অনলাইন ডেস্ক
বাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্য, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এখন লড়ে যাচ্ছেন মুমিনুল হক।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের যা সর্বনাশ হওয়ার হয়েছিল দ্বিতীয় দিন বিকেলেই। প্রথম ইনিংসে ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলেন শান্তরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের সকালে তো ধৈর্যের পরীক্ষা দিতেই ব্যর্থ বাংলাদেশ। ৮ উইকেটে ১৩৭ রান করে তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে গেল স্বাগতিকেরা। মুমিনুল ৭৪ রান করে অপরাজিত আছেন।
তৃতীয় দিনের খেলা শুরুর পর চতুর্থ ওভারেই ধস নামতে থাকে বাংলাদেশের ইনিংসে। স্বাগতিকদের প্রথম ইনিংসের ১৩তম ওভারের পঞ্চম বলে শান্তকে ফিরিয়েছেন কাগিসো রাবাদা। দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকা বাংলাদেশ অধিনায়ক ক্যাচ তুলে দিলেন অধিনায়ক কাইল ভেরেইনের হাতে। ১৭ বলে ২ চারে ৯ রান করে আউট হয়েছেন শান্ত।
অধিনায়ক শান্তর পর একে একে ড্রেসিংরুমের পথ ধরেছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও মাহিদুল ইসলাম অঙ্কন। ৪ উইকেটে ৪৬ রান থেকে মুহূর্তেই বাংলাদেশ পরিণত হয় ৮ উইকেটে ৪৮ রানে। মুশফিক, অঙ্কন দুজনেই ডাক মেরেছেন। মিরাজ আউট হয়েছেন ১ রান করে; যার মধ্যে মিরাজ, অঙ্কন দুই ব্যাটারকে একই ওভারে (১৫তম ওভারে) ফিরিয়েছেন রাবাদা। টেস্টে অভিষিক্ত অঙ্কন উইকেটরক্ষক হিসেবে যেমন ব্যর্থ, ব্যাটিংয়েও সেই ছাপ দেখা গেছে।
অঙ্কনকে ফিরিয়েই টেস্ট ইনিংসে ১৬ বার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন রাবাদা। ১৪.৫ ওভারে ৮ উইকেটে ৪৮ রানে পরিণত হওয়া বাংলাদেশের সামনে তখন ১০০-এর আগে অলআউট হওয়া সময়ের ব্যাপার মনে হচ্ছিল। এক প্রান্ত আগলে রেখে মুমিনুল খেললেও বাকি দুই ব্যাটার তাইজুল ইসলাম, নাহিদ রানাকে নিয়ে কতক্ষণই বা টিকবে বাংলাদেশ—এমন আশঙ্কা কাজ করছিল। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়েই প্রতিরোধ গড়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন মুমিনুল ও তাইজুল। নবম উইকেট জুটিতে মুমিনুল-তাইজুল ৮৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে ফেলেন। এই জুটি গড়তে ১৩৯ বল খেলেছেন তাঁরা। টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি করতে মুমিনুলের আরও ২৬ রান করতে হবে। তাইজুল ৬৭ বল খেলে ১৮ রানে অপরাজিত।
মুমিনুল-তাইজুলের জুটি বাংলাদেশকে একটি বিব্রতকর পরিস্থিতি থেকেই রক্ষা করেছে। ঘরের মাঠে বাংলাদেশ সর্বনিম্ন ৮৭ রানে অলআউট হয়েছিল। এ ঘটনা ঘটেছিল দুবার। প্রথমবার ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দ্বিতীয়টি ১৯ পর বছর মিরপুর শেরেবাংলায় পাকিস্তানের বিপক্ষে।
টেস্টে ঘরের মাঠে বাংলাদেশের সর্বনিম্ন পাঁচ ইনিংস
স্কোর প্রতিপক্ষ ভেন্যু সাল
৮৭ ওয়েস্ট ইন্ডিজ ঢাকা ২০০২
৮৭ পাকিস্তান মিরপুর ২০২১
৯১ ওয়েস্ট ইন্ডিজ অ্যান্টিগা ২০০০
১০২ ওয়েস্ট ইন্ডিজ অ্যান্টিগা ২০২২
১০৬ ওয়েস্ট ইন্ডিজ অ্যান্টিগা ২০০৫
বাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্য, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এখন লড়ে যাচ্ছেন মুমিনুল হক।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের যা সর্বনাশ হওয়ার হয়েছিল দ্বিতীয় দিন বিকেলেই। প্রথম ইনিংসে ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলেন শান্তরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের সকালে তো ধৈর্যের পরীক্ষা দিতেই ব্যর্থ বাংলাদেশ। ৮ উইকেটে ১৩৭ রান করে তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে গেল স্বাগতিকেরা। মুমিনুল ৭৪ রান করে অপরাজিত আছেন।
তৃতীয় দিনের খেলা শুরুর পর চতুর্থ ওভারেই ধস নামতে থাকে বাংলাদেশের ইনিংসে। স্বাগতিকদের প্রথম ইনিংসের ১৩তম ওভারের পঞ্চম বলে শান্তকে ফিরিয়েছেন কাগিসো রাবাদা। দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকা বাংলাদেশ অধিনায়ক ক্যাচ তুলে দিলেন অধিনায়ক কাইল ভেরেইনের হাতে। ১৭ বলে ২ চারে ৯ রান করে আউট হয়েছেন শান্ত।
অধিনায়ক শান্তর পর একে একে ড্রেসিংরুমের পথ ধরেছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও মাহিদুল ইসলাম অঙ্কন। ৪ উইকেটে ৪৬ রান থেকে মুহূর্তেই বাংলাদেশ পরিণত হয় ৮ উইকেটে ৪৮ রানে। মুশফিক, অঙ্কন দুজনেই ডাক মেরেছেন। মিরাজ আউট হয়েছেন ১ রান করে; যার মধ্যে মিরাজ, অঙ্কন দুই ব্যাটারকে একই ওভারে (১৫তম ওভারে) ফিরিয়েছেন রাবাদা। টেস্টে অভিষিক্ত অঙ্কন উইকেটরক্ষক হিসেবে যেমন ব্যর্থ, ব্যাটিংয়েও সেই ছাপ দেখা গেছে।
অঙ্কনকে ফিরিয়েই টেস্ট ইনিংসে ১৬ বার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন রাবাদা। ১৪.৫ ওভারে ৮ উইকেটে ৪৮ রানে পরিণত হওয়া বাংলাদেশের সামনে তখন ১০০-এর আগে অলআউট হওয়া সময়ের ব্যাপার মনে হচ্ছিল। এক প্রান্ত আগলে রেখে মুমিনুল খেললেও বাকি দুই ব্যাটার তাইজুল ইসলাম, নাহিদ রানাকে নিয়ে কতক্ষণই বা টিকবে বাংলাদেশ—এমন আশঙ্কা কাজ করছিল। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়েই প্রতিরোধ গড়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন মুমিনুল ও তাইজুল। নবম উইকেট জুটিতে মুমিনুল-তাইজুল ৮৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে ফেলেন। এই জুটি গড়তে ১৩৯ বল খেলেছেন তাঁরা। টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি করতে মুমিনুলের আরও ২৬ রান করতে হবে। তাইজুল ৬৭ বল খেলে ১৮ রানে অপরাজিত।
মুমিনুল-তাইজুলের জুটি বাংলাদেশকে একটি বিব্রতকর পরিস্থিতি থেকেই রক্ষা করেছে। ঘরের মাঠে বাংলাদেশ সর্বনিম্ন ৮৭ রানে অলআউট হয়েছিল। এ ঘটনা ঘটেছিল দুবার। প্রথমবার ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দ্বিতীয়টি ১৯ পর বছর মিরপুর শেরেবাংলায় পাকিস্তানের বিপক্ষে।
টেস্টে ঘরের মাঠে বাংলাদেশের সর্বনিম্ন পাঁচ ইনিংস
স্কোর প্রতিপক্ষ ভেন্যু সাল
৮৭ ওয়েস্ট ইন্ডিজ ঢাকা ২০০২
৮৭ পাকিস্তান মিরপুর ২০২১
৯১ ওয়েস্ট ইন্ডিজ অ্যান্টিগা ২০০০
১০২ ওয়েস্ট ইন্ডিজ অ্যান্টিগা ২০২২
১০৬ ওয়েস্ট ইন্ডিজ অ্যান্টিগা ২০০৫
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
১১ মিনিট আগেবিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
১ ঘণ্টা আগে২০২৪-এর আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন নাজমুল হাসান পাপন। তখনই সেই চেয়ারে বসেন ফারুক আহমেদ। তবে তাঁর মেয়াদও বেশি দিন নেই। সভাপতি হতে হলে ফারুককেও বোর্ড পরিচালক হয়ে নির্বাচনে অংশ নিতে হবে।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে রাতে নামছে বার্সেলোনা-ইন্টার মিলান। বাংলাদেশ সময় রাত ১টায় এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। আর রাতে পিএসএলে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের...
২ ঘণ্টা আগে