একের পর এক সুযোগ পেয়ে যাচ্ছেন লিটন দাস। তবে সেগুলো ঠিকমতো কাজে লাগাতে পারছেন কোথায়? এক অঙ্কের ঘরে আউট হচ্ছেন। আউটও হচ্ছেন বাজে শট খেলে। তবে তাওহীদ হৃদয়ের মতে লিটন বড় ইনিংস একদিন ঠিকই খেলবেন।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১ রানে আউটের পর দ্বিতীয় ম্যাচে করেন ২৩ রান। চট্টগ্রামে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে করেছেন ১২ রান। রান যা-ই হোক, আউট হওয়ার ধরনটা দৃষ্টিকটু। ব্লেসিং মুজারাবানিকে দুইবার স্কুপ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন লিটন। ভুল থেকে শিক্ষা না নিয়ে আবারও করতে গেছেন স্কুপ। লিটনের শট আঘাত হেনেছে লেগ স্টাম্পে। ম্যাচ শেষে সংবাদসম্মেলনে যখন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হৃদয় আসেন, তার কাছেও এসেছে লিটনের প্রসঙ্গ। হৃদয় বলেন, ‘ঠিক আছে দু একটা ইনিংস এদিক সেদিক হতেই পারে। আবার যেদিন ভালো শুরু করবে সেদিন দেখবেন তারাই ম্যাচ জিতিয়ে দিয়েছে। টপ অর্ডারে ব্যাটিং করে। তারাই দেখবেন ম্যাচে একদিন ১০০ বা আমাদের জন্য অবদান রাখবে।’
তিন টি-টোয়েন্টিতে ১২৭ রান হৃদয়ের। ১২৭ গড়, স্ট্রাইকরেটও নজরকাড়া ১৫৬.৭৯। সে অনুযায়ী টপ অর্ডার ব্যাটারদের ইনিংসের মতো স্ট্রাইকরেটও নিম্ন। লিটনের স্ট্রাইকরেট প্রসঙ্গ টেনেই হৃদয় বললেন, ‘একজন ক্রিকেটার সব সময় ভালো খেলবে না। লিটন ভাই তিনি কেমন ক্রিকেটার বা তাঁর স্ট্রাইকরেট নিয়ে অনেক কথা হচ্ছে শুনছি। আসলে যাচাই করে দেখলে দেখা যাবে এখনও তাঁর মতো স্ট্রাইকরেট বাংলাদেশের মনে হয় দুই তিনজনের ভেতরে আছে। এমনও হতে পারে খুব বড় খেলায় দেখা যাচ্ছে খেলার দৃশ্যপট বদলে দেবেন। আমাদের সবার বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসটা হারালে হবে না।’
আরও পড়ুন:
একের পর এক সুযোগ পেয়ে যাচ্ছেন লিটন দাস। তবে সেগুলো ঠিকমতো কাজে লাগাতে পারছেন কোথায়? এক অঙ্কের ঘরে আউট হচ্ছেন। আউটও হচ্ছেন বাজে শট খেলে। তবে তাওহীদ হৃদয়ের মতে লিটন বড় ইনিংস একদিন ঠিকই খেলবেন।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১ রানে আউটের পর দ্বিতীয় ম্যাচে করেন ২৩ রান। চট্টগ্রামে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে করেছেন ১২ রান। রান যা-ই হোক, আউট হওয়ার ধরনটা দৃষ্টিকটু। ব্লেসিং মুজারাবানিকে দুইবার স্কুপ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন লিটন। ভুল থেকে শিক্ষা না নিয়ে আবারও করতে গেছেন স্কুপ। লিটনের শট আঘাত হেনেছে লেগ স্টাম্পে। ম্যাচ শেষে সংবাদসম্মেলনে যখন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হৃদয় আসেন, তার কাছেও এসেছে লিটনের প্রসঙ্গ। হৃদয় বলেন, ‘ঠিক আছে দু একটা ইনিংস এদিক সেদিক হতেই পারে। আবার যেদিন ভালো শুরু করবে সেদিন দেখবেন তারাই ম্যাচ জিতিয়ে দিয়েছে। টপ অর্ডারে ব্যাটিং করে। তারাই দেখবেন ম্যাচে একদিন ১০০ বা আমাদের জন্য অবদান রাখবে।’
তিন টি-টোয়েন্টিতে ১২৭ রান হৃদয়ের। ১২৭ গড়, স্ট্রাইকরেটও নজরকাড়া ১৫৬.৭৯। সে অনুযায়ী টপ অর্ডার ব্যাটারদের ইনিংসের মতো স্ট্রাইকরেটও নিম্ন। লিটনের স্ট্রাইকরেট প্রসঙ্গ টেনেই হৃদয় বললেন, ‘একজন ক্রিকেটার সব সময় ভালো খেলবে না। লিটন ভাই তিনি কেমন ক্রিকেটার বা তাঁর স্ট্রাইকরেট নিয়ে অনেক কথা হচ্ছে শুনছি। আসলে যাচাই করে দেখলে দেখা যাবে এখনও তাঁর মতো স্ট্রাইকরেট বাংলাদেশের মনে হয় দুই তিনজনের ভেতরে আছে। এমনও হতে পারে খুব বড় খেলায় দেখা যাচ্ছে খেলার দৃশ্যপট বদলে দেবেন। আমাদের সবার বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসটা হারালে হবে না।’
আরও পড়ুন:
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
৯ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে