টেস্টটা জিততে হলে চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৩৪৮ রানের লক্ষ্য পাড়ি দিতে হতো। লক্ষ্যটা দেওয়ার পর শ্রীলঙ্কার জেতা নিয়ে যদি কোনো অনিশ্চয়তা থাকে সেটাও নিভে যায় নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮ রানের মধ্যে উইন্ডিজ ৬ উইকেট হারিয়ে ফেলায়। ১৮৭ রানের জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের শুরুটা তাই দারুণ হলো শ্রীলঙ্কার।
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯১ তুলে ইনিংস ঘোষণা করে দেন দিমুথ করুণারত্নে। দ্বিতীয় ইনিংসেও দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান আসে এই শ্রীলঙ্কান অধিনায়কের ব্যাট থেকে। দারুণ এক ইনিংস খেলেন অ্যাঞ্জেলো ম্যাথুসও। সাবেক এই শ্রীলঙ্কান অধিনায়কের ব্যাট থেকে আসে অপরাজিত ৬৯ রান। ৩৪৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানেই ৬ উইকেট হারিয়ে সেখানেই এক প্রকার ম্যাচ হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ।
শ্রীলঙ্কার জয়ে বিঘ্ন ঘটিয়েছেন জশুয়া ডি সিলভা আর এনক্রুমা বনার। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে দলের হার ঠেকাতে না পারলেও দুজনই পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেছেন। ৫৪ রান করে উইকেট কিপার ব্যাটার জশুয়া লাসিদ এমদোলনিয়ার বলে আউট হয়ে গেলেও ৬৮ রানে অপরাজিত থাকেন বনার। ১৮৭ রানের বড় জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। দুই ইনিংসেই দারুণ দুটি ইনিংস খেলায় ম্যাচসেরা হন শ্রীলঙ্কান অধিনায়ক করুণারত্নে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩৮৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ১৪৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন করুণারত্নে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫ উইকেট নেন অফ স্পিনার রোস্টন চেজ। শ্রীলঙ্কান বোলারদের বোলিং তোপে ১৫৬ রানে পিছিয়ে প্রথম ইনিংসে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার প্রাভিন জয়াবিক্রমা। তিন উইকেট নেন রমেশ মেন্ডিস।
টেস্টটা জিততে হলে চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৩৪৮ রানের লক্ষ্য পাড়ি দিতে হতো। লক্ষ্যটা দেওয়ার পর শ্রীলঙ্কার জেতা নিয়ে যদি কোনো অনিশ্চয়তা থাকে সেটাও নিভে যায় নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮ রানের মধ্যে উইন্ডিজ ৬ উইকেট হারিয়ে ফেলায়। ১৮৭ রানের জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের শুরুটা তাই দারুণ হলো শ্রীলঙ্কার।
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯১ তুলে ইনিংস ঘোষণা করে দেন দিমুথ করুণারত্নে। দ্বিতীয় ইনিংসেও দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান আসে এই শ্রীলঙ্কান অধিনায়কের ব্যাট থেকে। দারুণ এক ইনিংস খেলেন অ্যাঞ্জেলো ম্যাথুসও। সাবেক এই শ্রীলঙ্কান অধিনায়কের ব্যাট থেকে আসে অপরাজিত ৬৯ রান। ৩৪৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানেই ৬ উইকেট হারিয়ে সেখানেই এক প্রকার ম্যাচ হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ।
শ্রীলঙ্কার জয়ে বিঘ্ন ঘটিয়েছেন জশুয়া ডি সিলভা আর এনক্রুমা বনার। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে দলের হার ঠেকাতে না পারলেও দুজনই পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেছেন। ৫৪ রান করে উইকেট কিপার ব্যাটার জশুয়া লাসিদ এমদোলনিয়ার বলে আউট হয়ে গেলেও ৬৮ রানে অপরাজিত থাকেন বনার। ১৮৭ রানের বড় জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। দুই ইনিংসেই দারুণ দুটি ইনিংস খেলায় ম্যাচসেরা হন শ্রীলঙ্কান অধিনায়ক করুণারত্নে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩৮৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ১৪৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন করুণারত্নে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫ উইকেট নেন অফ স্পিনার রোস্টন চেজ। শ্রীলঙ্কান বোলারদের বোলিং তোপে ১৫৬ রানে পিছিয়ে প্রথম ইনিংসে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার প্রাভিন জয়াবিক্রমা। তিন উইকেট নেন রমেশ মেন্ডিস।
২০২৫ আইপিএলের শুরুটা ভালো না হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের মুম্বাই। আজ তারা খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টায় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরু হবে রাজস্থান-মুম্বাই ম্যাচ।
৪৩ মিনিট আগে২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
১ ঘণ্টা আগেচেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
২ ঘণ্টা আগেসিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
৩ ঘণ্টা আগে