নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
সিলেট টেস্টে তাইজুল ইসলাম ২৬ ওভার বল করে ১২৩ রান দিয়ে শিকার করেছিলেন মাত্র ২ উইকেট। পঞ্চাশের বেশি টেস্ট খেলা হলেও প্রত্যাশিত উইকেট না পাওয়াটা এ বাঁহাতি স্পিনারের জন্য কিছুটা হতাশার ছিল। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বল হাতে ঝলক দেখিয়ে তাইজুল প্রকাশ করলেন আগের ম্যাচের পারফরম্যান্স নিয়ে তাঁর আক্ষেপের কথা।
প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ শক্ত অবস্থানে থাকলেও, উইকেটের সহায়তায় এগিয়ে থাকা প্রসঙ্গে তাইজুলের সোজাসাপ্টা উত্তর, ‘আমরা ভালো বল করেছি, আপনারা ক্রেডিট দিতে চান না।’
সংবাদমাধ্যম থেকে তাইজুলের কীর্তির দিনে প্রশ্ন উঠেছিল সিলেটে হারার পর চট্টগ্রামে কি ভিন্ন ধরনের উইকেট তৈরি করা হয়েছে? তাইজুলের সরল জবাব, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। হারার পর এখানে এ রকম হয়েছে। তবে আমার মনে হয়, আমরা যে ভালো বল করেছি সেই ক্রেডিটটা আমাদের দিতে চাইছেন না। ওরা কিন্তু জুটি করেছিল, আমরাও কিন্তু কামব্যাক করেছি। খারাপ বল করলে তো আর কামব্যাক করা যেত না। আলহামদুলিল্লাহ, আমরা ভালোভাবেই কামব্যাক করেছি।’
বর্তমানে নিজেদের মাঠে বাংলাদেশ ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে টেস্ট ম্যাচ খেলে। সাম্প্রতিক সময়ে উইকেট শিকারে তাইজুলের সঙ্গে অভিন্ন লড়াই হয়েছে সাকিব আল হাসানের। ঢাকায় তাইজুলের উইকেট এখন পর্যন্ত উইকেট সংখ্যা ৮২ টি, সিলেটে শিকার করেছেন ২৬টি উইকেট, আর চট্টগ্রামে সাকিব এগিয়ে আছেন ৬৮ উইকেট নিয়ে। যদিও বর্তমানে সাকিব টেস্ট দলের বাইরে (অনানুষ্ঠানিক বিরতিতে), তাই মাত্র ১১ উইকেট দূরে থাকা তাইজুলের (৫৭ উইকেট) জন্য চট্টগ্রামে না হোক সামনের কোনো টেস্ট কয়েক ম্যাচ খেললেই সাকিবকে টপকে যাওয়াটা এখন সময়ের ব্যাপার।
এ প্রসঙ্গে তাইজুল বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে সেরাদের মধ্যে সেরা হওয়ার। আমি আসলে দেখি কতটুকু ভালো করতে পারছি। নিজেকে পুরোপুরি সন্তুষ্ট মনে হয় না, যতক্ষণ না অনেক দূর যেতে পারি। আমি চেষ্টা করব যতটা সম্ভব এগোতে। আমি কখনো ভাবিনি সাকিব ভাইকে ছাড়িয়ে যেতে হবে। সাকিব ভাই দেশের জন্য অনেক ভালো কিছু করেছেন, ভবিষ্যতেও করবেন ইনশা-আল্লাহ। আমার চাওয়া, সবাই ভালো করুক, যেন দেশের জন্য আমরা আরও বড় কিছু করতে পারি।’
সিলেট টেস্টে তাইজুল ইসলাম ২৬ ওভার বল করে ১২৩ রান দিয়ে শিকার করেছিলেন মাত্র ২ উইকেট। পঞ্চাশের বেশি টেস্ট খেলা হলেও প্রত্যাশিত উইকেট না পাওয়াটা এ বাঁহাতি স্পিনারের জন্য কিছুটা হতাশার ছিল। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বল হাতে ঝলক দেখিয়ে তাইজুল প্রকাশ করলেন আগের ম্যাচের পারফরম্যান্স নিয়ে তাঁর আক্ষেপের কথা।
প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ শক্ত অবস্থানে থাকলেও, উইকেটের সহায়তায় এগিয়ে থাকা প্রসঙ্গে তাইজুলের সোজাসাপ্টা উত্তর, ‘আমরা ভালো বল করেছি, আপনারা ক্রেডিট দিতে চান না।’
সংবাদমাধ্যম থেকে তাইজুলের কীর্তির দিনে প্রশ্ন উঠেছিল সিলেটে হারার পর চট্টগ্রামে কি ভিন্ন ধরনের উইকেট তৈরি করা হয়েছে? তাইজুলের সরল জবাব, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। হারার পর এখানে এ রকম হয়েছে। তবে আমার মনে হয়, আমরা যে ভালো বল করেছি সেই ক্রেডিটটা আমাদের দিতে চাইছেন না। ওরা কিন্তু জুটি করেছিল, আমরাও কিন্তু কামব্যাক করেছি। খারাপ বল করলে তো আর কামব্যাক করা যেত না। আলহামদুলিল্লাহ, আমরা ভালোভাবেই কামব্যাক করেছি।’
বর্তমানে নিজেদের মাঠে বাংলাদেশ ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে টেস্ট ম্যাচ খেলে। সাম্প্রতিক সময়ে উইকেট শিকারে তাইজুলের সঙ্গে অভিন্ন লড়াই হয়েছে সাকিব আল হাসানের। ঢাকায় তাইজুলের উইকেট এখন পর্যন্ত উইকেট সংখ্যা ৮২ টি, সিলেটে শিকার করেছেন ২৬টি উইকেট, আর চট্টগ্রামে সাকিব এগিয়ে আছেন ৬৮ উইকেট নিয়ে। যদিও বর্তমানে সাকিব টেস্ট দলের বাইরে (অনানুষ্ঠানিক বিরতিতে), তাই মাত্র ১১ উইকেট দূরে থাকা তাইজুলের (৫৭ উইকেট) জন্য চট্টগ্রামে না হোক সামনের কোনো টেস্ট কয়েক ম্যাচ খেললেই সাকিবকে টপকে যাওয়াটা এখন সময়ের ব্যাপার।
এ প্রসঙ্গে তাইজুল বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে সেরাদের মধ্যে সেরা হওয়ার। আমি আসলে দেখি কতটুকু ভালো করতে পারছি। নিজেকে পুরোপুরি সন্তুষ্ট মনে হয় না, যতক্ষণ না অনেক দূর যেতে পারি। আমি চেষ্টা করব যতটা সম্ভব এগোতে। আমি কখনো ভাবিনি সাকিব ভাইকে ছাড়িয়ে যেতে হবে। সাকিব ভাই দেশের জন্য অনেক ভালো কিছু করেছেন, ভবিষ্যতেও করবেন ইনশা-আল্লাহ। আমার চাওয়া, সবাই ভালো করুক, যেন দেশের জন্য আমরা আরও বড় কিছু করতে পারি।’
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
১৪ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে