Ajker Patrika

বিশ্বকাপে খেলবেন ভেবে সাকিবের সঙ্গে বিজ্ঞাপনটা করেছিলেন তামিম

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১২: ১২
বিশ্বকাপে খেলবেন ভেবে সাকিবের সঙ্গে বিজ্ঞাপনটা করেছিলেন তামিম

২০২৩ বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট দলে শুরু হয়ে যায় টালমাটাল অবস্থা। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বিশ্বকাপ দলে তামিম ইকবালের না থাকা নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। এরপর হতশ্রী পারফরম্যান্সে এবারের বিশ্বকাপ থেকে সবার আগেই ছিটকে গেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে আজ ম্যাচটি হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়ার। এই ম্যাচের আগে পুরোনো কথাই যেন নতুন করে মনে করালেন তামিম ইকবাল। 

বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে দেশের একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের হয়ে বিজ্ঞাপন করেন সাকিব আর তামিম। গত ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণার পরই আবারও প্রকাশ্যে আসে সাকিব-তামিমের দ্বন্দ্ব, যেখানে সাকিবের নেতৃত্বাধীন বিশ্বকাপ দলে জায়গা হয়নি তামিমের। ঠিক এই ডামাডোলের মধ্যেই হয়েছিল সাকিব-তামিমের অনলাইন ব্যাংকিংয়ের বিজ্ঞাপন। সেখানে দুজনের ‘সন্ধির’ গল্প উঠে এসেছে। সেখানে সাকিব-তামিম বলছেন, ‘বাংলাদেশের জন্য আরেকবার হয়ে যাক...।’ তামিম কাল দাবি করলেন, বিশ্বকাপে তিনি খেললে এটির (অনলাইন ব্যাংকিংয়ের বিজ্ঞাপন) অর্থ অন্যরকমই হতো। অনলাইনে এক পণ্য বিক্রির বিজ্ঞাপনী অনুষ্ঠানে বাংলাদেশের বাঁহাতি ওপেনার বলেছেন, ‘আমার এবারের বিশ্বকাপে খেলার কথা ছিল। যদি খেলতে পারতাম, তাহলে এটির অর্থ অন্যরকমই হতো। তবে দুর্ভাগ্যজনকভাবে আমি খেলতে পারিনি।’ 

বিজ্ঞাপনের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, ড্রেসিংরুমের এই গল্পের শুটিং হয়েছে গত ২৪ সেপ্টেম্বর। বিশ্বকাপ দল ঘোষণা করার ঠিক দুই দিন আগে। অবশ্য এটা সবারই জানা, ২৪ সেপ্টেম্বর পর্যন্তও সব ঠিক ছিল। ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপ দল ঘোষণার পরই এলোমেলো হয়ে গেছে পুরো চিত্র। বিরাট ঝড় বয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটের ওপর দিয়ে। তামিম এক ভিডিও বার্তায় বোমা ফাটান। সাকিব আরেক সাক্ষাৎকারে বিস্ফোরক সব মন্তব্য করেন তামিমকে নিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত