Ajker Patrika

সাকিবদের সাবেক গুরু এবার আফগান ডেরায় 

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ৩০
সাকিবদের সাবেক গুরু এবার আফগান ডেরায় 

তিন ওয়ানডে আর দুই টি-টোয়েন্টি খেলতে আগেই বাংলাদেশে এসেছে আফগানিস্তান। দলে একটা অপূর্ণতা নিয়ে এসেছিল তারা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে কোচ ছাড়া আছে আফগানরা। বিশ্বকাপের পর কোচের দায়িত্ব ছাড়েন ল্যান্স ক্লুজনার। ফাঁকা থাকা পদে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে স্টুয়ার্ট ল’কে নিয়োগ দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। 
 
দায়িত্ব নিতে এরই মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন ল। ৫৩ বছর বয়সী এই ইংলিশ কোচকে নিয়োগ দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে এসিবি। ল’য়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা অবশ্য বেশ পুরোনো। ২০১১ বিশ্বকাপের পর বাংলাদেশ দলের কোচ হিসেবে কাজ করেছিলেন তিনি। তবে স্থায়িত্বটা বেশি দূর গড়ায়নি, মাত্র নয় মাস কাজ করেছিলেন ল। 

সাকিব আল হাসান-তামিম ইকবালদের কোচ হিসেবে সময়টা খারাপ কাটেনি ল’র। তাঁর কোচিং সময়ই প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। যদিও ফাইনালের শেষটা হয়েছিল হৃদয়বিদারক। পাকিস্তানের কাছে ২ রানে অশ্রুসিক্ত নয়নে মাঠ ছেড়েছিলেন সাকিব-মুশফিকেরা। এবার সেই ল থাকবেন প্রতিপক্ষের ডাগআউটে। চক কষবেন প্রিয় ছাত্রদের ঠেকাতে। 

২০১৩ সালে কুইন্সল্যান্ড বুলস ও ব্রিসবেন হিটের প্রধান কোচের দায়িত্বেও ছিলেন ল। ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে কাজ করেন। এরপর দুই বছরের চুক্তিতে তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রধান কোচ হন। 

এদিকে সিলেটে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প শেষে চট্টগ্রামে পৌঁছেছে আফগানরা। সেখানেই হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ওয়ানডে। পরের দুই ওয়ানডে হবে ২৫ ও ২৮ তারিখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত