩টি ছক্কা। অস্ট্রেলিয়ার ডারশুইস ৩ টি, অ্যাডাম জাম্পা ও লাবুশেন ২টি করে উইকেট নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত