নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বকাপে বলতে গেলে ভরাডুবিই হয়েছে বাংলাদেশের। সুপার টুয়েলভে একটা ম্যাচও জিততে পারেনি মাহমুদউল্লাহর দল। প্রত্যাশার বেলুনটা এভাবে ফুটো হয়ে যাবে মানতে পারছেন না দর্শক, ভাবতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বিশ্বকাপ ব্যর্থতা থেকে উত্তরণে দ্রুত করণীয় ঠিক করতে এর মধ্যেই কাজ শুরুও করেছে বোর্ড। বোর্ডের ভাবনায় আছে টি-টোয়েন্টি সংস্করণের জন্য পৃথক একটি দল গঠনের দিকেও।
বিশ্বকাপে ব্যর্থতার পর অনেকগুলো পরিবর্তন আসছে। ‘টিম ডিরেক্টর’ হিসেবে নতুন পদ সৃষ্টি করে দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনকে। সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে যুক্ত করতে চাইছে মোহাম্মদ সালাউদ্দিনকেও।
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে আজ সকালে পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি দলে ডাকের অপেক্ষায় থাকা সাত ক্রিকেটার নিয়ে কাজ করেন সুজন। প্রায় তিন ঘণ্টা ধরে সুজনের সঙ্গে একাডেমি মাঠ ও ইনডোরে অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম রাব্বি ও তরুণ বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। এ সময় সালাউদ্দিনও আসেন সেখানে। তিনি কিছু দূরে বসে ক্রিকেটারদের অনুশীলন পরখ করেন।
পরে সংবাদমাধ্যমের সামনে কথা বলেন সুজন। অনুশীলনে কোন বিষয়টি গুরুত্ব পেয়েছে জানিয়ে বলেন, ‘নির্বাচকেরা দেখতে চেয়েছেন (নতুনদের), সামনে যেহেতু খেলা আছে পাকিস্তানের সঙ্গে। কোচরাও কেউ নেই, কাজ করার ব্যাপারটা ছিল ওদের সঙ্গে। যেহেতু টি–টোয়েন্টি খেলা সামনে, এটা মাথায় নিয়েই তো খেলতে হবে। অনুশীলন করতে হবে। ওই রকমই অনুশীলন করানোর চেষ্টা করেছি।’
সামনে অনেকগুলো পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সুজন। বলেছেন, ‘পরিবর্তন অবশ্যই হবে। পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। হয়তো জানুয়ারিতে একটা পরিবর্তন আসবে। তবে এই সিরিজটা যেহেতু কাছে, খুব বড় কিছু পরিবর্তন হবে তা না, আমাদের দলটা সেট করা আছে, টেস্টেও আমাদের একটা ভালো টিম সেট করা আছে। তরুণ ছেলেদের টি-টোয়েন্টি সংস্করণে যুক্ত করার পরিকল্পনা আছে। যেহেতু এই সংস্করণে আমরা ভালো খেলছি না। আমি বলছি না যে এই ছেলেরা (তরুণেরা) খেললেই বাংলাদেশ জিতবে। কিন্তু ছেলেদের তৈরি করাটা বড় ব্যাপার। পর্যায়ক্রমে করতে হবে। তবে সেটা সময় সাপেক্ষ।’
বিশ্বকাপে বলতে গেলে ভরাডুবিই হয়েছে বাংলাদেশের। সুপার টুয়েলভে একটা ম্যাচও জিততে পারেনি মাহমুদউল্লাহর দল। প্রত্যাশার বেলুনটা এভাবে ফুটো হয়ে যাবে মানতে পারছেন না দর্শক, ভাবতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বিশ্বকাপ ব্যর্থতা থেকে উত্তরণে দ্রুত করণীয় ঠিক করতে এর মধ্যেই কাজ শুরুও করেছে বোর্ড। বোর্ডের ভাবনায় আছে টি-টোয়েন্টি সংস্করণের জন্য পৃথক একটি দল গঠনের দিকেও।
বিশ্বকাপে ব্যর্থতার পর অনেকগুলো পরিবর্তন আসছে। ‘টিম ডিরেক্টর’ হিসেবে নতুন পদ সৃষ্টি করে দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনকে। সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে যুক্ত করতে চাইছে মোহাম্মদ সালাউদ্দিনকেও।
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে আজ সকালে পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি দলে ডাকের অপেক্ষায় থাকা সাত ক্রিকেটার নিয়ে কাজ করেন সুজন। প্রায় তিন ঘণ্টা ধরে সুজনের সঙ্গে একাডেমি মাঠ ও ইনডোরে অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম রাব্বি ও তরুণ বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। এ সময় সালাউদ্দিনও আসেন সেখানে। তিনি কিছু দূরে বসে ক্রিকেটারদের অনুশীলন পরখ করেন।
পরে সংবাদমাধ্যমের সামনে কথা বলেন সুজন। অনুশীলনে কোন বিষয়টি গুরুত্ব পেয়েছে জানিয়ে বলেন, ‘নির্বাচকেরা দেখতে চেয়েছেন (নতুনদের), সামনে যেহেতু খেলা আছে পাকিস্তানের সঙ্গে। কোচরাও কেউ নেই, কাজ করার ব্যাপারটা ছিল ওদের সঙ্গে। যেহেতু টি–টোয়েন্টি খেলা সামনে, এটা মাথায় নিয়েই তো খেলতে হবে। অনুশীলন করতে হবে। ওই রকমই অনুশীলন করানোর চেষ্টা করেছি।’
সামনে অনেকগুলো পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সুজন। বলেছেন, ‘পরিবর্তন অবশ্যই হবে। পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। হয়তো জানুয়ারিতে একটা পরিবর্তন আসবে। তবে এই সিরিজটা যেহেতু কাছে, খুব বড় কিছু পরিবর্তন হবে তা না, আমাদের দলটা সেট করা আছে, টেস্টেও আমাদের একটা ভালো টিম সেট করা আছে। তরুণ ছেলেদের টি-টোয়েন্টি সংস্করণে যুক্ত করার পরিকল্পনা আছে। যেহেতু এই সংস্করণে আমরা ভালো খেলছি না। আমি বলছি না যে এই ছেলেরা (তরুণেরা) খেললেই বাংলাদেশ জিতবে। কিন্তু ছেলেদের তৈরি করাটা বড় ব্যাপার। পর্যায়ক্রমে করতে হবে। তবে সেটা সময় সাপেক্ষ।’
টানা আট দিনের স্কিল ও ফিটনেস অনুশীলন শেষে আজ সকালে দুবাই যাচ্ছে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ সকাল ১০টায় ক্রিকেটার ও কোচদের সবচেয়ে বড় বহরটা রওনা দেবে। বাকিরা যাবেন সন্ধ্যায়। অধিনায়ক লিটন দাস, সৌম্য সরকার ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন যাব
৩১ মিনিট আগেপ্রতিযোগিতামূলক ফুটবলে এখন পর্যন্ত ৮০০-এর বেশি গোল করেছেন লিওনেল মেসি। সংখ্যাটা কত, সেটা গুনতে গুনতে সময় পেরিয়ে যাবে মেসির। তার চেয়েও বড় কঠিন কাজ সেরা গোল বেছে নেওয়া। এবার সেটাই করতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নশিপের প্লে-অফের ফাইনালের টিকিট আগে কেটেছিল শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরীর শেফিল্ডের প্রতিপক্ষ ফাইনালে কে হয়, সেটাই ছিল জানার অপেক্ষা। অবশেষে গত রাতে ফুরোল সেই অপেক্ষা। ফাইনালে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে খেলবে সান্ডারল্যান্ড।
১ ঘণ্টা আগেভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ১৬ মে সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।
১৩ ঘণ্টা আগে