Ajker Patrika

মাহমুদউল্লাহকে বাদ আর শান্তর ঢোকার ব্যাখ্যা দিলেন নান্নু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৭: ০৮
মাহমুদউল্লাহকে বাদ আর শান্তর ঢোকার ব্যাখ্যা দিলেন নান্নু

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত দুই বছর নিজের সেরা ছন্দে নেই এই অভিজ্ঞ ক্রিকেটার। তাঁকে নিয়ে আলোচনা চলছিল বেশ জোরেশোরেই। শেষ পর্যন্ত ১৫ সদস্যের দল থেকে বাদই পড়লেন মাহমুদউল্লাহ। 

মাহমুদউল্লাহর বাদ পড়ার ব্যাখ্যয় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে। অনেক ম্যাচ জিতিয়েছে আমাদের। আমাদের নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট এসেছে, ওরা একটা পরিকল্পনা আমাদের দিয়েছে। আগামী এক বছরের জন্য সেই পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। টিম ম্যানেজম্যান্টের সবার সম্মতিক্রমে রিয়াদকে বাদ দেওয়া হয়েছে।’ 

মাহমুদউল্লাহ সর্বশেষ এশিয়া কাপের দলে থাকলেও ছিলেন না নাজমুল হোসেন শান্ত। তবে বিকল্প ওপেনার হিসেবে শান্তকে দলে রেখেছেন নির্বাচকেরা। যদিও ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়ে কিছুই করতে পারেননি এই টপ অর্ডার ব্যাটার। 

শান্তকে দলে অন্তর্ভুক্ত করার ব্যাখ্যায় নান্নু বলেন, ‘তাকে আমরা বিকল্প ওপেনার হিসেবে বিবেচনা করেছি। আপনি যদি ওর ঘরোয়া রেকর্ড দেখেন, বিশেষ করে সর্বশেষ বিপিএল, খুব একটা খারাপ না ওর রেকর্ড।’ 

খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত