Ajker Patrika

রোহিত-কোহলিরা বিদায় নেবেন সেমিফাইনালে, বলছেন শোয়েব

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৮: ০৪
রোহিত-কোহলিরা বিদায় নেবেন সেমিফাইনালে, বলছেন শোয়েব

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে শেষ বলে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকিস্তান। সেই ম্যাচের ধাক্কা সামলে ওঠার আগেই বড় এক ধাক্কা খেয়েছে দ্বিতীয় ম্যাচে, যে ধাক্কায় এখন টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার পথে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।

জিম্বাবুয়ের বিপক্ষেও শেষ বলে হেরেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে ৪ উইকেটে হারার পর গতকাল ঘুরে দাঁড়ানোর ম্যাচে ১ রানে হেরেছে পাকিস্তান। দলের এমন হারে বেজায় চটেছেন শোয়েব আখতার। টুর্নামেন্ট থেকে পাকিস্তান বিদায় নেবে এটা আগে থেকেই বলে আসছেন এমন দাবিও করেছেন পাকিস্তানের সাবেক গতিতারকা।

আর আজ নতুন এক ভবিষ্যদ্বাণী দিয়েছেন শোয়েব। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামে খ্যাত এই গতিতারকা জানিয়েছেন, সেমিফাইনালেই বিদায় নেবে ভারত। নিজের ইউটিউব চ্যানেলে এমনটিই জানিয়েছেন বিশ্বের সর্বোচ্চ গতির বোলার।

শোয়েব বলেছেন, ‘এটি সত্যিই হতাশাজনক। আমি আগেই বলেছি, পাকিস্তান এ সপ্তাহেই দেশে ফিরবে। আর ভারত দেশে ফিরবে সেমিফাইনাল খেলে। কারণ, ভারতের এই দলটাও ভালো নয়।’ শোয়েবের ভবিষ্যদ্বাণী যদি সত্যি হয়, তাহলে আগামী ৯ নভেম্বর কিংবা ১০ নভেম্বর বিদায় নেবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।

টুর্নামেন্টে বাবরের অধিনায়কত্ব ও ব্যাটিং নিয়েও কথা বলেছেন শোয়েব। বাবরের বিষয়ে অবশ্য নতুন করে সমালোচনা করছেন না পাকিস্তানের সাবেক এই গতিতারকা। অনেক আগে থেকেই তাঁর সমালোচনা করে আসছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

শোয়েব বলেছেন, ‘তিনে ব্যাটিং করা উচিত বাবরের। শাহীন শাহ আফ্রিদির ফিটনেসে একটি বড় ত্রুটি ছিল। তার চেয়েও বড় ত্রুটি ছিল অধিনায়কত্ব ও ম্যানেজমেন্টে। আমরা তোমাকে সমর্থন করছি, কিন্তু তুমি এটা কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলছ? তুমি টুর্নামেন্টে একাই হাঁটতে পার না। আর এমনটা আশা করতে পার না যে প্রতিপক্ষরা তোমাকে জিতিয়ে দেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত