নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
সিলেট টেস্টে তাইজুল ইসলাম ২৬ ওভার বল করে ১২৩ রান দিয়ে শিকার করেছিলেন মাত্র ২ উইকেট। পঞ্চাশের বেশি টেস্ট খেলা হলেও প্রত্যাশিত উইকেট না পাওয়াটা এ বাঁহাতি স্পিনারের জন্য কিছুটা হতাশার ছিল। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বল হাতে ঝলক দেখিয়ে তাইজুল প্রকাশ করলেন আগের ম্যাচের পারফরম্যান্স নিয়ে তাঁর আক্ষেপের কথা।
প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ শক্ত অবস্থানে থাকলেও, উইকেটের সহায়তায় এগিয়ে থাকা প্রসঙ্গে তাইজুলের সোজাসাপ্টা উত্তর, ‘আমরা ভালো বল করেছি, আপনারা ক্রেডিট দিতে চান না।’
সংবাদমাধ্যম থেকে তাইজুলের কীর্তির দিনে প্রশ্ন উঠেছিল সিলেটে হারার পর চট্টগ্রামে কি ভিন্ন ধরনের উইকেট তৈরি করা হয়েছে? তাইজুলের সরল জবাব, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। হারার পর এখানে এ রকম হয়েছে। তবে আমার মনে হয়, আমরা যে ভালো বল করেছি সেই ক্রেডিটটা আমাদের দিতে চাইছেন না। ওরা কিন্তু জুটি করেছিল, আমরাও কিন্তু কামব্যাক করেছি। খারাপ বল করলে তো আর কামব্যাক করা যেত না। আলহামদুলিল্লাহ, আমরা ভালোভাবেই কামব্যাক করেছি।’
বর্তমানে নিজেদের মাঠে বাংলাদেশ ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে টেস্ট ম্যাচ খেলে। সাম্প্রতিক সময়ে উইকেট শিকারে তাইজুলের সঙ্গে অভিন্ন লড়াই হয়েছে সাকিব আল হাসানের। ঢাকায় তাইজুলের উইকেট এখন পর্যন্ত উইকেট সংখ্যা ৮২ টি, সিলেটে শিকার করেছেন ২৬টি উইকেট, আর চট্টগ্রামে সাকিব এগিয়ে আছেন ৬৮ উইকেট নিয়ে। যদিও বর্তমানে সাকিব টেস্ট দলের বাইরে (অনানুষ্ঠানিক বিরতিতে), তাই মাত্র ১১ উইকেট দূরে থাকা তাইজুলের (৫৭ উইকেট) জন্য চট্টগ্রামে না হোক সামনের কোনো টেস্ট কয়েক ম্যাচ খেললেই সাকিবকে টপকে যাওয়াটা এখন সময়ের ব্যাপার।
এ প্রসঙ্গে তাইজুল বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে সেরাদের মধ্যে সেরা হওয়ার। আমি আসলে দেখি কতটুকু ভালো করতে পারছি। নিজেকে পুরোপুরি সন্তুষ্ট মনে হয় না, যতক্ষণ না অনেক দূর যেতে পারি। আমি চেষ্টা করব যতটা সম্ভব এগোতে। আমি কখনো ভাবিনি সাকিব ভাইকে ছাড়িয়ে যেতে হবে। সাকিব ভাই দেশের জন্য অনেক ভালো কিছু করেছেন, ভবিষ্যতেও করবেন ইনশা-আল্লাহ। আমার চাওয়া, সবাই ভালো করুক, যেন দেশের জন্য আমরা আরও বড় কিছু করতে পারি।’
সিলেট টেস্টে তাইজুল ইসলাম ২৬ ওভার বল করে ১২৩ রান দিয়ে শিকার করেছিলেন মাত্র ২ উইকেট। পঞ্চাশের বেশি টেস্ট খেলা হলেও প্রত্যাশিত উইকেট না পাওয়াটা এ বাঁহাতি স্পিনারের জন্য কিছুটা হতাশার ছিল। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বল হাতে ঝলক দেখিয়ে তাইজুল প্রকাশ করলেন আগের ম্যাচের পারফরম্যান্স নিয়ে তাঁর আক্ষেপের কথা।
প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ শক্ত অবস্থানে থাকলেও, উইকেটের সহায়তায় এগিয়ে থাকা প্রসঙ্গে তাইজুলের সোজাসাপ্টা উত্তর, ‘আমরা ভালো বল করেছি, আপনারা ক্রেডিট দিতে চান না।’
সংবাদমাধ্যম থেকে তাইজুলের কীর্তির দিনে প্রশ্ন উঠেছিল সিলেটে হারার পর চট্টগ্রামে কি ভিন্ন ধরনের উইকেট তৈরি করা হয়েছে? তাইজুলের সরল জবাব, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। হারার পর এখানে এ রকম হয়েছে। তবে আমার মনে হয়, আমরা যে ভালো বল করেছি সেই ক্রেডিটটা আমাদের দিতে চাইছেন না। ওরা কিন্তু জুটি করেছিল, আমরাও কিন্তু কামব্যাক করেছি। খারাপ বল করলে তো আর কামব্যাক করা যেত না। আলহামদুলিল্লাহ, আমরা ভালোভাবেই কামব্যাক করেছি।’
বর্তমানে নিজেদের মাঠে বাংলাদেশ ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে টেস্ট ম্যাচ খেলে। সাম্প্রতিক সময়ে উইকেট শিকারে তাইজুলের সঙ্গে অভিন্ন লড়াই হয়েছে সাকিব আল হাসানের। ঢাকায় তাইজুলের উইকেট এখন পর্যন্ত উইকেট সংখ্যা ৮২ টি, সিলেটে শিকার করেছেন ২৬টি উইকেট, আর চট্টগ্রামে সাকিব এগিয়ে আছেন ৬৮ উইকেট নিয়ে। যদিও বর্তমানে সাকিব টেস্ট দলের বাইরে (অনানুষ্ঠানিক বিরতিতে), তাই মাত্র ১১ উইকেট দূরে থাকা তাইজুলের (৫৭ উইকেট) জন্য চট্টগ্রামে না হোক সামনের কোনো টেস্ট কয়েক ম্যাচ খেললেই সাকিবকে টপকে যাওয়াটা এখন সময়ের ব্যাপার।
এ প্রসঙ্গে তাইজুল বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে সেরাদের মধ্যে সেরা হওয়ার। আমি আসলে দেখি কতটুকু ভালো করতে পারছি। নিজেকে পুরোপুরি সন্তুষ্ট মনে হয় না, যতক্ষণ না অনেক দূর যেতে পারি। আমি চেষ্টা করব যতটা সম্ভব এগোতে। আমি কখনো ভাবিনি সাকিব ভাইকে ছাড়িয়ে যেতে হবে। সাকিব ভাই দেশের জন্য অনেক ভালো কিছু করেছেন, ভবিষ্যতেও করবেন ইনশা-আল্লাহ। আমার চাওয়া, সবাই ভালো করুক, যেন দেশের জন্য আমরা আরও বড় কিছু করতে পারি।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৭ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৮ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৯ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১০ ঘণ্টা আগে