দুর্ঘটনায় পড়ার প্রায় ১৫ মাস পর ২০২৪ আইপিএল দিয়ে পেশাদার ক্রিকেটে ফিরলেন ঋষভ পন্ত। ফিরেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়েই। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরতে না ফিরতেই নাম লেখালেন বিরাট কোহলি-গৌতম গম্ভীরদের রেকর্ডে।
পাঞ্জাব কিংসের বিপক্ষে চলতি সপ্তাহের শনিবার ফেরার ম্যাচটা অবশ্য রাঙানো হয়নি পন্তের। মুল্লানপুরের সেই ম্যাচে ১৩ বলে করেন ১৮ রান। পাঞ্জাব জেতে ৪ উইকেটে। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে আজ দিল্লি খেলছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। ম্যাচে টস করতে নেমেই নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে। দিল্লির প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েন পন্ত। আইপিএলে কোনো নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির প্রথম ক্রিকেটার হিসেবে ম্যাচের সেঞ্চুরির তালিকায় পন্তসহ আছেন ৭ ক্রিকেটার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) জার্সিতে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েন কোহলি। ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত ১৬ বছর আরসিবির হয়ে খেলেছেন ২৩৯ ম্যাচ। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে প্রথম ১০০ ম্যাচ খেলেন গৌতম গম্ভীর।
২০১৬ সালে গুজরাট লায়নসের বিপক্ষে আইপিএলে অভিষেক হয় পন্তের। ভারতীয় উইকেটরক্ষক ব্যাটারের ফ্র্যাঞ্চাইজির নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। ৮ বছরের আইপিএল ক্যারিয়ারে করেছেন ২৮৫৬ রান। গড় ৩৪.৪১ ও স্ট্রাইকরেট ১৪৭.৯০। পন্তের শততম ম্যাচ খেলার কীর্তির দিন দিল্লি টস জিতে ফিল্ডিং নিয়েছে। প্রথমে ব্যাটিং পেয়ে রাজস্থান এখনো পর্যন্ত ১৬ ওভারে ৪ উইকেটে করেছে ১২৩ রান।
পন্তের পর দিল্লির হয়ে ৯৯ ম্যাচ খেলে দুইয়ে অমিত মিশ্র। দিল্লির হয়ে ম্যাচ খেলার তালিকায় তিন, চার ও পাচে আছেন শ্রেয়াস আইয়ার, ডেভিড ওয়ার্নার ও বীরেন্দর শেবাগ। আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজির হয়ে আইয়ার, ওয়ার্নার ও শেবাগ খেলেন ৮৭,৮২ ও ৭৯ ম্যাচ। যার মধ্যে পন্তের সঙ্গে আজ খেলছেন ওয়ার্নার।
আইপিএলে নির্দিষ্ট কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে ১০০ ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার
সুরেশ রায়না (চেন্নাই)
হরভজন সিং (মুম্বাই)
বিরাট কোহলি (বেঙ্গালুরু)
গৌতম গম্ভীর (কলকাতা)
অজিঙ্কা রাহানে (রাজস্থান)
ভুবনেশ্বর কুমার (হায়দরাবাদ)
ঋষভ পন্ত (দিল্লি)
দুর্ঘটনায় পড়ার প্রায় ১৫ মাস পর ২০২৪ আইপিএল দিয়ে পেশাদার ক্রিকেটে ফিরলেন ঋষভ পন্ত। ফিরেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়েই। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরতে না ফিরতেই নাম লেখালেন বিরাট কোহলি-গৌতম গম্ভীরদের রেকর্ডে।
পাঞ্জাব কিংসের বিপক্ষে চলতি সপ্তাহের শনিবার ফেরার ম্যাচটা অবশ্য রাঙানো হয়নি পন্তের। মুল্লানপুরের সেই ম্যাচে ১৩ বলে করেন ১৮ রান। পাঞ্জাব জেতে ৪ উইকেটে। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে আজ দিল্লি খেলছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। ম্যাচে টস করতে নেমেই নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে। দিল্লির প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েন পন্ত। আইপিএলে কোনো নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির প্রথম ক্রিকেটার হিসেবে ম্যাচের সেঞ্চুরির তালিকায় পন্তসহ আছেন ৭ ক্রিকেটার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) জার্সিতে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েন কোহলি। ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত ১৬ বছর আরসিবির হয়ে খেলেছেন ২৩৯ ম্যাচ। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে প্রথম ১০০ ম্যাচ খেলেন গৌতম গম্ভীর।
২০১৬ সালে গুজরাট লায়নসের বিপক্ষে আইপিএলে অভিষেক হয় পন্তের। ভারতীয় উইকেটরক্ষক ব্যাটারের ফ্র্যাঞ্চাইজির নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। ৮ বছরের আইপিএল ক্যারিয়ারে করেছেন ২৮৫৬ রান। গড় ৩৪.৪১ ও স্ট্রাইকরেট ১৪৭.৯০। পন্তের শততম ম্যাচ খেলার কীর্তির দিন দিল্লি টস জিতে ফিল্ডিং নিয়েছে। প্রথমে ব্যাটিং পেয়ে রাজস্থান এখনো পর্যন্ত ১৬ ওভারে ৪ উইকেটে করেছে ১২৩ রান।
পন্তের পর দিল্লির হয়ে ৯৯ ম্যাচ খেলে দুইয়ে অমিত মিশ্র। দিল্লির হয়ে ম্যাচ খেলার তালিকায় তিন, চার ও পাচে আছেন শ্রেয়াস আইয়ার, ডেভিড ওয়ার্নার ও বীরেন্দর শেবাগ। আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজির হয়ে আইয়ার, ওয়ার্নার ও শেবাগ খেলেন ৮৭,৮২ ও ৭৯ ম্যাচ। যার মধ্যে পন্তের সঙ্গে আজ খেলছেন ওয়ার্নার।
আইপিএলে নির্দিষ্ট কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে ১০০ ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার
সুরেশ রায়না (চেন্নাই)
হরভজন সিং (মুম্বাই)
বিরাট কোহলি (বেঙ্গালুরু)
গৌতম গম্ভীর (কলকাতা)
অজিঙ্কা রাহানে (রাজস্থান)
ভুবনেশ্বর কুমার (হায়দরাবাদ)
ঋষভ পন্ত (দিল্লি)
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
১৪ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে