Ajker Patrika

বলের সমান রানও করতে পারলেন না সাকিব-নাঈমরা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
বলের সমান রানও করতে পারলেন না সাকিব-নাঈমরা

নড়বড়ে শুরুর পর বাংলাদেশকে পথ দেখান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই দুই ব্যাটারের ব্যাটে চড়ে মাঝারি লক্ষ্যের আভাস পাচ্ছিল বাংলাদেশ। কিন্তু ফজলহক ফারুকির এক ওভারেই বদলে যায় ম্যাচের চিত্র। এই জুটির বিদায়ে আর কেউই তেমন কিছু করতে পারেনি। বলের সমান রানও করতে পারি বাংলাদেশের ব্যাটাররা। 

আজ শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান তোলেন মুশফিক। আফগানদের হয়ে তিন উইকেট নেন ফজলহক ফারুকি। 

উদ্বোধনী জুটির শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বল থেকে বেশ অস্বস্তিতে ভুগছিলেন ওপেনার মুনিম শাহরিয়ার। দ্বিতীয় ওভারেই মোহাম্মদ নবীর শিকার হন তিনি। ১০ বলে ৪ রান করে শারাফুউদ্দিনের ক্যাচবন্দি হন এই ব্যাটার। 

তিনে এসে ছক্কা মেরে ঝড়ের আভাস দিলেও বেশিক্ষণ স্থায়ী হননি লিটন দাস। আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো এই ব্যাটার ফেরেন ব্যক্তিগত ১৩ রানে। আগের ম্যাচের মতো এবারও ব্যর্থ সাকিব আল হাসান। ১৫ বলে মাত্র ৯ রান করে ফেরেন ওমরজাইর শিকারে। অবশ্য তার আগে রান আউটে ফেরেন ওপেনার নাঈম শেখ (১৯ বলে ১৩)। 

পঞ্চম উইকেটের জুটিতে দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। তাদের ৩৯ রানের জুটি ভাঙলে সাজঘরে ফেরেন রিয়াদ। ১৪ বলে তিন চারে ২১ রান করেন তিনি। খানিকপরই মুশফিককে ৩০ রানে ফেরান ফজলহক ফারুকি। এই ওভারে মেহেদী হাসানকে শূন্য রানে ফেরান তিনি। 

টপ অর্ডারের ব্যর্থতার পর মিডল অর্ডারে যে প্রতিরোধ পেয়েছিল বাংলাদেশ। তা ফারুকির এক ওভারেই ধসে যায়। বড় পুঁজি আশা থাকলেও সেটা একদমই বিলিন করে দেন এই পেসার। সাতে এসে ৭ রান করে সাজঘরে ফেরেন আফিফ হোসেন ধ্রুবও। লোয়ার অর্ডারের ব্যর্থতা বাংলাদেশের সংগ্রহ ১১৫ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত