Ajker Patrika

কোহলির ওপর কেন ক্ষুব্ধ জাদেজা-গাভাস্কার

কোহলির ওপর কেন ক্ষুব্ধ জাদেজা-গাভাস্কার

রান যে বিরাট কোহলি পাচ্ছেন না, তা নয়। এবারের আইপিএলে তাঁর ব্যাটে চলছে রানের ফোয়ারা। সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় ভারতীয় ব্যাটারের ধারেকাছেও কেউ নেই। তবু ছন্দে থাকা কোহলিকে নিয়ে চলে সমালোচনা। দেশি-বিদেশি তারকা ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষকদের কেউ বাদ যাচ্ছেন না।

কোহলিকে নিয়ে এবার সমালোচনার কারণ তাঁর হঠাৎ করে রান তোলার গতি কমে যাওয়া। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) গত রাতে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি। প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৬১ রান তুলে ফেলে আরসিবি। ১৮ বলে ৪ চার ও ১ ছক্কায় কোহলি একাই করেন ৩২ রান। পাওয়ার প্লের পরই খোলসে বন্দী হয়ে যান তিনি। ৩৭ বলে তুলে নিয়েছেন এবারের আইপিএলের তৃতীয় ফিফটি। ৪৩ বলে ৫১ রান করে আউট হয়েছেন। বাউন্ডারি সংখ্যা পাওয়ার প্লের আগে যেটা ছিল, ইনিংস শেষেও সেটাই থেকেছে।

পাওয়ার প্লের পর কোহলি এমন খোলসবন্দী হওয়ায় বিরক্তি প্রকাশ করেন সুনীল গাভাস্কার। স্টার স্পোর্টসে গাভাস্কার বলেন, ‘আমার মনে হয়, সে তার ছন্দটা হারিয়ে ফেলেছে। সঠিক সংখ্যাটা মনে নেই। তবে যতদূর মনে পড়ে, ৩১-৩২ রানের পর থেকে আউট হওয়া পর্যন্ত সে কোনো বাউন্ডারি মারেনি। তাই ইনিংসের প্রথম বল মোকাবিলা করে সে ১৪ বা ১৫ নম্বর ওভারে আউট হয়েছে। তখন তার স্ট্রাইকরেট ১১৮। দল তো তার থেকে এমন কিছু আশা করে না।’

কোহলির খোলসে ঢোকার পর অন্যপ্রান্তে একের পর এক বাউন্ডারি মেরে যাচ্ছেন রজত পাতিদার। মায়াংক মারকান্ডের এক ওভারে চার ছক্কা মারেন পাতিদার। ২০ বলে ৫০ করে আউট হয়েছেন পাতিদার। পাচ নম্বরে নামা ক্যামেরন গ্রিন ২০ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। শেষের দিকে নেমে নিয়মিত ঝড় তোলা দিনেশ কার্তিক নেমেছেন ৭ নম্বরে। ৬ বলে করেন ১১ রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০৬ রান করে আরসিবি। কোহলির ব্যাটিং প্রসঙ্গে জিও সিনেমায় অজয় জাদেজা বলেন, ‘কোহলির ধারাবাহিকতা নিয়ে কথা বলা মানে সূর্যের অস্তিত্ব ব্যাখ্যা করার মতো। পাওয়ারপ্লে যখন শেষ হলো, সে হঠাৎ করে রান তোলার গতি কমিয়ে দিল। এটা হতে পারে কারণ আরসিবি দুই উইকেট হারিয়েছে। মাঝেমধ্যে মনে হয় আরসিবি তাদের ভূমিকা নিয়ে খুবই অনমনীয়। দিনেশ কার্তিক সব সময়ই মারবে। সেটা করতে গিয়েই আরসিবি ধীরগতিতে খেলছে।’

টানা ছয় ম্যাচ হারের পর গত রাতে জয় পেয়েছে আরসিবি। হায়দরাবাদকে হারিয়েছে ৩৫ রানে। ঝড় তোলা পাতিদারই হয়েছেন ম্যাচসেরা। ৯ ম্যাচে ২ জয় ও ৭ পরাজয়ে ৪ পয়েন্ট কোহলিদের। পাঞ্জাবেরও ৪ পয়েন্ট। তবে নেট রানরেটের কারণে পাঞ্জাব ও বেঙ্গালুরু ৯ ও ১০ নম্বরে। পাঞ্জাবের নেটরানরেট-০.২৯২ ও-০.৭৯২ নেটরানরেট বেঙ্গালুরুর। ৯ ম্যাচে ৪৩০ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহকের অরেঞ্জ ক্যাপ কোহলির কাছেই আছে। ৩ ফিফটি ও ১ সেঞ্চুরি করেছেন। গড় ৬১.৪২ ও স্ট্রাইকরেট ১৪৫.৭৬।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত