নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানের নেতৃত্ব পাওয়া নিয়ে ছিল জোর গুঞ্জন। ধারণা করা হচ্ছিল, আজ বোর্ড সভায় সাকিবের অধিনায়কত্বের বিষয়টি চূড়ান্ত হবে। যদিও সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তাঁরা আরও দু-এক দিন সময় নিচ্ছেন।
এশিয়া কাপ ও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এগোচ্ছে বিসিবি। যদিও এশিয়া কাপের জন্য বেশি সময় পাচ্ছে না তারা। আগামী ৮ আগস্ট এশিয়া কাপের দল ঘোষণার শেষ তারিখ। দল এর মধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন পাপন। এখন অপেক্ষা অধিনায়কের নাম চূড়ান্তের। পাপন বলেন, ‘৮ তারিখের আগেই এশিয়া কাপের দল দেওয়া হবে। কাল-পরশুর মধ্যেই।’
অধিনায়ক হওয়ার তালিকায় আছেন চারজন। এ নিয়ে পাপন বলেছেন, ‘অধিনায়কে চারজনের নাম আসছে; সাকিবও আছে, রিয়াদও আছে। সোহান, লিটনের নামও এসেছে।’ যদিও এই তালিকার একজন এর মধ্যে না করে দিয়েছেন বলে জানিয়েছেন পাপন। বিসিবি সভাপতি আরও বলেন, ‘দল আর অধিনায়কের একটা তালিকা হয়েছে। তারা (নির্বাচকেরা) কথা বলে তারপর জানাবে। আগে তো জানতে হবে কে হতে চায়, কে চায় না। যে চারটা নাম এসেছে এর মধ্যে একজন না করেছে।’
জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। ধারণা করা হচ্ছিল, বিশ্রাম বলা হলেও মাহমুদউল্লাহর অধিনায়কত্বে দাঁড়ি পড়ে গেছে। যদিও অধিনায়ক হওয়ার তালিকায় আছেন তিনিও। জিম্বাবুয়ে সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন নুরুল হাসান সোহান। সোহান চোটে পড়ায় শেষ ম্যাচ মোসাদ্দেক হোসেন সৈকত অধিনায়কত্ব করেন।
টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানের নেতৃত্ব পাওয়া নিয়ে ছিল জোর গুঞ্জন। ধারণা করা হচ্ছিল, আজ বোর্ড সভায় সাকিবের অধিনায়কত্বের বিষয়টি চূড়ান্ত হবে। যদিও সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তাঁরা আরও দু-এক দিন সময় নিচ্ছেন।
এশিয়া কাপ ও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এগোচ্ছে বিসিবি। যদিও এশিয়া কাপের জন্য বেশি সময় পাচ্ছে না তারা। আগামী ৮ আগস্ট এশিয়া কাপের দল ঘোষণার শেষ তারিখ। দল এর মধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন পাপন। এখন অপেক্ষা অধিনায়কের নাম চূড়ান্তের। পাপন বলেন, ‘৮ তারিখের আগেই এশিয়া কাপের দল দেওয়া হবে। কাল-পরশুর মধ্যেই।’
অধিনায়ক হওয়ার তালিকায় আছেন চারজন। এ নিয়ে পাপন বলেছেন, ‘অধিনায়কে চারজনের নাম আসছে; সাকিবও আছে, রিয়াদও আছে। সোহান, লিটনের নামও এসেছে।’ যদিও এই তালিকার একজন এর মধ্যে না করে দিয়েছেন বলে জানিয়েছেন পাপন। বিসিবি সভাপতি আরও বলেন, ‘দল আর অধিনায়কের একটা তালিকা হয়েছে। তারা (নির্বাচকেরা) কথা বলে তারপর জানাবে। আগে তো জানতে হবে কে হতে চায়, কে চায় না। যে চারটা নাম এসেছে এর মধ্যে একজন না করেছে।’
জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। ধারণা করা হচ্ছিল, বিশ্রাম বলা হলেও মাহমুদউল্লাহর অধিনায়কত্বে দাঁড়ি পড়ে গেছে। যদিও অধিনায়ক হওয়ার তালিকায় আছেন তিনিও। জিম্বাবুয়ে সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন নুরুল হাসান সোহান। সোহান চোটে পড়ায় শেষ ম্যাচ মোসাদ্দেক হোসেন সৈকত অধিনায়কত্ব করেন।
টানা দ্বিতীয়বার সাফ জেতায় বাংলাদেশ নারী দলকে পুরস্কার হিসেবে দেড় কোটি টাকা দেবে বলে জানায় বাফুফে। ১০ মাস পেরিয়ে গেলেও সেই পুরস্কার আজও বুঝে পাননি মেয়েরা। শুনে এসেছেন শুধুই প্রতিশ্রুতি।
৯ ঘণ্টা আগেনারী ওয়ানডে বিশ্বকাপের জন্য নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে চমক হিসেবে আছেন রুবাইয়া হায়দার ঝিলিক। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিনি। ফেরানো হয়েছে নিশিতা আক্তার ও সুমাইয়া আক্তারকে। তবে বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা. জান্নাতুল ফেরদৌস সুমনা ও ইশমা তানজিম।
১১ ঘণ্টা আগেওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণ মিলিয়ে বাংলাদেশ তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে (২০১২, ২০১৬, ২০১৮)। সামনে আরেকটি এশিয়া কাপ। তবে এবার পঞ্চপাণ্ডবের কেউই নেই। তাই তাঁদের ছাড়া এটি বাংলাদেশের নতুন এক দল। তবে আবেগ নয়, যুক্তি ও বাস্তবতার জায়গা থেকে ধাপে ধাপে সামনে এগোতে চান নির্বাচকেরা।
১৪ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের সেমিফাইনালের আশা শেষ হয়ে গিয়েছিল আগেই। সান্ত্বনার জয় নিয়ে নুরুল হাসান সোহানরা টুর্নামেন্ট শেষ করতে পারেন কি না, সেটাই ছিল দেখার অপেক্ষা। কিন্তু বাংলাদেশ ‘এ’ দল শেষটাও জয় দিয়ে শেষ করতে পারল না।
১৫ ঘণ্টা আগে